আইপিএলের দলগুলো নিয়ে যদি প্রশ্ন করা হয়, কোন দলের ব্যাটসম্যানরা মাঠে সবচাইতে বেশি ঝড় তুলে থেকে? তাহলে ক্রিকেটপ্রেমিরা চোখ বুজে বলে দেবেন ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু’। মাঠে ব্যাট হাতে ঝড় তুললেও খুব একটা ম্যাচ জেতা হয় না। কোথায় যেন একটা ঘাটতি থেকে যায় প্রতি আসরেই। আইপিএলের গত আসরেও এমনই ঘাটতি থাকার কারনে প্লে অফ পর্যন্তই যেতে পারেনি বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। শুধু তাই নয় গত কয়েক আসর ধরেই বাজে পারফর্ম করে আসছে ব্যাঙ্গালুরু। টিম ম্যানেজম্যান্ট তাই কোচিং স্টাফে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামতে চাইছে ২০১৯ আসরে। যার ফল স্বরূপ বরখাস্ত করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রধান কোচ ডেনিয়েল ভেট্টরিকে। সাথে কোচিং স্টাফ থেকে সরানো হয়েছে আরো একাধিক কলাকুশলীকে।
ব্যাঙ্গালুরুর গুরু দায়িত্ব কার হাতে উঠতে যাচ্ছে তা এখন পর্যন্ত জানা না গেলেও পছন্দের তালিকায় যে ভারতীয় কেউ রয়েছেন তা এক প্রকার নিশ্চিত। আর এই তালিকায় সবার থেকে এগিয়ে রয়েছেন বর্তমান ভারত জাতীয় দলের সহকারী কোচ সঞ্জয় বাঙ্কার। এই তালিকায় অবশ্য পিছিয়ে নেই ভারত জাতীয় দলের প্রাক্তন কোচ গ্যারি কারস্টেন।
চলুন দেখে নেওয়া যাক কে পরতে পারেন ভেট্টরির রেখে যাওয়া মুকুটঃ
৩. সঞ্জয় বাঙ্কার

বলতে গেলে অপ্রত্যাশিতভাবে হঠাত করেই বাঙ্কারকে প্রধান কোচ হিসেবে চাইছে ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে এই মুহূর্তে ভারত জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে থাকার ফলে তাকে আইপিএলের কোনো দল তাদের প্রধান কোচ কিংবা মেন্টর হিসেবে রাখতে পারবে না। তাই জাতীয় দলের পদ থেকে সরে এসে ব্যাঙ্গালুরুর কোচ হবার সম্ভাবনা খুব কমই রয়েছে তার। যদি সব বাধা বিপত্তি ফেলে সঞ্জয় বাঙ্কার ব্যাঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব কাঁধে তুলে নেন তাহলে তাদের এগারো বছরের শিরোপা খরা হয়তো ঘুচিয়েও দিতে পারেন এই অভিজ্ঞ কোচ।
২. গ্যারি কারস্টেন

ভারত দলের বিশ্বকাপ মিশন ২০১১ এর সময় প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান গ্যারি কারস্টেন ছিলেন দলের প্রধান কোচের দায়িত্বে। তার হাত ধরেই উক্ত বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত। তাই ভারতীয় ক্রিকেটারদের খুঁটিনাটি খুব ভালভাবেই জানেন তিনি। সর্বশেষ আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের সাথে কাজ করেছেন এই অভিজ্ঞ কোচ। কারস্টেনকে যে ভারতীয় ক্রিকেটাররা আলাদাভাবে পছন্দ করে এতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে একটা দল কিভাবে সার্বিক দিক দিয়ে ভাল ক্রিকেট খেলতে পারে তাও খুব ভাল করেই জানেন তিনি। তাই বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি তার উপর ভরসা রাখতেই পারেন।
১. জাহির খান
ভারত ক্রিকেট দলের পেস বোলিং বিভাগে একটা সময় জাহির খানকে ছাড়া ভাবাই যেতো না। একাই বল হাতে বহু ম্যাচ জেতানোর নায়ক বনে গেছেন তিনি। এখন প্রাক্তন হয়ে গেলেও তার ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। কোচ হিসেবে তার অভিজ্ঞতা নেই বললেই চলে। তবে একটা দলের সঠিক কম্বিনেশন কিভাবে খুঁজে বের করতে হয় তা খুব ভাল করেই জানেন সাবেক এই ডানহাতি ফাস্ট বোলার। ব্যাঙ্গালুরুর শিরোপা খরা ঘুচানোর জন্য জাহির খানকে কোচের দায়িত্ব দেয়া হলে অবাক হবার কিছুই থাকবে না।