IPL 2025: ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের আইপিএলের (IPL) জয়ের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে বরুণ চক্রবর্তীর। ৮.০৪ ইকোনমি ও ১৯.১৪ গড়ে ২১ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। হয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। সেই পারফর্ম্যান্সের পুরষ্কার বরুণ (Varun Chakravarthy) পেয়েছেন এই মরসুমে। তাঁকে ১২ কোটি টাকা খরচ করে রিটেন করেছে নাইট রাইডার্স। কিন্তু যে আস্থা ফ্র্যাঞ্চাইজি রেখেছে তাঁর উপর তার প্রতিদান মরসুমের প্রথম ম্যাচে দিতে পারেন নি ‘রহস্য স্পিনার।’ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রীতিমত মুখ থুবড়ে পড়েছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে এক ওভারে খরচ করেছেন ২১ রান। তাঁকে পরপর চার-ছক্কা হাঁকিয়ে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন ফিল সল্ট। গত শনিবার ১টি উইকেট নিলেও ৪ ওভারে খরচ করতে হয়েছে ৪৩ রান। এই ব্যর্থতা আঘাত দিচ্ছে বরুণকে। ঘুরে দাঁড়ানোর জন্য বাড়তি উদ্যম নিয়ে শুরু করেছেন অনুশীলন।
Read More: IPL 2025 GT vs PBKS Toss Report in Bengali: টসে জিতলো গুজরাত টাইটান্স, পাঞ্জাবের বিপক্ষে পেসকে অস্ত্র করছে শুভমান অ্যান্ড কোং !!
ঘুরে দাঁড়াতে চাইছেন বরুণ চক্রবর্তী-

গত একটা বছর দুর্দান্ত কেটেছে বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy)। আইপিএলের (IPL) সাফল্যের পর নজর কেড়েছেন ঘরোয়া ক্রিকেটে। সৈয়দ মুস্তাক আলি বা বিজয় হাজারে ট্রফিতে অনবদ্য বোলিং করেছেন তিনি। দীর্ঘ সময় পর ফিরেছেন জাতীয় দলে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে করেছেন বাজিমাত। আন্তর্জাতিক টি-২০ র্যাঙ্কিং-এ এক লাফে দ্বিতীয় স্থানেও উঠে এসেছেন তিনি। কুড়ি-বিশের ফর্ম্যাটে তাঁর দাপুটে পারফর্ম্যান্স বরুণকে জায়গা করে দিয়েছে ভারতীয় ওয়ান ডে স্কোয়াডেও। দুবাইয়ের মন্থর পিচে তাঁর উপর আস্থা রেখেছিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁকে নিরাশ করেন নি বরুণ। চ্যাম্পিয়ন্স ট্রফির তিন ম্যাচ থেকে তুলে নিয়েছেন ৯টি উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন সম্প্রতি।
স্বাভাবিক কারণেই বরুণ’কে (Varun Chakravarthy) নিয়ে প্রত্যাশার পারদ আকাশ ছুঁয়েছিলো। কিন্তু বেঙ্গালুরু ম্যাচের অপ্রত্যাশিত ব্যর্থতা যেন বাস্তবের মাটিতে আছড়ে ফেলেছে তাঁকে। আগামী বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরসুমের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। গুয়াহাটির ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই শিবির। ফিল সল্ট, বিরাট কোহলিদের বিরুদ্ধে যে ভুল করেছেন বরুণ, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগদের বিপক্ষে করতে কোনো মূল্যেই রাজী নন তিনি। সেই কারণেই অনুশীলনে শান দিচ্ছেন নিজের যাবতীয় অস্ত্রে। নেটে ভরত অরুণের (Bharat Arun) সাথে দীর্ঘ সময় কাটাতে দেখা গিয়েছে তামিলনাড়ুর স্পিনারকে। টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ এই মুহূর্তে কেকেআর-এর কোচিং স্টাফের সদস্য। তার তত্ত্বাবধানেই চলছে বরুণের প্রত্যাবর্তনের প্রস্তুতি।
আত্মবিশ্বাস বদলে দিয়েছে বরুণ’কে-

২০২১ সালে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিলো বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy)। কিন্তু টি-২০ বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম্যান্স করতে না পারায় বাদ পড়তে হয়েছিলো তামিলনাড়ুর ‘রহস্য স্পিনার’কে। কেন সেই সময় আন্তর্জাতিক আঙিনায় নিজেকে মেলে ধরতে পারেন নি তিনি? এক ইউটিউব সাক্ষাৎকারে সম্প্রতি প্রাক্তন ব্যাটার সুব্রহ্মনিয়মন বদ্রীনাথকে জানিয়েছেন ভরত অরুণ। বলেন, “ও বেশ ঘাবড়ে গিয়েছিলো। কেমন ফিল্ডিং চায় সেটাও বিরাট কোহলিকে জানাতে ভয় পেত। যে ফিল্ড’ই দেওয়া হোক না কেন ও বোলিং করত।” আত্মবিশ্বাস বদলে দিয়েছে বরুণ চক্রবর্তীকে, মত ভরত অরুণের। জানিয়েছেন, “এখন দেখুন ওকে। একদম আলাদা ক্রিকেটার। আমরা প্রায়ই বলি যে বড় মঞ্চে ক্রিকেটের ৯০ শতাংশ’ই মানসিক দক্ষতার উপর নির্ভরশীল। বরুণ তার জলজ্যান্ত উদারহণ। এখন যখন ওর হাতে বল দেওয়া হয়, ও জানে যে কি করতে হবে।”
Also Read: IPL 2025: শুরুতেই ব্যর্থ ঋষভ পান্থ, জলে গেল LSG মালিকদের ২৭ কোটি টাকা !!