আইপিএল ২০১৯ : আইপিএল ১২ র প্রথম দু সপ্তাহের শেডিউল হল ঘোষিত, ২৩ মার্চ এই দুই দলের মধ্যে খেলা হবে প্রথম ম্যাচ

আইপিএলের শুরুয়াত আগামি ২৩ মার্চ থেকে হতে চলেছে। লোকসভা নির্বাচনের কারণে এবার আইপিএলের ম্যাচের সম্পূর্ণ শেডিউল আসতে সামান্য দেরী হচ্ছিল। কিন্তু এখন প্রথম দুই সপ্তাহের শেডিউওল এসে গিয়েছে। এর মধ্যে ২৩ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত কোথায় কোথায় আর কোন সময়ে ম্যাচ হবে এই ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।

প্রথমে দেশের বাইরে হওয়ার ছিল অনুমান

আইপিএল ২০১৯ : আইপিএল ১২ র প্রথম দু সপ্তাহের শেডিউল হল ঘোষিত, ২৩ মার্চ এই দুই দলের মধ্যে খেলা হবে প্রথম ম্যাচ 1

লোকসভা নির্বাচনের কারণে প্রথমে এই অনুমান করা হচ্ছিল যে এবার আইপিএল দেশের বাইরে হবে। কিন্তু এখন এই সমস্ত অনুমানে বিরাম লেগে গিয়েছে। গত বছরের জয়ী তাকা চেন্নাই আর ব্যাঙ্গালুরুর মধ্যে প্রথম্ম্যাচ হবে। আইপিএলের পরেই বিশ্বকাপের আয়োজন হতে চলেছে।

আইপিএলের পর বিশ্বকাপ

আইপিএল ২০১৯ : আইপিএল ১২ র প্রথম দু সপ্তাহের শেডিউল হল ঘোষিত, ২৩ মার্চ এই দুই দলের মধ্যে খেলা হবে প্রথম ম্যাচ 2

আইপিএলের ঠিক পরেই বিশ্বকাপের আয়োজন হতে চলেছে। যা মাথায় রেখে প্রত্যেক দলের খেলোয়াড়দের দুর্দান্ত ম্যাচ প্র্যাকটিস পাওয়ার আশা রয়েছে।যদিও কিছু বড়ো খেলোয়াড় এবার আইপিএলে অংশ না নিয়ে বিশ্বকাপকেই প্রাধান্য দিচ্ছেন।যে কারণে অনেক বেশি ঘরোয়া খেলোয়াড়দের ফায়দা হতে পারে।

এখানে দেখুন আইপিএলের শেডিউল

 

তারিখ সময় ম্যাচ দল ১ দল ২ মাঠ
২৩ মার্চ বিকেল চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু চেন্নাই
২৪ মার্চ দুপুর কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা
২৪ মার্চ বিকেল মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস মুম্বাই
২৫ মার্চ বিকেল রাজস্থান রয়্যালস কিংস ইলেভেন পাঞ্জাব জয়পুর
২৬ মার্চ বিকেল দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস দিল্লি
২৭ মার্চ বিকেল কলকাতা নাইট রাইডার্স কিংস ইলেভেন পাঞ্জাব কলকাতা

 

২৮ মার্চ বিকেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাঙ্গালুরু
২৯মার্চ বিকেল সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস হায়দ্রাবাদ
৩০ মার্চ দুপুর কিংস ইলেভেন পাঞ্জাব মুম্বাই ইন্ডিয়ান্স মোহালি
৩০ মার্চ বিকেল ১০ দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স দিল্লি
৩১ মার্চ দুপুর ১১ সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ
৩১ মার্চ বিকেল ১২ চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস চেন্নাই
০১ এপ্রিল বিকেল ১৩  কিংস ইলেভেন পাঞ্জাব দিল্লি ক্যাপিটালস মোহালি
০২ এপ্রিল বিকেল ১৪ রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জয়পুর
০৩ এপ্রিল বিকেল ১৫ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস মুম্বাই
০৪ এপ্রিল বিকেল ১৬ দিল্লি ক্যাপিটালস সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি
০৫ এপ্রিল বিকেল ১৭ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কলকাতা নাইট রাইডার্স ব্যাঙ্গালুরু

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *