IPL 2025: আইপিএলের (IPL) আসরে ছন্দ ধরে রাখলো গুজরাত টাইটান্স (GT)। গত তিনটি ম্যাচে টানা জয় পেয়েছে তারা। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বিশাল রানের ইমারত গড়লেন জস বাটলার, সাই সুদর্শনেরা। টসের সময় রবি শাস্ত্রীকে অধিনায়ক শুভমান বলেছিলেন যে প্রথমে বোলিং-এর পরিকল্পনা ছিলো তাঁদের। তবে ব্যাটিং-এও আপত্তি নেই। ঘরের মাঠের চেনা পরিবেশে সত্যিই জ্বলে উঠতে দেখা গেলো টাইটান্স ব্যাটারদের। আজ রান পান নি অধিনায়ক স্বয়ং। মাত্র ২ করে ফেরেন সাজঘরে। তবে তাঁর ব্যর্থতা অনুভব করতে হলো না গুজরাতকে। নেপথ্যে সাই সুদর্শন। যত দিন যাচ্ছে ততই দলে অপরিহার্য্য হয়ে উঠছেন তামিলনাড়ুর তরুণ। খেলছেন একের পর এক দুর্দান্ত ইনিংস। আজও ৫৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮২ রান করেন তিনি। সাইয়ের অবিশ্বাস্য ধারাবাহিকতাকে কুর্নিশ জানিয়েছে নেটমাধ্যম।
Read More: IPL 2025: CAB’র সাথে বারবার সংঘাত কলকাতা নাইট রাইডার্সের, ইডেনকে বিদায় জানাচ্ছে ফ্র্যাঞ্চাইজি !!
আইপিএলে (IPL) শেষ দশ ইনিংসের মধ্যে আট বার পঞ্চাশের গণ্ডী পেরিয়েছেন সাই সুদর্শন (B Sai Sudharshan)। এর মধ্যে একটি ইনিংসকে পর্যবসিত করেছেন শতকেও। চলতি মরসুমে পাঁচ ম্যাচের মধ্যে আজ চতুর্থ অর্ধশতক করলেন তিনি। তরুণ তুর্কি’র অবিশ্বাস্য ফর্মে মোহিত ক্রিকেটজনতা। ‘সাইয়ের অত হইচই, হাঁকডাক নেই ঠিকই, কিন্তু দক্ষতার দিক থেকে ও কারও চেয়ে কম যায় না,’ লিখেছেন এক গুণমুগ্ধ ভক্ত। ‘এক্ষুণি জাতীয় দলে সুযোগ দেওয়া উচিৎ ওকে। ভবিষ্যতের তারকা হয়ে উঠতে পারবে,’ মন্তব্য আরেক জনের। ‘ধ্রুপদী ক্রিকেট খেলেও টি-২০তে যে নিয়মিত রান করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ সাই সুদর্শন,’ বাম হাতি ওপেনারকে প্রশংসায় ভরিয়েছেন আরও একজন। ‘সাইয়ের ব্যাটে রানের সুনামি,’ উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে অন্য এক অনুরাগীরও।
সাই ছাড়াও কার্যকরী ক্যামিও এসেছে জস বাটলার (Jos Buttler) ও শাহরুখ খানের ব্যাট থেকে। সাত বছর রাজস্থানে কাটিয়ে এই আইপিএলে গুজরাতে যোগ দিয়েছেন বাটলার। তাঁর কাছে আজকের ম্যাচটি যথেষ্ট আবেগের। পুরনো দলের বিরুদ্ধে ২৫ বলে ৩৬ করলেন তিনি। ‘রোজই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ইংল্যান্ড তারকা,’ প্রশংসা জানিয়েছেন এক নেটিজেন। ‘ব্যাটিং অর্ডারের অন্যতম স্তম্ভ ও,’ মন্তব্য আরেক জনের। ২০ বলে ৩৬ করেন শাহরুখ’ও। ‘আজকের ইনিংসের বাজিগর শাহরুখই,’ বলিউড বাদশার ‘নেমসেক’কে কুর্নিশ জানাতে ভোলে নি গুজরাত টাইটান্স সমর্থকেরা। লোয়ার অর্ডারে কার্যকরী রশিদ খান, রাহুল তেওয়াটিয়ারাও। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় ২০ ওভারে স্কোরবোর্ডে উঠেছে ২১৭ রান। ‘এই পুঁজি রক্ষা করতে আঁটোসাঁটো বোলিং প্রয়োজন,’ সিরাজ-প্রসিদ্ধ কৃষ্ণাদের দিকেই এখন তাকিয়ে সকলে।
দেখুন ট্যুইট চিত্র-
Sai Sudharsan’s form is just unreal! 🔥 #GTvRR https://t.co/TsYdFlLDsN
— Over and out (@Over_and_out1) April 9, 2025
Is this man for real? He looks more consistent that King Kohli
— Puneet Singhal (@PuneetSinghl007) April 9, 2025
This guy is perfect of future no:3 in ODIs who can keep the scoreboard going and do anchoring as well.
— Chris (@ChrisFeliii) April 9, 2025
Gajab ke form me hai abhi
— Tantan (@sks100rav) April 9, 2025
GT gets a gem in the form of Sai 👏❤️
— Sudipta (@viratinveins) April 9, 2025
#SaiSudharsan is no underrated! 💎#GujratTitans #GTvRR #IPL2025
— 𝙉𝙄𝙎𝘼𝙍 𝘼𝙃𝙀𝙈𝘼𝘿 🇮🇳 (@nisar_ahemad45) April 9, 2025
200 would’ve been Par score on this pitch but 17 Runs extra leaked by #RR
Easy win for #GT #ipl #IPL2025 #Gtvrr #rrvgt
— innocent (@xdpqd) April 9, 2025
#RRvGT #RRvsGT #GTvRR #GTvsRR pic.twitter.com/oUQrLhXvsU
— 📍आपनो भारत (@AApnoIndia) April 9, 2025
#RRvGT #RRvsGT #GTvRR #GTvsRR pic.twitter.com/H4Qe2dyhwV
— 📍आपनो भारत (@AApnoIndia) April 9, 2025