ipl-narine-ineffective-without-gambhir

IPL 2025: আইপিএলের (IPL) শুরুটা বিশেষ ভালো হয় নি কলকাতা নাইট রাইডার্সের। গত মরসুমের চ্যাম্পিয়নরা এবার মরসুমের প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে হারতে হয়েছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছিলো রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে। কিন্তু তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮ উইকেটের ব্যবধানে বিশাল পরাজয় তাদের ছিটকে দিয়েছে লীগ টেবিলের নীচের দিকে। ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’দের এহেন অধঃপতনের কারণ বিশ্লেষণ করতে গেলে উঠে আসছে নানান বিষয়। স্টার্ক, শ্রেয়স, সল্ট, নীতিশ রাণাদের মত ম্যাচ উইনারদের দলবদলকে যেমন দায়ী করছেন অনেকে, তেমন অনেকে্র ‘মেন্টর’ গম্ভীরের অনুপস্থিতিও চাপে ফেলেছে কলকাতাকে। বিশেষ করে গম্ভীরকে ছাড়া কার্যত ‘নির্বিষ’ হয়ে পড়েছেন সুনীল নারাইনের (Sunil Narine) মত তারকা।

Read More: IPL 2025: “এই খেলাটাই চাই…” ইডেনের বাইশ গজে তাণ্ডব রিঙ্কু-ভেঙ্কটেশের, চুটিয়ে উপভোগ করলো নেটজনতা !!

গম্ভীরের হাতেই নারাইনের সাফল্যের চাবিকাঠি-

Sunil Narine and Gautam Gambhir | IPL | Image: Getty Images
Sunil Narine and Gautam Gambhir | IPL | Image: Getty Images

২০১২ সালে যখন প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সি গায়ে চাপিয়েছিলেন সুনীল নারাইন (Sunil Narine), তখন অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। আন্তর্জাতিক ক্রিকেটে নারাইনের স্পিন সামলাতে গিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি নিজে। তাই নিলামের আগে কলকাতার (KKR) ‘উইশ লিস্টে’ ক্যারিবিয়ান তারকার নাম সামিল করেছিলেন। অধিনায়কের পছন্দে সায় দিয়েছিলেন দলমালিক শাহরুখ খান, সিইও ভেঙ্কি মাইশোররাও। ২০১২ থেকে ২০১৭ অবধি ‘ক্যাপ্টেন’ গম্ভীরের অধীনে খেলেছেন নারাইন। এই সময়কালের মধ্যে দুই বার জিতেছেন আইপিএল (IPL)। ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের অন্যতম ধারাবাহিক পারফর্মারও ছিলেন তিনি। ‘রহস্য স্পিনার’ থেকে অলরাউন্ডারে উত্তরণ হওয়াও তাঁর গম্ভীরের হাত ধরেই। গম্ভীরই প্রথম তাঁকে দিয়ে ওপেন করানোর সাহস দেখিয়েছিলেন। ধুন্ধুমার বেশ কিছু ইনিংসও খেলেন তিনি।

২০১৮ তে কলকাতা ছেড়ে দিল্লী ফ্র্যাঞ্চাইজিতে ফিরে গিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ঐ মরসুমেই ছয়টি ম্যাচ খেলার পর অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর অবর্তমানে নারাইনের পারফর্ম্যান্সের গ্রাফও নেমেছিলো নীচের দিকে। বিশেষ করে তাঁর ব্যাটিং দক্ষতা প্রায় তলিয়েই যেতে বসেছিলো বিস্মৃতির আড়ালে। ছাড়তে হয়েছিলো ওপেনিং স্লট। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি করেন যথাক্রমে ১৪৩, ১২১, ৭১ ও ২১ রান। ছবিটা বদলায় ২০২৪-এ ‘মেন্টর’ হিসেবে ফের একবার গম্ভীর কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে যোগ দেওয়ার পর। পুরনো সতীর্থকে আরও একবার ওপেনার হিসেবে মাঠে নামান তিনি। আস্থার দাম দিয়েছিলেন ক্যারিবিয়ান তারকাও। ফিল সল্টের সাথে তাঁর জুটি ত্রাসের সঞ্চার করেছিলো প্রতিপক্ষের মনে। ১৬ ম্যাচে ৪৮৮ রান করেন নারাইন (Sunil Narine)। ছিলো ১টি শতরান’ও। সাথে নেন ১৭টি উইকেটও।

গম্ভীর সরতেই ব্যর্থ নারাইন-

Sunil Narine | Image: Getty Images
Sunil Narine | Image: Getty Images

২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সেকে আইপিএল (IPL) জিতিয়ে সরে গিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ‘মেন্টর’ পদে তাঁকে ধরে রাখতে নাকি ব্ল্যাঙ্ক চেকের প্রস্তাবও দিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু টিম ইন্ডিয়ার ডাক উপেক্ষা করতে পারেন নি তিনি। বসেছেন রোহিত-বিরাটদের কোচের হটসিটে। গম্ভীর সরতেই ফের একবার ভাটা নারাইনের পারফর্ম্যান্সেও। ১২ কোটিতে ক্যারিবিয়ান তারকাকে ‘রিটেন’ করেছিলো কলকাতা ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেই প্রাইস ট্যাগের প্রতি সুবিচার এখনও করে উঠতে পারেন নি তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে ৪৪ করলেও বল হাতে একটির বেশী উইকেট পান নি তিনি। রাজস্থানের বিপক্ষে অসুস্থতার জন্য মাঠেই নামতে পারেন নি। হতাশ করেছেন মুম্বইয়ের বিরুদ্ধেও। ঝুলিতে শূন্য রান ও শূন্য উইকেট। আজ সানরাইজার্সের বিরুদ্ধেও মাত্র ৭ করেই তাঁকে ফিরতে হয়েছে সাজঘরে।

Also Read: IPL 2025: কেরিয়ারের শেষ প্রান্তে বড় দায়িত্ব দিয়েছিলো নাইট রাইডার্স, হাতের লক্ষ্মী পায়ে ঠেললেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *