বিশ্বের অন্যতম সেরা ঘরোয়া ক্রিকেটার আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে অংশ নিতে ভীর জমায় দেশি বিদেশি সব মহা তারকারা। ফ্র্যানাইজিগুলো তাঁদের টিম কম্বিনেশন মিলাতে নিলাম থেকে বেছে নেয় ব্যাটসম্যান, বোলারদের।
তবে প্রতি দলের মধ্যে এমন একজন করে ক্রিকেটার রয়েছেন যারা অন্য দলের হয়ে খেলতে পারেন না।
৮। লুঙ্গি এনগিডি (চেন্নাই সুপার কিংস)
দক্ষিণ আফ্রিকার গতি তারকা লুঙ্গি এনগিডি গত আসরে যোগ দিয়েছেন চেন্নাইয়ের স্কোয়াডে। পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচে ওভার প্রতি মাত্র ছয় রান খরচায় নিয়েছেন ১১ উইকেট। চেন্নাইয়ের ভবিষ্যৎ পেস বোলিং কাণ্ডারি হিসেবে ধরা হচ্ছে তাঁকে।
৭। ঋষভ পন্থ (দিল্লি ক্যাপিটাসল)
২১ বছর বয়সী ঋষভ পন্থ তাঁর আইপিএল ক্যারিয়ারে ৩৮ ম্যাচে ১৬২এর উপর স্ট্রাইক রেটে ১২৪৮ রান করেছেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান পন্থ গত আসরে দিল্লির জার্সিতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ১২৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পুরো টুর্নামেন্টে তাঁর রান সংখ্যা ছিল ৬৮৪।
৬। লোকেশ রাহুল (কিংস ইলেভেন পাঞ্জাব)
২০১৮ নিলামে ১১ কোটি রুপির বিনিময়ে নিলাম কিংস ইলেভেন পাঞ্জাব দলে রেখে দেয় টপ অর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুলকে। গত আসরে ১৫৮ স্ট্রাইক রেটে ৬টি ফিফটি সহ ৬৫৯ রান করা রাহুলের সর্বোচ্চ রানের ইনিংস হচ্ছে অপরাজিত ৯৫ রানের। অন্যদিকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত ফিফটি হাঁকানোর তালিকায় প্রথম স্থানে রয়েছেন তিনি।
৫। কুলদিপ যাদব (কলকাতা নাইট রাইডার্স)
বর্তমানে টিম ইন্ডিয়া যুভেন্দ্র চাহালের সাথে জুটি বেধে স্পিন বিভাগ সামাল দেয়া কুলদিপ যাদব আইপিএলেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। গত কয়েক বছর ধরে কলকাতার স্কোয়াডে থেকে সফলতা বয়ে আনার ফলে কলকাতা ফ্র্যাঞ্চাইজি দলে রেখে দিয়েছে ২৪ বছর বয়সী এই স্পিনারকে।
৪। জাসপ্রিত বুমরাহ (মুম্বাই ইন্ডিয়ান্স)
টিম ইন্ডিয়া ডেথ বোলার স্পেশালিস্ট জাসপ্রিত বুমরাহ মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম বোলিং ভরসার নাম। ইয়র্কার, বাউন্স, স্লোয়ার সব দিকেই দক্ষ হাতে গতির ঝড় তোলা বুমরাহ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ।
৩। জস বাটলার (রাজস্থান রয়্যালস)
২০১৮ আইপিএল আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতানো ইংল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলার টুর্নামেন্টের প্রথম দিকে ব্যাট হাতে কিছুটা ধুঁকলেও পরবর্তিতে স্বরূপে ফিরেন মাঠে। পুরো টুর্নামেটে ১৫৫ স্ট্রাইক রেটে রান করেন ৫৪৮।
২। বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)
দীর্ঘদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দায়িত্ব সামাল দেওয়া বিরাট কোহলি প্রতিপক্ষে ঘায়েল করার টোটকা বেশ ভালোই জানেন। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান তাঁর আইপিএল ক্যারিয়ারে চারটি শতক সহ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও রয়েছেন সুরেশ রাইনার সাথে যুদ্ধে। ২০১৬ সালে ১৬ ম্যাচে ৯৭৩ রান করে জানান দেন কতটা আগ্রাসী এই ব্যাটসম্যান।
১। রশিদ খান (সানরাইজার্স হায়দ্রাবাদ)
সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং বিভাগের প্রধান অস্ত্র আফগান লেগি রশিদ খান প্রতিপক্ষ ব্যাটসম্যানকে কাবু করেন তাঁর স্পিন বিষে। ২০ বছর বয়সী এই ক্রিকেটার বল হাতে জাদু দেখানোর পাশাপাশি ব্যাট হাতে লোয়ার অর্ডারে অবদান রাখতে পারেন দলের হয়ে। তা হায়দ্রাব কোনোভাবেই তাঁকে ছারতে চাইবে না দল থেকে।