ipl-teams-can-chase-charlie-cassell

এগিয়ে আসছে আইপিএল (IPL)। আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে শুরু হওয়ার কথা অষ্টাদশতম মরসুম। তবে ২০২৫-এর টুর্নামেন্টের মুখ্য আকর্ষণ হতে চলেছে মেগা অকশন। সম্ভবত মাত্র ৩ জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলি। বাকি দল পুরোপুরি নতুন করে সাজাতে হতে পারে তাদের। কোন মহাতারকা কোন শিবিরে নাম লেখান, কাদের ধরে রাখে দলগুলি, কাদেরকেই বা ছাড়া হতে পারে সে নিয়ে এখন থেকেই চলছে জমজমাট আলোচনা। একইসাথে নজর রয়েছে অ্যাসোসিয়েট দেশগুলির দিকে। আইপিএল (IPL) নিলামে ‘ছোট’ দেশের ‘বড়’ তারকা কেউ হয়ে উঠতে পারেন কিনা সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে ক্রিকেটদুনিয়া। সম্ভাব্য সুপারস্টারদের মধ্যে প্রথম সারিতে জায়গা করে নিতে দেখা গিয়েছে স্কটল্যান্ডের চার্লি ক্যাসেলকে (Charlie Cassell)।

Read More: বেঁধে দেওয়া হলো সময়, এই তারিখের মধ্যেই ফিট হতে হবে মোহাম্মদ শামিকে, নাহলে ক্যারিয়ারে পড়বে তালা !!

চার্লির চক্রব্যূহে আটকা পড়লো ওমান-

Charlie Cassell | IPL | Image: Getty Images
Charlie Cassell | Image: Getty Images

আইসিসি বিশ্বকাপ লীগ টু (২০২৩-২৭) টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো স্কটল্যান্ড ও ওমান। এই ম্যাচেই আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে অভিষেক হয় ফাস্ট বোলার চার্লি ক্যাসেলের (Charlie Cassell)। তাঁর গতির সামনেই দিশাহারা দেখালো ওমান দলের ব্যাটারদের। মাত্র ৫.৪ ওভার হাত ঘুরিয়েই প্রতিপক্ষ ব্যাটিং-এ ধস নামালেন তিনি। প্রথমেই জিশান মাকসুদকে (Zeeshan Maqsood) লেগ বিফোর উইকেট করে সাজঘরে ফেরত পাঠান তিনি। ১০ রানের বেশী এগোতে পারেন নি তিনি। পরের বলেই আয়ান খানকে ফেরান তিনি। হ্যাট্রিকের সুযোগ হাতছাড়া হলেও এর ঠিক দুই বল পরেই ক্যাসেলের দ্বিতীয় শিকার হন খালিদ কাইল (Khalid Kail)। আয়ান ও খালিদ খাতাই খুলতে পারেন নি ক্যাসেলের সৌজন্যে।

এরপর শোয়েব খান, মেহরান খানদেরও (Mehran Khan) পরপর ফেরত পাঠান চার্লি ক্যাসেল। একা কুম্ভ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ওমানের ওপেনিং ব্যাটার প্রতীক আথওয়ালে। ক্যাসেলের বলে জ্যাক জার্ভিসের হাতে ধরা পড়েন তিনিও। অনবদ্য স্পেলে তিনি ইতি টানেন বিলাল খান’কে (Bilal Khan) আউট করে। শূন্য রানে ফেরেন তিনিও। অভিষেক ম্যাচে মাত্র ২১ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়ে ফেললেন স্কটিশ তারকা। কেরিয়ারের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে পরিসংখ্যানের নিরিখে সফলতম বোলারদের তালিকায় একদম শীর্ষে জায়গা করে নিলেন তিনি। এর আগে আয়ারল্যান্ডের পেসার জশ লিটল (Josh Little) খেলেছেন আইপিএল (IPL)। ফর্ম ধরে রাখতে পারলে চার্লিকে (Charlie Cassell) নিয়েও যে অকশনের টেবিলে আলোচনা হবে তা নিশ্চিত।

সহজেই জিতলো স্কটল্যান্ড-

Charlie Cassell and George Munsey | Image: Getty Images
Charlie Cassell and George Munsey | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপে নজর কেড়েছিলো স্কটল্যান্ড। একটা সময় ইংল্যান্ডের মত হেভিওয়েট দেশকে পিছনে ফেলে সুপার এইটের দৌড়েও এগিয়ে ছিলো তারা। যদিও শেষপর্যন্ত গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয়েছিলো তাঁদের। তবুও স্কটিশদের ক্রিকেট মন ভরিয়েছিলো দর্শকদের। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) মেটার পর ওডিআই ফর্ম্যাটেও পারফর্ম্যান্সের স্তর উঁচুই রাখলো তারা। আইসিসি বিশ্বকাপ লীগ টু (২০২৩-২৭) এর লড়াইতে ওমানকে পর্যুদস্ত করে ছিনিয়ে নিলো জয়। ম্যাচে প্রথম ব্যাটিং করেছিলো মধ্যপ্রাচ্যের দেশ। তারা ২১.৪ ওভারে মাত্র ৯১ রান করেই গুটিয়ে যায়। ফোর্টহিল ক্রিকেট গ্রাউন্ডে বল হাতে ম্যাজিক দেখান চার্লি ক্যাসেল। জবাবে ব্যাট করতে নেমে কেবল ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। তাদের হয়ে ব্যান্ডন ম্যাকমুলান ৩৭*, রিচি বেরিংটন ২৪ ও জর্জ মুনসী ২৩ করেন।

Also Read: IPL 2025: দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা, পন্থ অধ্যায়ের সমাপ্তি এখন সময়ের অপেক্ষা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *