বিশ্ব ক্রিকেটে নেমে এলো দুঃখের পাহাড়, প্রয়াত আইপিএলের পরিচয় দাতা !! 1

IPL: নক্ষত্রপতন ! প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা। বয়সজনিত সমস্যার কারণে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় রতনকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। গত রবিবার রাতে তাঁকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁকে আইসিইউতে ভর্তি করানোর খবর সামনে আসে। তবে সব খবর ভুয়ো বলে উড়িয়ে দেন রতন টাটা নিজেই। বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি। তবে গতকাল রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের এই রত্ন।

বিশ্ব ক্রিকেটে রতন টাটার অবদান অপরিসীম

Ratan Tata, ipl
Ratan Tata | Image: Getty Images

শুধুমাত্র শিল্পপতি হিসাবে নয় বছরের পর বছর ধরে, রতন টাটার বিভিন্ন কোম্পানি ভারতীয় ক্রিকেটারদের চাকরি, আর্থিক সহায়তা এবং তাদের খেলাধুলা, পেশাদার ক্যারিয়ারে ভারসাম্য বজায় রাখার সুযোগ প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছে। বিভিন্ন প্রজন্মের খেলোয়াড়রা খেলাধুলায় উপকৃত হয়েছে টাটা টাটা গ্রুপের কারণেই। বেশ কয়েকজন বিখ্যাত ক্রিকেটার সরাসরি টাটা গ্রুপের কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। উদাহরণস্বরূপ, প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান ফারোখ ইঞ্জিনিয়ার টাটা মোটরস দ্বারা সমর্থিত ছিলেন।

Read More: “গডস প্ল্যান…” বাংলাদেশের বিরুদ্ধে ধ্বংসাত্মক ব্যাটিং করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং রিঙ্কু সিং !!

তাছাড়া, এয়ার ইন্ডিয়া (টাটা) মহিন্দর অমরনাথ, সঞ্জয় মাঞ্জরেকার, রবিন উথাপ্পা, ভিভিএস লক্ষ্মণদের মতন খেলোয়াড়দের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইন্ডিয়ান এয়ারলাইন্স, টাটা গ্রুপের সাথেও যুক্ত, জাভাগাল শ্রীনাথ, যুবরাজ সিং, হরভজন সিং এবং মোহাম্মদ কাইফ সহ অসংখ্য খেলোয়াড়ের জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

বোর্ডের সঙ্গে ২৫০০ কোটি টাকার চুক্তি হয় টাটা গ্রুপের

Ratan tata
Ratan Tata | Image: Getty Images

বিগত কয়েক বছর (২০২২ সাল থেকে) ধরেই আইপিএলের (IPL) টাইটেল স্পনসর হিসাবে টাটা গোষ্ঠী বড় ভূমিকা পালন করছে। বছরের শুরুতে ৫ বছরের জন্য রতন চুক্তি সম্পন্ন হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে। রেকর্ড মূল্যে আইপিএলের টাইটেল স্পন্সর হয়ে উঠে উঠলো টাটা গ্রুপ। ২০২৮ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য ২৫০০ কোটি টাকা বোর্ডকে দেওয়ার চুক্তি হয় টাটা গোষ্ঠীর সঙ্গে। আইপিএলের ইতিহাসে এত বড় অর্থের বিনিময়ে কোনও সংস্থা টাইটেল স্পনসর হয়নি এর আগে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগেও টাইটেল স্পনসর ছিল টাটা গোষ্ঠী।

Read Also: IPL 2025: “বিরাট ওকেই চাইছে…” আগামী মরসুমের জন্য RCB অধিনায়ক বেছে নিলেন এবি ডিভিলিয়ার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *