IRE vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ হেরেছিলো ৩-২ ফলে। টি-২০ র্যাঙ্কিং-এর মগডালে থাকা দলে খানিক অপ্রত্যাশিত ভাবেই খাতায়-কলমে অনেকখানি পিছিয়ে থাকা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ খোয়ানোয় উঠেছিলো অনেক প্রশ্ন। ক্যারিবিয়ান্ সফর শেষের দিন পাঁচেকের মধ্যেই ফের ক্রিকেটের ময়দানে নেমে পড়লো টিম ইন্ডিয়া (Team India)। এবার ডাবলিনের ম্যালাহাইড পার্কের মাঠে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড (IRE vs IND)। দলে বেশ কিছু রদবদলও চোখে পড়েছে। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, শুভমান গিল, ঈশান কিষণরা কেউই নেই আয়ারল্যান্ড সফরে। একঝাঁক নতুন মুখকে সাথে নিয়ে মাঠে নেমেছেন সদ্য চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ফেরা জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
Read More: IND vs IRE: ডাকওয়ার্থ লুইসে লক্ষীলাভ ভারতের, ডাবলিনের বৃষ্টিভেজা ম্যাচে দুই রানে জয় পেল টিম ইন্ডিয়া !!

প্রত্যাবর্তনের ম্যাচে টসের মুদ্রা আজ পড়েছিলো অধিনায়ক বুমরাহ’র (Jasprit Bumrah) পক্ষেই। প্রায় এক বছরের বিরতির পর সাদা বল হাতে প্রথম ওভারেই জাদু দেখালেন তিনি। ফেরালেন অ্যান্ড্রু বালবির্নি এবং লোরকান টাকারকে। ভারতীয় পেস তারকার পারফর্ম্যান্স তৃপ্তি দিয়েছে অনুরাগীদের। সমাজমাধ্যমের দেওয়ার জুড়ে কেবলই বুমরাহ বন্দনা। “এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস বাড়াবে বুমরাহ’র বোলিং” লিখেছেন এক ক্রিকেট অনুরাগী। “বুম-বুম-বুমরাহ ইজ ব্যাক” আবেগবিহ্বল মন্তব্য আরেক নেটিজেনের। বুমরাহ’র সাথে নতুন বলে আয়ারল্যান্ডকে কোণঠাসা করেন প্রসিদ্ধ কৃষ্ণাও (Prasidh Krishna)। আন্তর্জাতিক টি-২০তে অভিষেক ম্যাচে তাঁর ঝুলিতেও জমা হলো ২ উইকেট। ভারতের হয়ে রবি বিষ্ণোই’ও (Ravi Bishnoi) ২ উইকেট নেন। এক উইকেট নেন আর্শদীপ সিং (Arshdeep Singh)।

একটা সময় ৩১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিলো আয়ারল্যান্ড। ষষ্ঠ উইকেট যখন যায়, স্কোরবোর্ডে রান তখন ৫৯। সেখান থেকে তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করেন কার্টিস ক্যাম্ফার (Curtis Campher) এবং ব্যারি ম্যাকার্থি (Barry McCarthy)। সপ্তম উইকেটের জুটিতে ৫৭ রান যোগ করেন দুজনে। এই মুহূর্তে আইরিশ ক্রিকেটের অন্যতম ভরসা ক্যাম্ফার ৩৩ বলে ৩৯ রান করেন। বুমরাহকে একই ওভারে চার-ছক্কা মারতে দেখা গিয়েছে তাঁকে। আইরিশ অলরাউন্ডারকে অকুন্ঠ প্রশংসায় ভরিয়েছে সমাজমাধ্যম। তবে স্পটলাইট অনেকখানি কেড়ে নিয়েছেন ব্যারি ম্যাকার্থি (Barry McCarthy)। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের প্রথম অর্ধশতক করেন তিনি। ৩৩ বলে ঝোড়ো ৫১* রানের ইনিংস খেলেন। ম্যাকার্থির দাপটে শেষ ওভারে ২২ রান খরচ করেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। “ভারতীয় ডেথ বোলিং-এর সংশোধন সম্ভব নয়” আর্শদীপের ওভার দেখে প্রতিক্রিয়া নেটদুনিয়ার। ৭ উইকেটের বিনিময়ে ১৩৯ রানে থামে আয়ারল্যান্ড।

ওভারপ্রতি ৭ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ভালোই এগোচ্ছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। বেশ কিছু চার-ছক্কাও দেখা যায় দুজনের ব্যাটে। তবে ফের একবার অতি আগ্রাসী হতে গিয়ে বিপদ ডেকে আনেন যশস্বী। ক্রেগ ইয়ং-এর (Craig Young) বলে পুল মারতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি শটের। ক্যাচ তালুবন্দী করেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। পরের বলেই আবার আঘাত হানেন ইয়ং।
তিন নম্বরে ব্যাট করতে আসা তিলক বর্মা ধরা (Tilak Varma) পড়েন উইকেটরক্ষক লোরকান টাকারের হাতে। অনেকখানি ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ তালুবন্দী করেন টাকার। অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছিলো টুপটাপ। এরপর মুষলধারে বর্ষণ শুরু হওয়ায় বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। ডাকওয়ার্থ ল্যুইস পার স্কোর থেকে মাত্র ২ রানে এগিয়ে থাকায় জয়ী ঘোষিত হয় ভারতই। তবে যেভাবে শত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়ে লড়াই চালিয়েছে আয়ারল্যান্ড, তাকে কুর্নিশ না জানিয়ে পারছেন না নেটিজেনরা।
দেখে নিন ট্যুইটচিত্র-
Doesn’t matter who the opposition is and doesn’t matter what our bowling combination is-we can’t wrap up the tail.. #ireland #IREvsIND #INDvsIRE
— Test Lover (@TestIsRealCrick) August 18, 2023
India Vs Ireland 1st T20i called off due to rain !
India won the match by 2 runs with DLS par score.
Missed Rinku Singh Batting,
Hoping Best For Next two matches.#IREvsIND #IndvIre #IndVsIre #Bumrah #CricketTwitter #Rinkusingh pic.twitter.com/q9yt8ua0zX— KAPIL DEV TAMRAKAR 🇮🇳🚀𝕏 (@kapildevtamkr) August 18, 2023
Congratulations to Vice Captain, Ruturaj Gaikwad on winning the first game of the series. 🥹#INDvIRE #INDvsIRE #IREvIND #IREvsIND
— Sharon Solomon (@BSharan_6) August 18, 2023
Rain spoiled another good contest.
Whether it’s England or Ireland the same story , they call this season as summer but still rains everyday 😂#IREvsIND https://t.co/kfGfrIMCo8— Ragav 𝕏 (@ragav_x) August 18, 2023
India vs Ireland 1st T20i called off due to rain!
India won the match by 2 runs as per the DLS Method.#INDvsIRE | #IREvsIND | #IREvIND
— CricketO (@CricketO22) August 18, 2023
india won by 2 runs(DLS) ..
well fought Ireland#USMastersT10 #IndvsIre #IrevsInd #Thehundred #Thehundred2023
— anees ur rehman (@an33s) August 18, 2023
Player of the match 🤩
Boom boom #Bumrah back with the bang 🔥🔥#JaspritBumrah #ireland #IREvIND #INDvsIRE #IREvsIND pic.twitter.com/eMSfEj0E0Q
— Dhivakar G (@Dhivakar_25) August 18, 2023