IPL 2025: আগামী বছরের আইপিএল (IPL) নিয়ে এখন থেকেই চড়েছে উত্তাপ। মেগা অকশনে কোন তারকা নাম লেখাবেন কোন শিবিরে তা নিয়ে আপাতত চলছে পারমুটেশন কম্বিনেশন। ৩১ জুলাই নিলাম ও রিটেনশন সংক্রান্ত নিয়মাবলী স্থির করার উদ্দেশ্যে একটি বৈঠক আয়োজন করেছিলো বিসিসিআই। সেখানে ফ্র্যাঞ্চাইজিদের দাবীদাওয়া শোনা হয়। এরপর ২৯ সেপ্টেম্বর নিজেদের সিদ্ধান্ত জানায় ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। ২০২২-এর মেগা নিলামের আগে ৪টি রিটেনশন স্লট ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিলো ফ্র্যাঞ্চাইজিদের। ২০২৫-এ সেটা দাঁড়িয়েছে পাঁচে। সাথে একটি আরটিএম বিকল্প’ও যোগ করা হয়েছে। পাঁচ রিটেনশন স্লটের মূল্য যথাক্রমে ১৮, ১৪, ১১, ১৮ ও ১৪ কোটি টাকা স্থির করেছে বোর্ড। বোর্ডের সিদ্ধান্ত সামনে আসার পর লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) রিটেনশন ও নিলাম নিয়ে কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে সকলে।
Read More: IPL 2025: প্রকাশ্যে রোহিত শর্মা’র আইপিএল ভবিষ্যৎ, রিটেনশন তালিকা প্রস্তুত মুম্বই ইন্ডিয়ান্সের !!
রাহুল’কে নিয়ে তুঙ্গে জটিলতা-
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ফ্র্যাঞ্চাইজি পথ চলা শুরু করেছে ২০২২ থেকে। গোড়া থেকেই তাদের অধিনায়ক পদে রয়েছেন কে এল রাহুল (KL Rahul)। দ্বিতীয় মরসুমের মাঝামাঝি সময়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। তারপর তৃতীয় বছর ফের তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছিলো নেতৃত্বের ব্যাটন। কিন্তু ২০২৪ আইপিএলেই (IPL) ক্রিকেট তারকার সাথে ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক নিয়ে দেখা গিয়েছে প্রশ্নচিহ্ন। দলের হতশ্রী পারফর্ম্যান্সের দায় অধিনায়কের কাঁধে চাপিয়ে মাঠেই মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) দেখা গিয়েছে রাহুলকে রীতিমত ধমক দিতে। এই ঘটনার পর আদৌ তিনি দলের সাথে যুক্ত থাকতে চাইবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। দিনকয়েক আগে কলকাতায় এসে গোয়েঙ্কার সাথে বৈঠক করেছিলেন রাহুল। তখন সংবাদমাধ্যম জানিয়েছিলো যে রিটেনশন নিয়ে নিশ্চয়তা পেয়েছেন তিনি। কিন্তু বর্তমানে পরিস্থিতি আবারও বদলেছে বলেই মিলেছে খবর।
সংবাদমাধ্যম দৈনিক জাগরণে প্রকাশিত রিপোর্টে দাবী করা হয়েছে যে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) আদৌ কে এল রাহুলকে (KL Rahul) রিটেনশন তালিকায় রাখতে চায় না। বরং তাঁকে রিলিজ তালিকায় রাখার কথাই চিন্তাভাবনা করছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার, মেন্টর জাহির খান’রা। দৈনিক জাগরণ’কে ফ্র্যাঞ্চাইজির অন্দরমহলের এক সদস্য জানিয়েছেন, “কোচ ল্যাঙ্গার ও মেন্টর জাহির খান যে তালিকা দেবেন সেই বুঝেই আমরা পদক্ষেপ নেবো। যদি আমরা রাহুলকে রিটেন নাও করি তাহলেও আমাদের হাতে আরটিএম বিকল্প তো থাকছেই। নিলামের সময় যদি মনে হয় যে টিম কম্বিনেশনের জন্য রাহুলকে প্রয়োজন তাহলে আমরা ওকে আরটিএম ব্যবহার করেও দলে নিতে পারি।” কর্ণাটকের তারকার ভবিষ্যৎ যে এখনও ঝুলে সূক্ষ্ম সুতোয়, তা পরিষ্কার ঐ কর্মকর্তার মন্তব্যেই।
দুই তারকাকে ‘রিটেন’ করছে লক্ষ্ণৌ-
পাঁচ জন ‘ক্যাপড’ খেলোয়াড়’কে ‘রিটেন’ করতে গেলে অন্তত ৭৫ কোটি টাকা খরচ করতে হবে কোনো ফ্র্যাঞ্চাইজিকে। মোট অকশন পার্স ১২০ কোটি টাকা নির্ধারণ করে দিয়েছে বিসিসিআই। পাঁচ জনের পিছনে ৭৫ কোটি খরচ করে বাকি স্কোয়াড কেবলমাত্র ৪৫ কোটিতে তৈরি করতে রাজী নয় কোনো দলই। তাই সম্পূর্ণ ‘কোটা’ হয়ত ব্যবহার করবে না তারা। ব্যতিক্রম নয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস’ও (LSG)। দৈনিক জাগরণ সূত্রে খবর দুইজনকে ধরে রাখার কথা ভাবছে তারা। কোচ ল্যাঙ্গার ও জাহির খান আপাতত সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান (Nicholas Pooran) ও ভারতের তরুণ ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব’কে (Mayank Yadav) রিটেন করার। রাহুল’কে যদি একান্তই না রাখা হয় সেক্ষেত্রে পুরানের কাঁধেই নেতৃত্বের ভার চাপানো হতে পারে বলে খবর। স্টয়নিস, ক্রুণাল পাণ্ডিয়ার মত তারকাদের ভবিষ্যৎ কি হবে তা এখনও পরিষ্কার নয়।