IPL 2025: গত আইপিএলের (IPL) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবার বেশ বেকায়দায়। আপাতত প্রতিটি ম্যাচই ‘ডু অর ডাই’ তাদের কাছে। হারলেই ছিটকে যেতে হবে প্লে-অফের দৌড় থেকে। ধুঁকতে থাকা নাইটরা খানিক অক্সিজেন পেলো গতকাল। অ্যাওয়ে ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে (DC) হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো তারা। টসে হেরে প্রথম ব্যাটিং করতে নেমেছিলো বেগুনি-সোনালী শিবির। স্কোরবোর্ডে তোলে ২০৪ রান। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় অক্ষর প্যাটেল ও ফাফ দু প্লেসির সৌজন্যে দ্রুতই লক্ষ্যের দিকে এগোচ্ছিলো দিল্লী, কিন্তু বল হাতে দারুণ প্রত্যাবর্তন ঘটায় কলকাতা। প্রতিপক্ষকে থামিয়ে দেয় ১৯০ রানেই। অরুণ জেটলি স্টেডিয়ামে নাইটরা (KKR) জিতলেও অনিশ্চয়তা অবশ্য তৈরি হয়েছে অধিনায়ক রাহানেকে নিয়ে।
Read More: CSK vs PBKS: চেপকের মাঠে চাহালের অবিশ্বাস্য হ্যাটট্রিক, পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৯০ রান সংগ্রহ করলো চেন্নাই !!
আহত রাহানের বদলি হবেন নারাইন?

গতকাল দিল্লী বনাম কলকাতা (DC vs KKR) ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। দিল্লী ইনিংসের ১২তম ওভারের শুরুতেই আন্দ্রে রাসেলের হাফ-ভলিতে জোরালো ড্রাইভ মেরেছিলেন ফাফ দু প্লেসি। এক্সট্রা-কভার অঞ্চলে শরীর ছুঁড়ে দিয়ে বাউন্ডারি আটকানোর প্রয়াস করেন কলকাতার অধিনায়ক। বল তাঁর ডান হাতের আঙুলে লেগে ছিটকে যায়। চারের বদলে এক রানই পায় দিল্লী (DC)। এরপরেই রাহানেকে দেখা যায় বাম হাতি দিয়ে ডান হাতের আঙুল চেপে ধরে দাঁড়িয়ে থাকতে। খানিক পরে মাঠ ছেড়েও বেরিয়ে যান তিনি। ডাগ-আউটেই চলে শুশ্রূষা। সহ-অধিনায়ক হিসেবে খাতায়-কলমে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার বৈভব রাণাকে নামানোর জন্য আগেই তুলে নেওয়া হয়েছিলো তাঁকে। ফলে বাকি ম্যাচে অধিনায়কত্ব করেন সুনীল নারাইন (Sunil Narine)।
নাইট রাইডার্স অলরাউন্ডার অনুকূল রয় খেলা শেষে জানিয়েছেন যে হাতের আঙুলে ইতিমধ্যে সেলাই পড়েছে রাহানের। কবে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে আশঙ্কা রয়েই যাচ্ছে ক্রিকেটমহলে। যদি টুর্নামেন্টের বাকি ৪টি ম্যাচে আর মাঠে নামতে না পারেন তিনি, তাহলে স্বাভাবিক কারণেই নয়া অধিনায়ক খুঁজে নেওয়া ছাড়া উপায় থাকবে না কলকাতা ফ্র্যাঞ্চাইজির সামনে। সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার ব্যাট হাতে রানের মধ্যে নেই। তাঁকে অধিকাংশ ম্যাচে পুরো সময় মাঠেও রাখা হচ্ছে না। কেবল ব্যাটিং-এর সময় নামছেন। ফলে তাঁকে বিকল্প অধিনায়ক বাছতে রাজী নয় টিম ম্যানেজমেন্ট। বরং শিকে ছিঁড়তে পারে সুনীল নারাইনের (Sunil Narine) ভাগ্যেই। ১৩ বছর কলকাতায় রয়েছেন তিনি। গত ম্যাচে কার্যনির্বাহী অধিনায়ক হিসেবে সফলও হয়েছেন। ফলে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের ভোট পেতে পারেন তিনি।
দিল্লীর বিরুদ্ধে দুরন্ত পারফর্ম্যান্স নারাইনের-

দিল্লীর বিরুদ্ধে আক্ষরিক অর্থেই ‘অলরাউন্ড’ পারফর্ম করে নাইট রাইডার্সকে মহাগুরুত্বপূর্ণ ২ পয়েন্ট এনে দিলেন সুনীল নারাইন (Sunil Narine)। ওপেন করতে নেমে প্রায় ১৭০ স্ট্রাইক রেটে করেছিলেন ২৬ রান। মারেন ২টি চার ও ২টি ছক্কা। এছাড়া বল হাতে ৭.২৫ ইকোনমি রেটে মাত্র ২৯ রান খরচ করে তিনি তুলে নেন ৩ উইকেট। নাইরানের রহস্যের জালে আটকা পড়ে সাজঘরে ফেরেন ফাফ দু প্লেসি (Faf du Plessis), অক্ষর প্যাটেল ও ট্রিস্টান স্টাবস। এছাড়া দিল্লী ব্যাটিং-এর অন্যতম স্তম্ভ কে এল রাহুলকে মাত্র ৭ রানের মাথায় রান-আউট’ও করেছিলেন ক্যারিবিয়ান তারকা। নেতৃত্বের ব্যাটন হাতে পেয়েও নজর কাড়েন তিনি। শেষ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠা বিপ্রজ নিগমের বিরুদ্ধে আন্দ্রে রাসেলের হাতে বল তুলে দেওয়াকে মাস্টারস্ট্রোক বলছেন বিশেষজ্ঞরা। গতকাল খেলা শেষে নারাইনের প্রশংসা করেছেন খোদ রাহানেও।