IPL 2025: এবার আইপিএল’কে স্বাগত জানাবে গোটা দেশ, অষ্টাদশতম মরসুমে চমক বিসিসিআই-এর !! 1

IPL 2025: ২০০৮ সালে পথচলা শুরু করেছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ২০২৫-এ তা পা দিচ্ছে আঠারোয়। অর্থাৎ আক্ষরিক অর্থেই ‘সাবালক’ হচ্ছে দেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট। এই বিশেষ মাইলস্টোন’কে ঘটা করে উদ্‌যাপন করতে চায় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। আগামী ২২ তারিখ থেকে শুরু হচ্ছে মরসুম। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হোমগ্রাউন্ড ইডেন গার্ডেন্সে রয়েছে প্রথম ম্যাচটি। বেগুনি-সোনালী বাহিনীর (KKR) প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। টুর্নামেন্টের প্রথা মেনে ইডেনে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু আঠারোতম বর্ষে সেটুকুতেই থামতে রাজী নয় বোর্ড। এবার কয়েকগুণ বাড়ছে উদ্‌যাপনের মাত্রা। গোটা দেশে যেক’টি ভেন্যুতে আইপিএলের (IPL) আসর বসবে, প্রত্যেকটিতেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন কর্মকর্তারা।

Read More: “মেয়ে কোনো দোষ করে নি…” হোলি বিতর্কে সাফ জবাব হাসিনের, বিঁধলেন মহম্মদ শামিকেও !!

১৩ শহরে হবে ১৩টি অনুষ্ঠান-

IPL Opening Ceremony | Image: Getty Images
IPL Opening Ceremony | Image: Getty Images

এবার মোট ১৩টি ভেন্যুতে আয়োজিত হবে আইপিএল (IPL)। কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুল্লানপুর, চেন্নাই, মুম্বই, আহমেদাবাদ, লক্ষ্ণৌ, দিল্লী ও জয়পুরের পাশাপাশি ম্যাচ আয়োজিত হবে গুয়াহাটি, ধর্মশালা ও বিশাখাপত্তনমেও। টুর্নামেন্টের অষ্টাদশতম বর্ষকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেকটি ভেন্যুতেই প্রথম ম্যাচের আগে একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সংবাদমাধ্যম স্পোর্টসস্টারে প্রকাশিত একটি রিপোর্ট মারফত জানা গিয়েছে যে বলিউড ও সঙ্গীতজগতের নক্ষত্রের উপস্থিতিতে কলকাতা ইডেন গার্ডেন্সে আইপিএলের (IPL) সূচনা হতে চলেছে। সেই উৎসবের পরিবেশ গোটা মরসুম জুড়ে জিইয়ে রাখার পরিকল্পনা রয়েছে বিসিসিআই-এর। সেই কারণেই প্রত্যেক ভেন্যুতে তারকাখচিত অনুষ্ঠান আয়োজনের কথা ভেবেছেন রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা।

“আমরা টুর্নামেন্টে আরও স্বাদ আনতে চেয়েছিলাম, যাতে প্রত্যেক ভেন্যুর দর্শকেরাই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারেন। আমরা প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি স্থানীয় শিল্পীদেরও একটি তালিকা তৈরি করছি। সবক’টি অনুষ্ঠানে যাতে বলিউডের চেনা মুখেরা পারফর্ম করতে পারেন তা নিয়ে আমাদের নির্দিষ্ট  পরিকল্পনা রয়েছে। যেহেতু দুই ইনিংসের মাঝে খুব কমই সময় পাওয়া যায় সেহেতু এই অনুষ্ঠানগুলিতে দুই থেকে তিনজন করে শিল্পীকে জায়গা দেওয়া যেতে পারে।” কলকাতার গ্র্যান্ড ওপেনিং-এ কারা পারফর্ম করবেন তার একটা ধারণা পাওয়া গিয়েছে ইতিমধ্যে। কিন্তু বাকি ভেন্যুগুলিতে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে কাদের? একঝাঁক তারকার সাথে কথা চালাচ্ছে বিসিসিআই। ১৯-২০ মার্চের মধ্যেই তালিকা চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে।

ইডেনে বসছে চাঁদের হাট-

Shah Rukh Khan and Salman Khan | IPL | Image: Twitter
Shah Rukh Khan and Salman Khan | Image: Twitter

আইপিএলের (IPL) উদ্বোধন উপলক্ষ্যে ইডেন গার্ডেন্সে বসতে চলেছে চাঁদের হাট। বলিউডের ‘হুজ হু’রা সকলেই আগামী শনিবার উপস্থিত থাকবেন ক্রিকেটের নন্দনকাননে। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান ইডেনের গ্যালারিতে থাকবেন নিজের দলকে উৎসাহ দিতে। থাকার কথা সিনে দুনিয়ার ‘ভাইজান’ সলমন খান’ও। তাঁর পরবর্তী ছবি ‘সিকন্দর’-এর প্রোমোশনে আসছেন তিনি। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয়েছে যে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, সঞ্জয় দত্ত, সারা আলি খানদের মত সেলিব্রিটিরাও কলকাতা-বেঙ্গালুরু দ্বৈরথ চাক্ষুস করতে উপস্থিত থাকবেন। পারফর্ম করার কথা রয়েছে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের। দুই বাঙালি শিল্পীর সুরের জাদুতে মাতবে কলকাতা। এছাড়া থাকছেন পাঞ্জাবী গায়ক করণ আউজলা। নাচের তালে ইডেন মাতাবেন শাহিদ কাপুর, শ্রদ্ধা কাপুর ও দিশা পাটানি।

Also Read: IPL 2025: হাসপাতালে বিদেশী তারকা, মাঠে নামার আগেই জোর ধাক্কা খেলো রাজস্থান রয়্যালস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *