ipl-sehwag-slams-maxwell-livingstone

IPL 2025: আইপিএলের (IPL) আঙিনায় দুই পরিচিত নাম গ্লেন ম্যাক্সওয়েল ও লিয়াম লিভিংস্টোন। এক দশকেরও বেশী সময় ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে খেলছেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। খেলেছেন পাঞ্জাব, দিল্লী, বেঙ্গালুরুর মত দলে। ক্রিকেটদুনিয়ায় ‘বিগ শো’ নামে পরিচিত হলেও আইপিএলে (IPL) একমাত্র ২০১৪ ও ২০২২ মরসুম ছাড়া আহামরি পারফর্ম্যান্স নেই তাঁর। বারবার অকশনে বিপুল দাম পেলেও মাঠে হতাশ করেছেন তিনি। কিছুটা একই কথা বলা যায় লিয়াম লিভিংস্টোন সম্পর্কেও। ইংল্যান্ড অলরাউন্ডার আইপিএল অভিযান শুরু করেছিলেন পাঞ্জাবের (PBKS) হয়ে। এই বছর তিনি যোগ দিয়েছেন বেঙ্গালুরুতে। কিন্তু এখনও অবধি  দলকে ভরসা যোগাতে পারেন নি তিনিও। দুই তারকার ব্যর্থতায় হতাশ বীরেন্দ্র শেহবাগ। তোপ দেগেছেন নজফগড়ের নবাব।

Read More: “খেলা ছেড়ে দাও তোমরা…” মুম্বইয়ের বিরুদ্ধে ১৭৬ রানে শেষ হলো চেন্নাইয়ের ব্যাটিং, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

দুই বিদেশীর বিরুদ্ধে তোপ শেহবাগের-

Virender Sehwag | Image: Twitter
Virender Sehwag | Image: Twitter

ম্যাক্সওয়েল, লিভিংস্টোনদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বীরেন্দ্র শেহবাগ। ক্রিকবাজের একটি অনুষ্ঠানে রবিবার ভারতীয় কিংবদন্তি জানান, “আমার মনে হয় ওদের মধ্যেকার ক্ষিদেটাই চলে গিয়েছে। ওরা এখানে ছুটি কাটাতে আসে। উপভোগ করে ফিরে যায়। ওদের দলের সাথে কোনো টান নেই। ওদের একবারও মনে হয় না যে ওদের দল এর আগে ট্রফি জেতে নি, সেই লক্ষ্যপূরণে সাহায্য করা উচিৎ।” ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এরপর জানিয়েছেন বীরু। বলেন, “আমি বহু বিদেশী ক্রিকেটারদের সাথে সময় কাটিয়েছি। একমাত্র এক-দুই জনকে দেখেই মনে হয়েছে যে সত্যিই ওরা দলের জন্য কিছু করতে চায়। এদের দু’জনকে (ম্যাক্সওয়েল ও লিভিংস্টোন) দেখে মনে হয় না যে ওরা নিজেদের দলকে জেতাতে দায়বদ্ধ। ওরা বড় বড় কথা বলে আর ফিরে যায়। কোনো পারফর্ম্যান্স চোখে পড়ে না।”

কিংবদন্তিদের সাথে ম্যাক্সওয়েল, লিভিংস্টোনদের মানসিকতার তফাৎ ঠিক কতখানি তা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছিলেন শেহবাগ। বলেন, “ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, (গ্লেন) ম্যাকগ্রা…ম্যাকগ্রা জিজ্ঞেস করত, ‘কেন আমি খেলছি না? আমায় খেলাও, আমি তোমায় ম্যাচ জেতাবো,’…এই তিনজন ব্যতিক্রম ছিলেন। তাছাড়া শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের অনেক খেলোয়াড় কেবল এসেছে এবং চলে গিয়েছে। সেমিফাইনাল বা ফাইনাল হারের পরেও যখন ওরা জিজ্ঞেস করে ‘পার্টি কোথায় হচ্ছে?’ তখন এগুলো বোঝা যায়। হারের জন্য কোনো অনুশোচনা নেই। আইপিএল শেষ, এবার দেশে ফিরতে পারবে, তাতেই ওরা চাপমুক্ত।” প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে থাকাকালীন ম্যাক্সওয়েলের সাথে সংঘাতে জড়িয়েছিলেন শেহবাগ, নিজের বইতে সেই ঘটনার কথা লিখেওছেন অজি ক্রিকেটার।

ম্যাক্সওয়েলের ও লিভিংস্টোনের পরিসংখ্যান-

Liam Livingstone and Glenn Maxwell | IPL | Image: Twitter
Liam Livingstone and Glenn Maxwell | IPL | Image: Twitter

৪.২ কোটি টাকা খরচ করে গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) এই মরসুমে দলে ফিরিয়েছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। তাঁর বিগ হিটিং দক্ষতার কথা মাথায় রেখে আইপিএলের (IPL) শুরু থেকে তাঁকে প্রথম এগারোতে রেখেছিলেন কোচ রিকি পন্টিং। কিন্তু চূড়ান্ত হতাশ করেছেন ‘বিগ শো।’ ৬ ম্যাচ খেলে করেছেন মাত্র ৪১ রান। ব্যাটিং গড় ৮.২০। বল হাতেও নিয়েছেন মাত্র ৪টি উইকেট। বেঙ্গালুরুর বিরুদ্ধে পরপর দু’টি ম্যাচে বাধ্য হয়েই তাঁকে একাদশ থেকে বাদ দিতে হয়েছে পাঞ্জাব থিঙ্কট্যাঙ্ককে। বেহাল দশা লিভিংস্টোনেরও (Liam Livingstone)। নিলামে ৭.৫ কোটি দাম উঠেছিলো তাঁর। বেঙ্গালুরু জার্সিতে এখনও পর্যন্ত চলতি মরসুমে ৭ ম্যাচে ৮৭ রান করেছেন তিনি। গড় ১৭.৪০। বল হাতে নিয়েছেন কেবল দুই উইকেট। আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁকেও ছেঁটেই ফেলেছেন আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

Also Read: IPL 2025: মন্থর চেন্নাইয়ের পালে হাওয়া লাগালেন দুবে ও জাদেজা, ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৭৫ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *