mega-auction-ahead-of-ipl 2025

IPL 2024: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নতুন মরসুম। গত নভেম্বরে বিশ্বকাপ মেটার পরেই ক্রিকেটজনতার মধ্যে উৎসাহ দেখা গিয়েছিলো আইপিএল নিয়ে। ২৬ নভেম্বর রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশের পর সেই উৎসাহ বেড়ে গিয়েছিলো কয়েক গুণ। ফুটবলের মত খেলায় রোমহর্ষক দলবদল দেখা গিয়েছে বহুবার। এবার আইপিএলের (IPL) হাত ধরে সেই রোমাঞ্চের স্বাদ খানিক পেয়েছেন ক্রিকেট অনুরাগীরাও। ‘রিটেনড’ নাম ঘোষণার পরেও যেভাবে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) গুজরাত টাইটান্স (GT) থেকে ছিনিয়ে এনেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI), তাকে অভূতপূর্ব আখ্যা দিচ্ছেন ক্রিকেটবোদ্ধারা।

হার্দিকের দলবদল যে উৎসাহের আগুন জ্বালিয়েছিলো তা দাবানল হয়ে দেখা দেয় ১৯ ডিসেম্বরের নিলামের পর। ভারতে নয়, বরং দুবাইতে আয়োজিত হয়েছিলো নিলামপর্ব। প্রথম ক্রিকেটার হিসেবে ২০ কোটি টাকার বেশী অর্থ পেয়ে রেকর্ড গড়েন প্যাট কামিন্স (Pat Cummins)। সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার হয়ে নজির গড়েন মিচেল স্টার্ক (Mitchell Starc)। অজি পেসারের জন্য ২৪ কোটি ৭৫ লাখ টাকা খরচ করতেও দ্বিধা করে নি কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খান, সমীর রিজভি, কুমার কুশাগ্রের মত তরুণ ভারতীয় ক্রিকেটারের বিপুল অর্থে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়াও আইপিএলের (IPL) সপ্তদশ মরসুম গিয়ে ক্রিকেটজনতার উদ্দীপনাকে বাড়িয়েছে কয়েকগুণ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামী ২২ মার্চ শুরু হচ্ছে মরসুম। অপেক্ষার প্রহর গোণা চলছে এখন থেকেই। এর মধ্যেই খবর মিলেছে যে নতুন নামে, নতুন অবতারে ফিরতে চলেছে আইপিএল।

Read More: IND vs AFG: অনেক পিছিয়ে বিরাট কোহলি, আজ ইন্দোরে শ্রেষ্ঠত্ব অর্জনের দোরগোড়ায় রোহিত শর্মা !!

নতুন টাইটেল স্পন্সর পাচ্ছে IPL-

MS Dhoni with the IPL Trophy | Image: Getty Images
MS Dhoni with the IPL Trophy | Image: Getty Images

আইপিএলের (IPL) টাইটেল স্পন্সর হিসেবে ইতিপূর্বে যুক্ত থেকেছে বহু নামীদামী ব্র্যান্ড। ২০০৮ সালে যখন টুর্নামেন্টের পথচলা শুরু হয়, তখন টাইটেল স্পন্সর ছিলো ডিএলএফ (DLF) সংস্থা। পরে পেপসিকো’র (PEPSICO) মত বহুজাতিক সংস্থাও যোগ দিয়েছিলো টাইটেল স্পন্সর হিসেবে। ২০১৮ সালে চীনা মোবাইল নির্মাতা সংস্থা ভিভো’র (VIVO) সাথে পাঁচ বছরের জন্য চুক্তি হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের। টাইটেল স্পন্সর হিসেবে ভিভো বাৎসরিক ৪৪০ কোটি টাকা দেওয়ার অঙ্গীকার করে। ২০২০ মরসুমের আগে ভারত-চীন রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় ভিভো’র সাথে চুক্তি স্থগিত করেছিলো বিসিসিআই। বদলে ২০২০ আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে চুক্তি হয় ফ্যান্টাসি গেমিং সংস্থা ড্রিম ইলেভেনের (DREAM 11) সঙ্গে। ২২২ কোটি টাকা দিতে রাজী হয়েছিলো তারা।

২০২১ সালে ফের আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ফিরেছিলো ভিভো। তবে ২০২২-এর আগে সরে দাঁড়ায় তারা। শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছিলো টাটা গ্রুপ (TATA)। ৬০০ কোটি টাকার বিনিময়ে দুই বছরের জন্য টাইটেল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলো ভারতীয় সংস্থা। সেইমত ২০২২ ও ২০২৩ সালে টুর্নামেন্টের নামের আগে দেখা গিয়েছে টাটা’র ব্র্যান্ডিং। ২০২৪ সালের টুর্নামেন্টের আগে চুক্তি ফুরিয়েছে টাটা’র সাথে। টাইমস অফ ইন্ডিয়া’তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নতুন টাইটেল স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করেছে আদিত্য বিড়লা গোষ্ঠী (Aditya Birla Group)। টাটা প্রতি মরসুমে ৩০০ কোটি টাকা দিত বিসিসিআই-কে। আদিত্য বিড়লো গোষ্ঠীর তরফে প্রতি মরসুমে ৫০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। শেষমেশ টাটা চুক্তি নবীকরণের পথে যায় নাকি নতুন নামে প্রত্যাবর্তন হয় আইপিএলের, সকলের নজর এখন সেইদিকেই।

Also Read: IPL 2024: “আমি ইতিবাচক ভাবনা রাখছি…” সম্ভাব্য আইপিএল বিজয়ী দলের নাম জানালেন এবি ডিভিলিয়ার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *