IPL 2024: DC-র বিরুদ্ধে নামার আগে সমস্যায় LSG, অধিনায়কত্ব ছাড়লেন KL রাহুল !! 1

IPL 2024: আইপিএলের (IPL) শুরুটা ভালোই করেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। পরপর বেশ কিছু ম্যাচ জিতে প্লে-অফের দাবীদার হিসেবে প্রতিষ্ঠা করেছিলো নিজেদের। কিন্তু টুর্নামেন্টের ‘বিজনেস এন্ডে’ এসে খেই হারিয়ে ফেলেছে তারা। ফলত কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে পড়তে হয়েছে মুখ থুবড়ে। ঘরের মাঠ একানা স্টেডিয়ামে নাইটদের বিপক্ষে লক্ষ্ণৌ হেরেছিলো ৯৮ রানে। সানরাইজার্সকে (SRH) অ্যাওয়ে ম্যাচে হারাতে পারলে ফের একবার শেষ চারের দৌড়ে সামিল হতে পারত তারা। কিন্তু অবিশ্বাস্য ভাবে ১০ উইকেটের ব্যবধানে ম্যাচ হেরে লীগ তালিকায় তারা নেমে গিয়েছে সাতে। খাতায়-কলমে তাদের প্লে-অফের সুযোগ বেঁচে থাকলেও আদতে তা সম্ভব হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কঠিন পরিস্থিতির সম্মুখীন লক্ষ্ণৌ শিবিরের চাপ বাড়িয়েছে অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) ও দল মালিক সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে তৈরি হওয়া দূরত্ব। সানরাইজার্সের বিপক্ষে পরাজিত হওয়ার পর মাঠে দাঁড়িয়েই অধিনায়ক রাহুল’কে রীতিমত ধমক্‌ দিতে দেখা যায় গোয়েঙ্কাকে (Sanjiv Goenka)। মাঠে মেজাজ হারান নি রাহুল। তিনি চেষ্টা করেন দলের কর্ণধারকে শান্ত করতে। কিন্তু থামানো যায় নি সেদিন গোয়েঙ্কাকে। কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer) মধ্যস্থতা করার চেষ্টা করেও ব্যর্থ হন। সংবাদসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে দলের ব্যাটারদের পারফর্ম্যান্সে অখুশি ছিলেন গোয়েঙ্কা। তাই ক্ষোভের এহেন বিস্ফোরণ। তবে এতে লাভ আদতে কিছু হয় নি। বরং খবর মিলেছে যে প্রকাশ্যে অসম্মানিত হয়ে অধিনায়কত্ব ছাড়ার কথা ভেবেছেন কে এল রাহুল।

Read More: প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল গুজরাটের প্লে-অফে যাওয়ার স্বপ্ন, ম্যাচ না খেলেই প্রথম কোয়ালিফায়ারে KKR !!

রাহুলের নেতৃত্ব ত্যাগ সময়ের অপেক্ষা?

KL Rahul | IPL 2024 | Image: Getty Images
KL Rahul | IPL 2024 | Image: Getty Images

হায়দ্রাবাদ ম্যাচের পর যেভাবে কে এল রাহুল’কে (KL Rahul) মাঠেই দলমালিক সঞ্জীব গোয়েঙ্কার তর্জনগর্জন শুনতে হয়েছে তাতে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ফ্র্যাঞ্চাইজির সাথে তাঁর সম্পর্কের সমীকরণ এখন ঠিক কোন জায়গায় তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার পর থেকে এই নিয়ে চুপচাপ ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া। রাহুল নিজেও কোনো প্রতিক্রিয়া দেন নি প্রকাশ্যে। অনুরাগীদের রোষানল থেকে রক্ষা পেতে সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) অবশ্য নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলের কমেন্ট সেকশন ‘অফ’ করে দিয়েছেন। পাঞ্জাব কিংস ছেড়ে ২০২২ সালে তিনি যোগ দিয়েছিলেন লক্ষ্ণৌতে। কাঁধে তুলে নিয়েছিলেন অধিনায়কত্বের দায়িত্ব। কিন্তু যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে গত বুধবার, তাতে তীব্র হয়েছে রাহুলের দল ছাড়ার জল্পনা।

চলতি মরসুমে ১২ ম্যাচে ৪৬০ রান করেছেন রাহুল (KL Rahul)। প্রায় ৩৯ গড় থাকলেও তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। হায়দ্রাবাদ ম্যাচেও ব্যাটিং সহায়ক পিচে ৮৭ স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করেছিলেন তিনি। গোয়েঙ্কার ক্ষোভের কারণ’ও সেটাই। এমতবস্থায় সংবাদমাধ্যম সূত্রে খবর যে আগামী মরসুমের মেগা অকশনের আগে রাহুলকে (KL Rahul) কোনোমতেই ধরে রাখতে চায় না লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজি। একই সাথে যদি মরসুমের শেষ দুই ম্যাচেও অধিনায়কত্ব করতে না চান তিনি, তাতেও ফ্র্যাঞ্চাইজি বাধা দেবে না বলেই খবর। সূত্র মারফৎ জানা গিয়েছে দল দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে খেলতে দিল্লী উড়ে গেলেও যান নি রাহুল। যা বাড়িয়েছে নেতৃত্ব ত্যাগের গুঞ্জন।

পুরানের হাতে নেতৃত্বের ব্যাটন-

Nicholas Pooran | IPL 2024 | Image: Getty Images
Nicholas Pooran | Image: Getty Images

কে এল রাহুলের (KL Rahul) নেতৃত্ব ত্যাগের জল্পনার মাঝেই লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের নতুন অধিনায়ক নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্সের (RCB) বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হিপ ফ্লেক্সর পেশীতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন রাহুল। আইপিএলের বাকি অংশে আর খেলা হয় নি তাঁর। লন্ডনে করাতে হয়েছিলো অস্ত্রোপচারও। সেই সময় রাহুলের (KL Rahul) অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ক্রুণাল পাণ্ডিয়া। নিয়ে গিয়েছিলেন প্লে-অফেও। তবে বর্তমানে রাহুল সরে দাঁড়ালে ক্রুণাল নয়, বরং স্থায়ী দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নিকোলাস পুরান।

২০২৪-এর আইপিএল (IPL) শুরু হওয়ার আগেই ক্রুণালকে সরিয়ে ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরানকে (Nicholas Pooran) সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। টুর্নামেন্টের প্রথম দিকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন কে এল রাহুল। হ্যামস্ট্রিং-এর চোট সারিয়ে দলে সদ্য প্রত্যাবর্তন ঘটাচ্ছিলেন তিনি, ফলে তাঁকে ৪০ ওভার খেলানোর ঝুঁকি নেন নি কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। কেবল ব্যাটিং করেছিলেন রাহুল। গত ৩০ মার্চের সেই মাঠে অধিনায়ক হিসেবে টস করতে নেমেছিলেন পুরান। এবার তিনিই পেতে পারেন পূর্ণ সময়ের দায়িত্ব।

Also Read: লক্ষ্ণৌ ছেড়ে আগামী IPL-এ ‘ঘরে’ ফিরছেন কে এল রাহুল, দুর্দান্ত খবর অনুরাগীদের জন্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *