ipl-lsg-can-remove-pant-from-captaincy

IPL 2025: গতকাল বিশাখাপত্তনমের ওয়াই এস রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো দিল্লী ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (DC vs LSG)। অষ্টাদশতম আইপিএলের (IPL) তৃতীয় দিন দেখা মিললো মরসুমের প্রথম হাড্ডাহাড্ডি দ্বৈরথের। জমজমাট থ্রিলারে শেষ হাসি দিল্লী’র। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল। ঝড় তোলেন মিচেল মার্শ ও নিকোলাস পুরান। তাঁদের ধুন্ধুমার ইনিংসে ভর করে ২০৯ তুলতে সক্ষম হয়েছিলো লক্ষ্ণৌ। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় বেশ সমস্যায় ছিলো দিল্লী। ৭ ওভারের মধ্যে হারিয়েছিলো ৫ উইকেট। খাদের কিনারে পৌঁছেও শেষমেশ ঘুরে দাঁড়ায় তারা। কার্যকরী ইনিংস খেলেন দু প্লেসি, বিপ্রজ নিগম, ট্রিস্টান স্টাবসরা। ৩১ বলে অপরাজিত ৬৬ রান করে দিল্লীকে জয় এনে দেন আশুতোষ শর্মা। দিল্লীকে বাগে পেয়েও কেন হারলো লক্ষ্ণৌ? অধিনায়ক পন্থকেই দুষছেন সকলে।

Read More: IPL 2025: শুরুতেই ব্যর্থ ঋষভ পান্থ, জলে গেল LSG মালিকদের ২৭ কোটি টাকা !!

চূড়ান্ত হতাশ করেছেন পন্থ-

Rishabh Pant | IPL | Image: Getty Images
Rishabh Pant | IPL | Image: Getty Images

 

গত নভেম্বরে আইপিএলের (IPL) মেগা নিলামে রেকর্ড গড়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দর পান তিনি। ২৭ কোটি টাকা মূল্যে তারকা উইকেটরক্ষক-ব্যাটারকে দলে সামিল করেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। প্রত্যাশামতই তাঁর হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। ঘটনাচক্রে লক্ষ্ণৌর নেতা হিসেবে কেরিয়ারের প্রথম ম্যাচেই তাঁকে মুখোমুখি হতে হলো তাঁর পুরনো দল দিল্লী ক্যাপিটালসের (DC)। দীর্ঘ নয় মরসুম ক্যাপিটালস শিবিরে কাটিয়েছেন তিনি। আইপিএলের (IPL) ইতিহাসে অন্যতম চর্চিত বিচ্ছেদের পর ঋষভ বনাম দিল্লী দ্বৈরথ বাড়তি গুরুত্ব পাচ্ছিলো ক্রিকেটজনতার কাছে। মাঠে অবশ্য আহামরি কিছু করে দেখাতে পারলেন না ক্রিকেটতারকা। ব্যাটিং, উইকেটকিপিং ও অধিনায়কত্ব- তিন বিভাগেই নড়বড়ে দেখালো ঋষভকে। লক্ষ্ণৌর জার্সিতে অভিষেকটা মোটেই স্মরণীয় হলো না তাঁর।

বিশাখাপত্তনমের মাঠে খাতাই খুলতে পারেন নি ঋষভ পন্থ (Rishabh Pant)। শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন। শেষমেশ কুলদীপ যাদবের বলে বড় শট মারতে গিয়ে উইকেট খুইয়ে আসেন। রান তাড়া করতে নামা দিল্লী ব্যাটারদের বেশ চাপের মুখে ফেলতে সক্ষম হয়েছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বোলাররা। ৮ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তাঁরা।  দিল্লীকে কোণঠাসা করতে আক্রমণাত্মক অধিনায়কত্ব প্রয়োজন ছিলো সেই সময়। কিন্তু চালে ভুল করে বসেন ঋষভ। দু প্লেসি, বিপ্রজ, স্টাবসদের সৌজন্যে লড়াইতে ফিরে আসে ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজি। একদম শেষ ওভারে শাহবাজ আহমেদের বলে মোহিত শর্মাকে স্টাম্পিং করার সুযোগ ছিলো পন্থের সামনে। কিন্তু বল দস্তানাবন্দী করে উইকেট ভাঙতে পারেন নি তিনি। অধিনায়কের মারাত্মক ভুলেরই খেসারত শেষমেশ দিতে হলো লক্ষ্ণৌকে।

নেতৃত্ব বদল করবে লক্ষ্ণৌ ?

DC vs LSG | IPL | Image: Getty Images
DC vs LSG | IPL | Image: Getty Images

 

গত বছর দলের পারফর্ম্যান্স আশানুরূপ না হওয়ায় কে এল রাহুল’কে মাঠেই রীতিমত ভর্ৎসনা করেছিলেন ফ্র্যাঞ্চাইজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। মরসুম শেষে রাহুলকে সরিয়েও দেয় লক্ষ্ণৌ। পন্থের গতকালের পারফর্ম্যান্সের পর গোয়েঙ্কার প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে বেশ চিন্তায় ছিলো ক্রিকেটমহল। গ্যালারিতে বেশ থমথমে মুখেই দেখা গিয়েছিলো কলকাতার শিল্পপতিকে। ম্যাচ শেষে ঋষভ ও কোচ জাস্টিন ল্যাঙ্গারের সাথে বেশ কিছুক্ষণ আলোচনাও করেন তিনি। পরে সাজঘরে গিয়ে ক্রিকেটারদের হাল না ছাড়ার বার্তা দিয়েছেন তিনি। দলমালিক’কে ক্ষোভে ফেটে পড়তে না দেখা গেলেও তিনি যে অসন্তুষ্ট তা স্পষ্ট ছিলো শরীরী ভাষায়। এমতাবস্থায় অনেকেই মনে করছেন যে পন্থের (Rishabh Pant) অধিনায়কত্ব কেরিয়ারের কাউন্টডাউন হয়ত শুরু হয়ে গিয়েছে প্রথম ম্যাচের পরেই। যদি আগামী কয়েকটি ম্যাচেও ব্যর্থ হন তাহলে তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হতে পারে নিকোলাস পুরানকে।

Also Read: IPL 2025 GT vs PBKS Match Preview: গুজরাটের মাঠে পাঞ্জাবের নতুন অধিনায়কের অভিষেক,‌ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে গরম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *