IPL 2024: ক্রিকেটদুনিয়ার নজর এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) উপর। ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টের সপ্তদশতম মরসুম শুরু হতে বাকি এখনও বেশ কয়েকমাস। সংবাদমাধ্যম সূত্রে খবর যে মার্চের শেষে বা এপ্রিলের গোড়ায় শুরু হতে পারে ব্যাট-বলের যুদ্ধ। গত ১৯ ডিসেম্বর ছিলো মিনি নিলাম। তা নিয়েও উত্তেজনার পারদ চড়েছিলো সপ্তমে। নিলামের পর বিভিন্ন দলের স্কোয়াড বিশ্লেষণের কাজ চলছে লাগাতার। দশ ফ্র্যাঞ্চাইজির সম্ভাব্য প্রথম একাদশ বেছে নেওয়ার প্রচেষ্টায় ব্যপৃত বিশেষজ্ঞরা।
আইপিএলের আঙিনায় গুজরাত টাইটান্স অপেক্ষাকৃত নতুন দল। মাত্র দুই বছরই টুর্নামেন্টে অংশ নিয়েছে তারা। এর মধ্যেই একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্সের তকমা জুটেছে তাদের। আগামী মরসুমেও খেতাবের অন্যতম দাবীদার তারা। নিলামের আগে অবশ্য বড় ধাক্কা খেতে হয়েছে গুজরাতকে। মতানৈক্যের কারণে দল ছেড়েছেন তাদের তারকা অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফিরে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। ২০২৪ আইপিএলের (IPL) জন্য গুজরাত নেতার দায়িত্ব তুলে দিয়েছে তরুণ শুভমান গিলের হাতে। আসন্ন মরসুমে শুভমানের নেতৃত্বাধীন টাইটান্স শিবির কি করে হার্দিকের শূন্যস্থান পূরণ করতে পারে সেই বিষয়ে ধারণা দিতে চেষ্টা করলেন আকাশ চোপড়া।
Read More: শাস্তির মুখে পড়ে IPL খেলা হচ্ছে না নবীন উল হকের, বিপাকে কেকেআর তারকা’ও!!
উমেশকে তুরুপের তাস বলছেন আকাশ-
গত আইপিএল (IPL) নিলামে সর্বোচ্চ ৩৮.১৫ কোটি টাকার পার্স ছিলো গুজরাত টাইটান্সের হাতে। আশিষ নেহরা, গ্যারি কার্স্টেনদের দেখা গেলো অঙ্ক কষে দল গড়ার কাজে সচেষ্ট হতে। বাম হাতি অজি পেসার স্পেন্সার জনসনের জন্য ১০ কোটি টাকা খরচ করলো তারা। বিগ হিটার শাহরুখ খান পেলেন ৭ কোটি ৪০ লাখ টাকা। ব্যাট হাতে লোয়ার বা মিডল অর্ডারে কার্যকরী ভূমিকা নিতে পারেন তিনি। শুভমান-ঋদ্ধিমান-মিলার-তেওয়াটিয়াদের মত তারকারা রয়েছেন গুজরাত স্কোয়াডে। শাহরুখ যোগ দেওয়ায় হার্দিককে বিশেষ ‘মিস’ করবে না তারা। কিন্তু বোলিং-এ তাঁর শূন্যতা চাপে ফেলতে পারে দলকে,মনে করছেন আকাশ চোপড়া। নতুন বল হাতে হার্দিকের অভাব ঢাকতে আকাশের বাজি ৫ কোটি ৮০ লাখের বিনিময়ে টাইটান্স শিবিরে যোগ দেওয়া উমেশ যাদব।
উমেশের পক্ষে সওয়াল করে আকাশ নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “ওরা (গুজরাত টাইটান্স) উমেশ যাদবকে দলে নিয়েছে। এটা একটা পরিকল্পনামাফিক নেওয়া সিদ্ধান্ত। গুজরাতে যখন খেলা হয়,বিশেষ করে কৃত্রিম আলোর নীচে বল নড়াচড়া করে। এখন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে একজন অতিরিক্ত ভারতীয় ক্রিকেটাএ খেলানো যায়। আমার মনে হয় উমেশ যাদব ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বোলিং করবে।” আকাশ চোপড়া আরও বলেন, “শামির একজন ব্যাক-আপ লাগবেই। অথবা এমন একজনকে লাগবে যে কিনা পাওয়ার প্লে’তে শামির সাথে বোলিং করতে পারবে। নতুন বল হাতে শামি ও উমেশের উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। স্পেন্সার জনসন রয়েছে ঠিকই,কিন্তু ওকে সব ম্যাচ খেলানো যাবে না। কারণ টপ অর্ডারে (কেন) উইলিয়াসনকে খেলাতেই হবে।”