এগিয়ে আসছে আইপিএলের (IPL) মেগা নিলাম। সূত্রের খবর ২০ ডিসেম্বর দুবাই বা আবু ধাবিতে বসতে পারে আসর। এই ‘ইভেন্ট’কে সামনে রেখে ছক সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। ২৯ তারিখ সামনে এসেছে রিটেনশন নীতি। পাঁচ জন’কে ধরে রাখতে পারা যাবে। সাথে থাকছে একটি আরটিএম কার্ড ব্যবহারের সুযোগ। কোন পথে এগোনো হবে, কাদের ধরে রাখা হবে আর কাদেরই বা জায়গা দেওয়া হবে রিলিজ তালিকায় সে সম্পর্কে কাটাছেঁড়া চালাচ্ছে দলগুলি। ব্যতিক্রম নয় রাজস্থান রয়্যালস’ও (RR)। ফ্র্যাঞ্চাইজির অন্দরমহল থেকে খবর মিলেছে যে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), সঞ্জু স্যামসন, জস বাটলার, রিয়ান পরাগ ও যুজবেন্দ্র চাহাল’কে (Yuzvendra Chahal) ‘রিটেন’ করতে চলেছে তারা। আরটিএম ব্যবহৃত হতে পারে সন্দীপ শর্মা’র জন্য। সঞ্জু’কে (Sanju Samson) রিটেন করা হলেও অধিনায়কত্ব হয়ত হারাচ্ছেন তিনি। রাজস্থানের রেডারে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নাম।
Read More: IPL 2025: ফ্র্যাঞ্চাইজিদের অফারে ‘না’ রোহিত শর্মার, অকশনে নাম দিয়ে লুটবেন রেকর্ড ব্রেকিং অর্থ !!
হার্দিককে জন্মদিনের শুভেচ্ছা রাজস্থানের-
নিজেদের দলের ক্রিকেটারদের জন্মদিন বা কোনো বিশেষ কৃতিত্বের জন্য শুভেচ্ছা বা অভিনন্দন প্রায়শই জানিয়ে থাকে আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলো। অন্য দলের ক্রিকেটারদের জন্য সাধারণত চোখে পড়ে না এহেন শুভেচ্ছাবার্তা। কিন্তু এবার সেই ট্র্যাডিশন ভাঙলো রাজস্থান রয়্যালস (RR)। আজ জন্মদিন হার্দিক পান্ডিয়া’র (Hardik Pandya)। তারকা অলরাউন্ডার পা দিলেন ৩১-এ। বিশেষ একটি ভিডিও পোস্ট করে তাঁকে শুভেচ্ছায় ভরালো তারা। ঐ ভিডিওতে হার্দিককে দেখা গিয়েছে টি-২০ বিশ্বকাপ ট্রফি হাতে। বার্বাডোজ থেকে খেতাব জিতে যখন টিম ইন্ডিয়া (Team India) দেশে ফিরেছিলো, তখনকার ভিডিও’ই পোস্ট করেছে ২০০৮-এর আইপিএল চ্যাম্পিয়নরা। ক্যাপশনে লিখেছে, “ভারতের সবচেয়ে বড় লড়াইগুলোর জন্য।” সাথে জুড়ে দেওয়া হয়েছে, “শুভ জন্মদিন হার্দিক পান্ডিয়া” কথাটিও।
এই ভিডিও বার্তা সামনে আসার পরেই শুরু হয়েছে জল্পনা। গত কয়েক বছর রাজস্থান রয়্যালসের (RR) অধিনায়কত্ব সামলেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু ট্রফি জেতাতে পারেন নি তিনি। ২০২২ সালে ফাইনাল খেলেছিলো তারা। কিন্তু হারতে হয়েছিলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধেই। ২০২৪-এ প্লে-অফে পৌঁছলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) কাছে হেরে ছিটকে যায় তারা। দীর্ঘদিনের ট্রফিখরা কাটাতে এবার কোচ বদলেছে রাজস্থান। দায়িত্ব দেওয়া হয়েছে টি-২০ বিশ্বকাপজয়ী রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। এবার কি কোচের সাথে সাথে দেখা যাবে নতুন ক্যাপ্টেনকেও? হার্দিককে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা এই ভিডিও থেকে রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দলবদল নীতির আভাস খুঁজছেন ক্রিকেটজনতা।
দেখে নিন সেই ভিডিও-
To India’s sabse bade ladhaiya on the field! 🎂
Happy birthday, @hardikpandya7 🇮🇳 pic.twitter.com/S7mYy8iGSm
— Rajasthan Royals (@rajasthanroyals) October 11, 2024
দারুণ ছন্দে রয়েছেন হার্দিক-
ফিটনেস নিয়ে সন্তুষ্ট ছিলো না টিম ইন্ডিয়া (Team India)। তাই রোহিত শর্মা’র অবসরের পর টি-২০ দলের পূর্ণ সময়ের অধিনায়ক করা হয় নি হার্দিক পান্ডিয়াকে (Hardik pandya)। ধাক্কা খেলেও ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার। গ্রীসে দিনকয়েক ছুটি কাটিয়ে এসে নেমে পড়েছিলেন অনুশীলনে। তাঁর ফলশ্রুতি দেখা গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে। দুর্দান্ত ফর্মে রয়েছেন হার্দিক পান্ডিয়া। গ্বালিয়রে প্রথম ম্যাচে তিনি মাত্র ১৬ বলে অপরাজিত ৩৯ করে ভারতকে জয় এনে দেন। তাঁর ‘নো-লুক’ শটের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দিল্লীতে কার্যকরী ৩২ রান করেছে। সাথে বাউন্ডারি লাইনে তাঁর অনবদ্য ফিল্ডিং-ও ফিটনেস সম্পর্কীত যাবতীয় প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। এই ছন্দ তিনি যদি ধরে রাখতে পারেন তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন শ্রেষ্ঠত্বের আসনে।