IPL 2024: আইপিএলের (IPL) আসরে শনিবার সম্মুখসমরে পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকা দুই শিবির। শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস প্রায় চলেই গিয়েছে প্লে-অফ। ৮ ম্যাচ খেলে ৭টি জয়-সহ তারা রয়েছে ১৪ পয়েন্টে। আজ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছে শেষ চারের বার্থ কনফার্ম করে ফেলবে তারা। অন্যদিকে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ৮ ম্যাচে রয়েছে দশ পয়েন্টে। ত্রিমুখী লড়াই রয়েছে কলকাতা, লক্ষ্ণৌ ও সানরাইজার্সের মধ্যে। নিজেদের শেষ ম্যাচে বাকি দুই দল হেরেছে। আজ জয় পেলে সেই সুযোগ কাজে লাগিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে যেতে পারবেন কে এল রাহুলরা। টানা তৃতীয়বার প্লে-অফে পা রাখার জন্য আজকের ম্যাচে সাফল্য পেতে বদ্ধপরিকর সুপারজায়ান্টস শিবির।
লক্ষ্ণৌর হয়ে ওপেনিং-এ আরও একবার দেখা যেতে পারে কে এল রাহুল ও ক্যুইন্টন ডি কক’কে। রাজস্থানের বিরুদ্ধে পাওয়ার প্লে’কে কাজে লাগাতে চাইবেন তাঁরা দুজনে। তিন নম্বরে আজ দেবদত্ত পাডিক্কালের জায়গায় খেলছেন দীপক হুডা। চার নম্বরে আরও একবার দেখা যাবে মার্কাস স্টয়নিসকে। চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে অসাধারণ শতরানের পর আজ আরও একবার নজর থাকবে অস্ট্রেলীয় অলরাউন্ডারের দিকে। লোয়ার অর্ডারে ঝড় তোলার দায়িত্ব থাকবে নিকোলাস পুরানের কাঁধে। থাকছেন অলরাউন্ডার ক্রুণাল পাণ্ডিয়াও। স্পিন বিভাগে লক্ষ্ণৌ ভরসা রাখছে বিষ্ণোইয়ের উপর। পেসার হিসেবে খেলছেন যশ ঠাকুর, ম্যাট হেনরি।
দুরন্ত ছন্দে থাকা রাজস্থান রয়্যালসের জার্সিতে আজকের ম্যাচে ওপেন করতে দেখা যাবে জস বাটলার ও যশস্বী জয়সওয়াল’কে। মুম্বইয়ের বিরুদ্ধে শতরানের পর আজও বড় রান করতে মুখিয়ে থাকবেন তিনি। তিন নম্বরে অধিনায়ক সঞ্জু স্যামসনকে দেখা যাবে ব্যাট হাতে। ফর্মে থাকা সঞ্জু টি-২০ বিশ্বকাপের দল নির্বাচনের আগে আজও বড় রান চাইবেন তিনি। চারে খেলবেন রিয়ান পরাগ। পাঁচ ও ছয় নম্বরে দুই ক্যারিবিয়ান বিগ হিটারকে জায়গা দিয়েছে রাজস্থান। খেলবেন শিমরন হেটমায়ার ও রোভম্যান পাওয়েল। সাতে থাকছেন ধ্রুব জুড়েল। তরুণ তুর্কির পর থাকছেন রবিচন্দ্রণ অশ্বিন। যুজবেন্দ্র চাহালের সাথে স্পিন জুটি গড়বেন তিনি। আবেশ খান, সন্দীপ শর্মা ও ট্রেন্ট বোল্টের পেস ত্রয়ীকে দেখা যাবে মাঠে।
Read More: বিশ্বকাপ জয় নিশ্চিত ভারতের, এই দুর্দান্ত দল ঘোষণা করলেন BCCI নির্বাচক !!
IPL ম্যাচের সময়সূচি-
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম রাজস্থান রয়্যালস (RR)
ম্যাচ নং- ৪৪
তারিখ- ২৭/০৪/২০২৪
ভেন্যু- ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে, লক্ষ্ণৌ
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Lucknow Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালসের। ছন্দে থাকা দুই দলের ম্যাচে বড় ভূমিকা নিতে পারে একানা স্টেডিয়ামের বাইশ গজ। এখানে এখনও অবধি চলতি আইপিএল মরসুমে চারটি ম্যাচ আয়োজিত হয়েছে। আইপিএলের অন্যান্য মাঠে রানের পাহাড় গড়া গেলেও লক্ষ্ণৌতে এখনও ২০০ পেরোয় নি স্কোরবোর্ড। শনিবারের ম্যাচেও কঠিন হতে পারে ব্যাটিং। কার্যকরী হতে পারেন স্পিনাররা। এখানে মোট ১০টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে একটি অমীমাংসিত থেকেছে। পাঁচটিতে প্রথমে ব্যাটিং করে জয় এসেছে। চারটিতে এসেছে রান তাড়া করে।
নবাবের শহর লক্ষ্ণৌতে শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। উষ্ণ দিনে লক্ষ্ণৌর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ২১ শতাংশ থাকতে পারে। এছাড়া ম্যাচের সময় হাওয়া বইতে পারে ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। হাওয়া অফিস জানিয়েছে শনিবার লক্ষ্ণৌ শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে ২ শতাংশ। তবে তা ক্রিকেটের পথে বাধা হবে না বলেই মনে করছে ক্রিকেটজনতা।
দুই দলের প্রথম একাদশ-
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)-
কে এল রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), ক্যুইন্টন ডি কক ✈, দীপক হুডা, মার্কাস স্টয়নিস ✈, নিকোলাস পুরান ✈, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, মহসীন খান, ম্যাট হেনরি ✈, যশ ঠাকুর।
বিকল্প- অমিত মিশ্র, আর্শিন কুলকার্ণি, কৃষ্ণাপ্পা গৌতম, যুধবীর সিং চরক, মণিমরণ সিদ্ধার্থ।
রাজস্থান রয়্যালস (RR)-
যশস্বী জয়সওয়াল, জস বাটলার ✈, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার ✈, রোভম্যান পাওয়েল ✈, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রণ অশ্বিন, ট্রেন্ট বোল্ট✈, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল
বিকল্প- রিয়ান পরাগ, শুভম দুবে, নভদীপ সাইনি, টম কোহলার ক্যাডমোর, তনুষ কোটিয়ান।
*✈- বিদেশী ক্রিকেটার।
টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

কে এল রাহুল-
উইকেট ভালোই। লক্ষ্ণৌতে বেশী শিশির নেই। উইকেট ৪০ ওভারই একই রকম থাকবে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ২০০’র ওপর তোলা সবসময়ই ভালো, সব দলই তার চেষ্টা করে। কিন্তু এই মাঠের আয়তন বোলারদের পক্ষে যায়। আমরা তার ফায়দা তুলছি। আমাদের দলে কোনো বদল নেই। দেবদত্ত পাডিক্কাল রান পাচ্ছে না। সব ক্রিকেটারই কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়। ওকে নেটে ইতিবাচক দেখিয়েছে। আপনারা গতকাল দেখেছেন বাদ পড়ার পর জনি বেয়ারেস্টো কেমন প্রত্যাবর্তন ঘটালো।
সঞ্জু স্যামসন-
আমরা প্রথমে বোলিং করবো। উইকেট দেখে ভালোই মনে হচ্ছে, তবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এই মরসুমটা একটু আলাদা। দুটো ম্যাচের মধ্যে খানিক বিরতি পাচ্ছি। আমাদের বিশ্রামের সুযোগ মিলছে। একাদশ অপরিবর্তিত থাকছে। এইবারের আইপিএল একেবারেই আলাদা। অন্য দলগুলোকে দেখে বিহ্বল হয়ে পড়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা নিজেদের মধ্যে ছন্দ ধরে রাখার কথা আলোচনা করেছি। আমরা ভালো খেলছি। তেমনটাই করে যেতে হবে। অশ্বিন উইকেট পাচ্ছে না ঠিকই, তবে আমার মনে হয় না ওর আমার পরামর্শের প্রয়োজন রয়েছে। ও পেশাদার, জানে কি করতে হবে।
LSG vs RR, টস রিপোর্ট-
লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নিলো রাজস্থান রয়্যালস।
Also Read: IPL 2024: “এর থেকে বড় কলঙ্ক…”, পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার কেকেআরের, ক্ষুব্ধ হল নেটপাড়া !!