ipl-manish-pandey-got-snubbed-by-bcci

IPL 2025: ২০০৮ সালের আজকের দিনেই চিন্নাস্বামী স্টেডিয়ামে পথচলা শুরু করেছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হয়েছিলো এক ক্রিকেট বিপ্লব। দেখতে দেখতে এবার বিসিসিআই আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট পা দিলো অষ্টাদশতম বর্ষে। ২০০৮ থেকে ২০২৫-এই মাঝের সময়টুকুতে বাইশ গজের দুনিয়াকে পুরোপুরি বদলে দিয়েছে আইপিএল (IPL)। ক্রিকেটের সাথে বিনোদনের ককটেল যে অতীব উপাদেয় হতে পারে তা প্রমাণ করে দিয়েছে এই প্রতিযোগিতা। এসেছে বাণিজ্যিক বিনিয়োগ। শোনা গিয়েছে অর্থের ঝনঝনানি। আট দল নিয়ে শুরু হয়েছিলো টুর্নামেন্ট। এখন দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশে। আইপিএলের ব্র্যান্ড ভ্যালু’ও এক লক্ষ কোটির গণ্ডি ছাড়িয়েছে গত বছর। আঠারো বছরের এই অসামান্য সাফল্যকে এবার উদ্‌যাপন করছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা।

Read More: IPL 2025 RCB vs PBKS Match Preview: ছন্দে থাকা পাঞ্জাবের বিরুদ্ধে শুক্রবার ‘দুর্গ’ সামলানোর লড়াই বেঙ্গালুরু’র !!

এখনও স্বীকৃতি পান নি মনীশ-

Manish Pandey | IPL | Image: Getty Images
Manish Pandey | Image: Getty Images

আক্ষরিক অর্থেই এই বছর ‘সাবালক’ হলো আইপিএল (IPL)। পা দিলো আঠারোতে। টুর্নামেন্টের শুরুর বছর থেকে ২০২৫ অবধি প্রত্যেক বছর আইপিএলের অংশ হওয়ার সুবাদে বিসিসিআই-এর তরফে বিশেষ পুরস্কার পেয়েছেন ভারতীয় ক্রিকেটের তিন কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মা (Rohit Sharma) ও মহেন্দ্র সিং ধোনি। উদ্বোধনী ম্যাচের দিন ইডেনে কোহলির হাতে বিশেষ স্মারক তুলে দেন বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি। গতকাল ওয়াংখেড়েতে একই পুরস্কার তিনি তুলে দেন রোহিত শর্মা’র হাতেও। দিনকয়েক আগে এই পুরস্কার পেয়েছেন ধোনিও। তিন তারকার কৃতিত্বকে স্বীকৃতি জানানোয় আপত্তি নেই কারও, তবে একই কৃতিত্বের অধিকারী হয়েও এখনও কোনো পুরস্কার পান নি কর্ণাটকের তারকা মনীশ পাণ্ডে (Manish Pandey)। কেন ব্রাত্য তিনি? এই প্রশ্ন তুলেছেন অনেকে। বোর্ডের বিরুদ্ধে উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ।

পুরস্কৃত তিন কিংবদন্তি, দেখুন ছবি-

Virat Kohli, MS Dhoni and Rohit Sharma | Image: Twitter
Virat Kohli, MS Dhoni and Rohit Sharma | Image: Twitter

২০০৮ সালে বিরাট কোহলির (Virat Kohli) সাথেই অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলেন মনীশ পাণ্ডে। সব কিছু ঠিকঠাক থাকলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই আইপিএলের (IPL) প্রথম মরসুমে খেলতেন তিনি। কিন্তু ড্রাফটের ঠিক আগে মত বদলে যান মুম্বইতে। প্রথম বছরে মাত্র ৩ রান করেছিলেন ৩ ম্যাচ খেলে। পরের বছর ‘ঘরে’ ফেরেন তিনি। যোগ দেন বেঙ্গালুরুতে। প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে (IPL) শতরানের নজিরও গড়েন মনীশ (Manish Pandey)। ২০১১তে চলে গিয়েছিলেন পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াতে। সেখানে তিন মরসুম কাটানোর পর যোগ দেন নাইট রাইডার্সে। বেগুনি-সোনালী শিবিরের হয়েই আইপিএলে সেরা সময় কাটিয়েছেন তিনি। ২০১৭ অবধি ছিলেন প্রথম দফায়। এরপর ২০২৪-এ ফিরে আসেন ‘সিটি অফ জয়’-এ। এখনও খেলছেন নাইটদের হয়েই। মাঝে অবশ্য সানরাইজার্স ও দিল্লীর জার্সিও গায়ে চাপিয়েছেন তিনি।

ফর্মে বিরাট, অস্বস্তি রোহিতকে নিয়ে-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

গত মরসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি জিতেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে বেশ ভালো ফর্মেই রয়েছেন তিনি। আইপিএল শুরু করেছিলেন ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৯* রানের দুর্দান্ত ইনিংস দিয়ে। এরপর মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে আরও দু’টি অর্ধশতক এসেছে তাঁর ব্যাট থেকে। আপাতত ৬ ম্যাচে প্রায় ৬২ গড় ও ১৪৩ স্ট্রাইক রেটে তাঁর মোট রান সংখ্যা ২৪৮। কমলা টুপির দৌড়ে ছয় নম্বরে রয়েছেন বিরাট। অন্যদিকে রোহিতের (Rohit Sharma) অফ ফর্ম দুশ্চিন্তা বাড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। চেন্নাইয়ের বিরুদ্ধে অষ্টাদশতম আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হিটম্যান আউট হয়েছিলেন শূন্য রান করে। এরপরের পাঁচ ইনিংসে করেছেন যথাক্রমে ৮, ১৩, ১৭, ১৮ ও ২৬। কবে বড় ইনিংস আসবে তাঁর ব্যাটে? অপেক্ষায় অনুরাগীরা।

Also Read: IPL 2025: উচ্ছ্বাস মুহূর্তে বদলে গেলো হতাশায়, হার্দিক আউট হতেই ‘মুড’ বদল নীতা আম্বানির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *