IPL 2024: ক্রিকেট মাঠে ফুটবলের ছোঁয়া আশিষ নেহরা’র হাত ধরে, গুজরাত কোচ’কে নিয়ে হইচই বাইশ গজের দুনিয়ায় !! 1

IPL 2024: চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলেছে গত মরসুমের রানার্স-আপ গুজরাত টাইটান্স (GT)। প্রথম ম্যাচে ঘরের মাঠে তারা হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে (MI)। ব্যাট হাতে খানিক চাপে পড়লেও দুরন্ত বোলিং-এ লক্ষ্যমাত্রা স্পর্শ করতে দেয় নি মুম্বইকে। তবে দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বিশেষ সুবিধা করতে পারে নি তারা। ২০২৩ আইপিএলের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং-ক্রিকেটের তিন বিভাগেই নাস্তানাবুদ হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। অধিনায়ক হিসেবে শুভমান গিলের কেরিয়ার জয় দিয়ে শুরু হলেও, গতকালের পর হার-জিতের পরিসংখ্যান দাঁড়িয়েছে ১-১।

চেন্নাইয়ের কাছে হারলেও গুজরাতের ঘুরে দাঁড়ানোর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে তারকাখচিত স্কোয়াডের পাশাপাশি টাইটান্সদের (GT) ‘তুরুপের তাস’ হয়ে উঠতে পারেন তাদের কোচ আশিষ নেহরা (Ashish Nehra)। ইতিপূর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং পরামর্শদাতা ছিলেন প্রাক্তন ভারতীয় পেসার। গুজরাতে এসে পেয়েছেন পূর্ণ সময়ের দায়িত্ব। হেড কোচের হটসিটে বসার পর ধারাবাহিক সাফল্য তিনি উপহার দিয়ে এসেছেন গুজরাত টাইটান্সকে। ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিলো দল। ২০২৩ সালে ট্রফি কাছাকাছি গিয়েও দুর্ভাগ্যের কারণে জেতা হয় নি। তৃতীয় মরসুমেও নেহরা (Ashish Nehra) ও তাঁর ছাত্রেরা নজর কাড়তে মরিয়া।

Read More: IPL 2024: মুম্বাই ম্যাচের পর গুজরাটের এই খেলোয়াড়কে জড়িয়ে ধরলেন শাহনীল গিল, গুঞ্জন শুরু নতুন সম্পর্কের !!

নজর কেড়েছে নেহরার কোচিং পদ্ধতি-

Asish Nehra and Shubman Gill | IPL 2024 | Image: Getty Images
Asish Nehra and Shubman Gill | Image: Getty Images

ক্রিকেটারদের সাথে মিশে গিয়ে নেহরা (Ashish Nehra) যে তাঁদের থেকে সেরা পারফর্ম্যান্স নিঙড়ে বের করে আনতে জানেন তা এর আগেও প্রমাণিত হয়েছে। এবারও মরসুমের শুরুতেই নিজের কোচিং মাহাত্ম্য প্রমাণ করে দিয়েছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে একটা সময় বেশ চাপে ছিলো গুজরাত টাইটান্স। প্রয়োজন ছিলো উইকেটের। তরুণ অজি পেসার স্পেন্সার জনসনকে (Spencer Johnson) বাউন্ডারি লাইনের ধারে ডেকে নেন নেহরা। ম্যাচের মাঝেই বেশ খানিকক্ষণ চলে আলোচনা। এরপর বল হাতে নায়ক হয়ে ওঠেন স্পেন্সারই। এক ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে তিনি জয়ের দিকে এগিয়ে দেন গুজরাত টাইটান্সকে (GT)। খেলা শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় অস্ট্রেলীয় পেসার স্বীকার করেছেন নেহরার ‘ভোকাল টনিক’ই তাতিয়েছিলো তাঁকে।

কেবল স্পেন্সার জনসন নয়, ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে  প্রায়শই দলের কোনো না কোনো ক্রিকেটারের সাথে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা চালিয়ে যেতে দেখা যায় নেহরাকে। প্রয়োজনে দলনায়ক বা কোনো নির্দিষ্ট ক্রিকেটারের জন্য কোনো বিশেষ বার্তাও পাঠান বাউন্ডারির বাইরে দাঁড়িয়েই। সাধারণত ক্রিকেট ম্যাচ চলাকালীন এভাবে সরাসরি খেলার সাথে সংযুক্ত হয়ে পড়তে দেখা যায় না কোনো কোচ’কে। পেন-কাগজে নোট লিখলেও তা নিয়ে আলোচনা হয় খেলা শেষে বা ম্যাচের বিরতিতে। সেই নীতিতে বিশ্বাসী নন নেহরা। তিনি ম্যাচের মাঝেই প্রয়োজনীয় নির্দেশ ক্রিকেটারদের দিতে দ্বিধা করেন না, যা আদপে সাহায্যই করে খেলোয়াড়দের। ফুটবলে জোসে মৌরিনহো, পেপ গুয়ার্দিওলাদের এমনভাবে সাইডলাইনের ধারে দাঁড়িয়ে নির্দেশ দিতে দেখা যায়। নেহরার হাত ধরে বাইশ গজের দুনিয়াতেও এখন যেন ফুটবলের ছোঁয়া।

দেখুন নেহরা’র অভিনব কোচিং পদ্ধতি-

Also Read: IPL 2024: মাঠে দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরলেন ‘জামাই-শালা’, সম্পর্কের নয়া মোড় নিয়ে ব্যাপক জল্পনা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *