ipl-rishabh-pant-posts-about-auction

IPL 2025: ২০২৫-এর আইপিএলের (IPL) আগে রয়েছে মেগা নিলাম। সূত্রের খবর ২০ ডিসেম্বর সৌদি আরব বা দুবাইতে আয়োজিত হতে চলেছে এই মেগা ইভেন্ট। সময় যত এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ। গত ২৯ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়ে দিয়েছে যে সর্বোচ পাঁচজন করে ক্রিকেটারকে রিটেন করতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। সাথে থাকছে ১টি করে আরটিএম বা রাইট টু ম্যাচ বিকল্প। নিলামে কোনো ক্রিকেটারের পাওয়া সর্বোচ্চ মূল্যের সমান দাম দিয়ে তাঁকে ফেরাতে পারবে তাঁর পুরনো দল। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডেই ২৩ থেকে ২৫ জন করে ক্রিকেটার রয়েছেন। রিটেনশন ব্যবহারর পরেও একঝাঁক তারকা যে দলবদলে বাধ্য হবেন তা দিনের আলোর মত পরিষ্কার। সেই দিকেই এখন তাকিয়ে ক্রিকেটজনতা।

Read More: IND vs NZ: বাদ রোহিত-বিরাট, বুমরাহ’র নেতৃত্বে প্রথম টেস্টের দলে সুযোগ পাচ্ছেন সরফরাজ-সহ একঝাঁক তরুণ তুর্কি !!

রয়েছে ঋষভ পন্থের দলবদলের জল্পনা-

Rishabh Pant | IPL | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

দলবদলের বাজারে সুপারস্টার হতে চলেছেন কারা? একটি সম্ভাব্য তালিকা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন ক্রিকেটজনতা। সেখানে কে এল রাহুল, রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েলদের সাথে নাম রয়েছে ঋষভ পন্থেরও (Rishabh Pant)। ২০১৬ সাল থেকে আইপিএল (IPL) খেলে আসছেন ঋষভ। এর মধ্যে কেবল তিনি দিল্লীর হয়েই খেলেছেন। ২০২২ সালে পেয়েছেন অধিনায়কের দায়িত্ব। সড়ক দুর্ঘটনায় ২০২৩-এ গোটা টুর্নামেন্ট না খেললেও ২০২৪-এ দিল্লী (DC) তাঁকে প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছে, সাথে ফিরিয়েছে অধিনায়কত্বের মুকুট। এরপরেও পন্থের দিল্লী ত্যাগের জোরালো সম্ভাবনা দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখনও একবারও ট্রফি জেতেন নি তিনি। খেতাবের লক্ষ্যেই নাকি দলবদলের কথা ভাবছেন তিনি। চেন্নাই সুপার কিংসের রেডারে ঋষভ রয়েছেন বলেও মিলেছে খবর। তাঁরা মহেন্দ্র সিং ধোনি’র উত্তরসূরি হিসেবে চাইছেন ঋষভকে।

ঋষভকে ধরে রাখতে চায় দিল্লী-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে কোনো মূল্যে নাকি হাতছাড়া করতে রাজী নয় দিল্লী ক্যাপিটালস। যে পাঁচটি রিটেনশন স্লটের কথা ঘোষণা করেছে বিসিসিআই, তাদের মূল্যমান’ও এসেছে সামনে। প্রথম তিনটি স্লটের দাম রাখা হয়েছে ১৮, ১৪ ও ১১ কোটি। চতুর্থ ও পঞ্চম স্লটের দাম রাখা হয়েছে ১৮ ও ১৪ কোটি। সূত্রের খবর ১৮ কোটির স্লটেই ঋষভকে (Rishabh Pant) ধরে রাখতে চাইছে দিল্লী ক্যাপিটালস। এই মুহূর্তে ঋষভের সাথে চুক্তির অঙ্কটা ১৬ কোটি। যদি ‘রিটেনড’ হতে রাজী হন তিনি, তাহলে গত মরসুমের তুলনায় আগামী বছরগুলোতে বেশী অর্থ পেতে পারেন তিনি। দিল্লী ফ্র্যাঞ্চাইজির ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায়’ও সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ঋষভকে ধরে রাখার চেষ্টা করা হবে। তাঁর সাথে সাথে ‘রিটেন’ হতে পারেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জেক ফ্রেজার ম্যাকগার্ক’রা। আরটিএম ব্যবহৃত হতে পারে অভিষেক পোড়েলের জন্য।

নিলাম নিয়ে পোস্ট ঋষভ পন্থের-

Rishabh Pant | Image: Getty Images

ঋষভ (Rishabh Pant) দিল্লীতে থাকবেন নাকি দল ছেড়ে নাম লেখাবেন মেগা অকশনের দড়ি টানাটানিতে? এই নিয়ে যখন জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায়, তখন সেই আগুনে ঘি ঢাললেন স্বয়ং ক্রিকেট তারকা। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সাবলীল ঋষভ পন্থ। তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানেও নানান ভিডিও শেয়ার করতে দেখা যায় বছর ২৭-এর ক্রিকেটারকে। এবার সরাসরি নিলাম নিয়ে নিজের এক্স (পূর্বতন ট্যুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি। ১২ অক্টোবর তিনি লেখেন, “আমি যদি নিলামে নাম লেখাই তাহলে আমি কি দল পাবো নাকি পাবো না? আর পেলেও কত অর্থ পাবো?” এই পোস্টের পর থেকেই হইচই শুরু হয়ে গিয়েছে ট্যুইটারভার্সে। কেন এমন কথা লিখলেন তিনি? উত্তরের সন্ধানে সকলে। দিল্লী ফ্র্যাঞ্চাইজির সাথে কোনো মনোমালিন্য নাকি নেহাৎ’ই সাধারণ কৌতূহলবশত পোস্ট করেছেন ঋষভ? জানতে উদ্‌গ্রীব সকলে।

দেখে নিন ঋষভের পোস্ট-

Also Read: IPL 2025: নয়া ‘ক্যাপ্টেন’ খুঁজে নিলো পাঞ্জাব কিংস, এই দুর্ধর্ষ ক্রিকেটারকে ‘ঘরে’ ফেরাচ্ছেন প্রীতি জিন্টা’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *