IPL 2025: ২০২২ সাল থেকে আইপিএলে (IPL) অংশ নিয়ে আসছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। জন্মলগ্ন থেকেই ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্বের দায়িত্ব সামলে আসছেন কে এল রাহুল। ২০২৩ সালে ঘরের মাঠ একানা স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন তিনি। ছিটকে গিয়েছিলেন টুর্নামেন্টের বাকি অংশ থেকে। লন্ডনে অস্ত্রোপচারও হয় রাহুলের (KL Rahul)। ২০২৪-এ প্রত্যাবর্তনের পর রাহুলকেই অধিনায়ক পদে বহাল রেখেছিলো লক্ষ্ণৌ দল। প্রথম দুই বছর প্লে-অফের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছিলো সুপারজায়ান্টস (LSG) শিবির। দুবারই অবশ্য হারতে হয়েছিলো এলিমিনেটর ম্যাচে। ২০২৪ আইপিএলে শেষ চারেও পা রাখতে পারে নি তারা। শেষ করেছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে। এই ব্যর্থতার দায় অধিনায়ক রাহুলের (KL Rahul) উপরেই চাপাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ২০২৫-এ নতুন অধিনায়কের হাতে তুলে দেওয়া হচ্ছে দায়িত্ব।
Read More: ভুলতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন, রোহিত-কোহলিদের একহাত নেওয়া বোলার নিচ্ছেন এন্ট্রি !!
ছেড়ে দেওয়া হচ্ছে কে এল রাহুল’কে-
কে এল রাহুলের (KL Rahul) সাথে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক যে তলানিতে এসে ঠেকেছে তার প্রমাণ মিলেছিলো গত আইপিএল (IPL) চলাকালীনই। হায়দ্রাবাদের বিরুদ্ধে ১০ উইকেটে হারার পর মাঠেই অধিনায়ক রাহুলকে রীতিমত ধমকাতে দেখা যায় দলমালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka)। অপমানিত ক্রিকেটতারকার দল ছাড়ার গুঞ্জন শুরু হয়েছিলো তখনই। মাসখানেক আগে কলকাতায় এসে গোয়েঙ্কার সাথে বৈঠক সারেন রাহুল। তখন অনেকে মনে করেছিলেন যে সম্পর্কের শৈত্য বুঝি মিটলো দুই তরফে। কিন্তু জাহির খানকে মেন্টর হিসেবে ঘোষণা করার দিন গোয়েঙ্কা সাংবাদিক সম্মেলনে রাহুল (KL Rahul) সংক্রান্ত প্রশ্নের স্পষ্ট জবাব দেন নি। কর্ণাটকের ক্রিকেটারকে সুপারজায়ান্টস পরিবারের অংশ বলে উল্লেখ করলেও নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখেন তিনি।
৩১ অক্টোবর ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর কাছে রিটেনশন তালিকা জমা দিতে হবে দশ ফ্র্যাঞ্চাইজিকে। তার আগে চাঞ্চল্যকর খবর মিলেছে সংবাদমাধ্যম দৈনিক জাগরণ সূত্রে। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) অন্দরমহলের এক সূত্র জানিয়েছে যে রাহুলকে (KL Rahul) কেবল অধিনায়ক পদ নয়, বরং দল থেকেই আপাতত সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ রিলিজ তালিকায় ঠাঁই হচ্ছে তারকা ক্রিকেটারের। কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer) ও মেন্টর জাহির খানের (Zaheer Khan) ‘রিটেনশন’ পরিকল্পনায় নেই কে এল রাহুল (KL Rahul)। যদি ফ্র্যাঞ্চাইজি চায় তবে শেষ মুহূর্তে তাঁর জন্য আরটিএম বা রাইট টু ম্যাচ বিকল্প মেগা নিলামে ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন লক্ষ্ণৌ (LSG) দলের ঐ কর্তা। সবমিলিয়ে ২০২০-র কমলা টুপি বিজয়ী’র আইপিএল (IPL) ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে।
অধিনায়কত্ব পাচ্ছেন পুরান-
গত ২৯ সেপ্টেম্বর আইপিএলের (IPL) রিটেনশন সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করেছে বিসিসিআই। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ পাঁচজনকে ‘রিটেন’ করার সুযোগ দেওয়া হয়েছে। সাথে থাকছে একটি আরটিএম বিকল্প। দৈনিক জাগরণে প্রকাশিত রিপোর্টে দাবী করা হয়েছে যে পাঁচজন নয় বরং মাত্র দুই তারকাকে ধরে রাখতে পারে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ধুন্ধুমার উইকেটরক্ষক-ব্যাটার নিকোলাস পুরান (Nicholas Pooran) ও ভারতের এক্সপ্রেস পেসার মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। একা কে এল রাহুল নন, সাথে মার্কাস স্টয়নিস, নবীন-উল-হক, ক্যুইন্টন ডি কক, ক্রুণাল পাণ্ডিয়াদেরও ছেড়ে দেবেন সঞ্জীব গোয়েঙ্কারা। রাহুলের হাত থেকে কেড়ে নেতৃত্ব দেওয়া হতে পারে নিকোলাস পুরানকে। ২০২৪ আইপিএলে (IPL) সহ-অধিনায়ক ছিলেন তিনি। একটি ম্যাচে রাহুল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলায় করেন নেতৃত্ব’ও। এবার পূর্ণ সময়ের দায়িত্ব সামলাতে চলেছেন তিনি।