আইপিএল শুরুর আগেই মাথায় হাত ভক্তদের, মাঠে গিয়ে খেলা দেখতে খোসাতে হবে বাড়তি টাকা !! 1

ভারতের সবথেকে বড় লীগ হলো আইপিএল (IPL)। শুধু ভারত নয়, বিশ্বের প্রতিটি দেশ মুখিয়ে থাকে ভারতের মাটিতে এই লীগ খেলার জন্য। পাকিস্তান ব্যাতিত বাঁকি দেশগুলো এই লিগে নিজেদের প্রকাশ করতে চান। ২০২৫’এর আইপিএলে অবশেষে শিরোপা জয় করে ভক্তদের মনে খুশির জোয়ার এনে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আসন্ন আইপিএলে ভক্তদের জন্য দুঃসংবাদ নিয়ে আসলো বাজেট। প্রতি বছর ভারতজুড়ে ক্রিকেটপ্রেমীরা প্রায় ২ মাস স্টেডিয়াম ভরে তাদের প্রিয় খেলোয়াড়দের দেখতে চায়। বিরাট কোহলি, এমএস ধোনি, রোহিত শর্মাদের দেখতে স্টেডিয়ামে উপচে পরে ভিড়।

আকাশছুঁয়েছে IPL টিকিটের দাম

Ipl
IPL Tickets | Image: Twitter

মৌসুমের পর মৌসুম টিকিটের দাম বেড়েই চলেছে। তবে আসন্ন মৌসুম থেকে টিকিটের দাম হতে চলেছে আকাশছোঁয়া। কারণ, কেন্দ্রীয় সরকার আইপিএলকে ‘বিলাসবহুল বিনোদন’ হিসেবে গণ্য করে নতুন জিএসটি কাঠামো ঘোষণা করেছে। এর ফলে আইপিএলের টিকিটে করের হার বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে। গত বছর পর্যন্ত আইপিএলের টিকিট কিনলে ২৮ শতাংশ কর দিতে হতো। ১২ শতাংশ কর বৃদ্ধিতে রিতিমতন টিকিটের দাম আকাশছোঁয়া হতে চলেছে। উদাহরণস্বরূপ, যদি একটি টিকিটের দাম ১০০০ টাকা হত, তবে ২৮ শতাংশ কর সহ তার মূল্য দিতে হত ১২৮০ টাকা। আগামী মৌসুম থেকে সেটা দিতে হবে ৪০% অর্থাৎ ১৪০০ টাকা। এছাড়াও স্টেডিয়াম ফি ও অনলাইন বুকিং চার্জ যুক্ত হলে খরচ আরও বাড়তে পারে। অর্থাৎ সাধারণ দর্শকদের জন্য খরচে লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। সরকারের এই নীতিতে মূলত বিলাসবহুল পণ্যের মতো আইপিএলকে ধরা হয়েছে।

Read More: সরতে হচ্ছে অরুণ ধূমল’কে, IPL চেয়ারম্যান পদে দেখা যাবে রদবদল !!

৪০ শতাংশ কর চেপেছে IPL টিকিটে

Ipl 2025
Indian Premier League (IPL) | Image: Getty Images

বিলাসবহুল পণ্যের পাশাপশি বিলাসবহুল গাড়ি যেমন – মোটর সাইকেল, প্রাইভেট জেট, রেসিং কার, সিগারেট, চুরুট এবং অন্যান্য তামাকজাত পণ্যের ওপরও ৪০ শতাংশ কর আরোপ করা হয়েছে। আইপিএলের টিকিটের দাম বাড়লেও দাম বাড়েনি আন্তর্জাতিক ম্যাচের বা সাধারণ কোনো টিকিটের করের শতাংশ। সাধারণ ম্যাচ গুলিতে আগের মতন ১৮ শতাংশ কর দিতে হবে। দেশের সবথেকে বড় লীগকে এখন আলাদা দামের কাঠামোর আওতায় আনা হয়েছে। টিকিটের মূল্যের সঙ্গে বড় অঙ্কের করের কারণে ভক্তদের খরচ অনেকটাই বেড়ে যাবে। যদিও, ভারতীয়রা যেমন খেলা পাগল তাতে খরচ বেশি হলেও খেলার প্রতি টান কমবে না।

Read Also: “জেতা সম্ভব না…” সাফ জানালেন ভুবনেশ্বর কুমার, এশিয়া কাপের আগে সাড়া জাগানো মন্তব্য তারকা পেসারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *