আইপিএলের (IPL) ইতিহাসে শ্রেষ্ঠতম ক্রিকেটারদের কোনো তালিকা তৈরি করতে বসলে উপরের দিকেই নাম থাকবে ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভো’র (Dwayne Bravo)। ব্যাটে-বলে বারবার তফাৎ গড়ে দিয়েছেন তিনি। দীর্ঘ কেরিয়ারে জয় করেছেন সাফল্যের নানান শৃঙ্গ। আন্তর্জাতিক আঙিনাতেও সমান দাপটের সাথে বিচরণ তাঁর। ওয়েস্ট ইন্ডিজের মেরুন জার্সিতে ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ান ডে ও ৯১টি টি-২০ খেলেছেন। করছেন যথাক্রমে ২২০০, ২৯৮৮ ও ১২৫৫ রান, ৮৬, ১৯৯ ও ৭৮ উইকেট। দুইবার দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ জেতার বিরল নজিরও রয়েছে তাঁর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়াতেও সফলতম তারকাদের একজন ব্র্যাভো (Dwayne Bravo)। বিশ্বের নানা প্রান্তে জিতেছেন ট্রফি। দুই দশকব্যপী কেরিয়ারে অবশেষে দাঁড়ি টানছেন তিনি। গতকাল ঘোষণা করেছেন অবসর।
Read More: TOP 4: ভুল করবে না KKR, এই চার খেলোয়াড়কে আইপিএল নিলামের মঞ্চ থেকে ফেরাবে দলে !!
ক্রিকেটকে বিদায় জানালেন ব্র্যাভো-
গত ৩০ অগস্ট থেকে শুরু হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (CPL)। কিংবদন্তি অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) জানিয়েছেন যে এই টুর্নামেন্ট শেষেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে চিরতরে বিদায় জানাতে চলেছেন তিনি। ৪০ বর্ষীয় তারকা টুর্নামেন্টে অংশ নেবেন ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। দীর্ঘদিন রয়েছেন দলে। ইন্সটাগ্রামে নিজের বিদায়বার্তা ঘোষণা করেছেন তিনি। লিখেছেন, “জার্নিটা দুর্দান্ত ছিলো। আমি আমার ক্যারিবিয়ান জনতার সামনে নিজের শেষ পেশাদার টুর্নামেন্ট খেলতে মুখিয়ে রয়েছি।” অবসর ঘোষণার পর আবেগে ভেসেছেন ব্র্যাভো। লিখেছেন, “টিকেআরের হয়েই আমার শুরুটা হয়েছিলো। এখানেই শেষটা হবে।” টি-২০ ইতিহাসে সর্বোচ্চ ৬৩০টি উইকেটের মালিক ব্র্যাভো। সর্বোচ্চ উইকেটশিকারী ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের ইতিহাসেও। তাঁর বিদায়ে যে কুড়ি-বিশের খেলায় বিশাল শূন্যতা সৃষ্টি হবে তা বলাই বাহুল্য।
দেখে নিন ব্র্যাভো’র পোস্ট’টি-
CSK-এর শ্রেষ্ঠতম সেনানীদের একজন ব্র্যাভো-
২০০৮ সালে আইপিএলের (IPL) প্রথম মরসুম থেকেই ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টে অংশ নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। পথচলা শুরু করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। তিন মরসুম ছিলেন মুকেশ আম্বানিদের দলে। এরপর যান চেন্নাই সুপার কিংসে (CSK)। ২০১৬ ও ২০১৭ সালে নির্বাসিত ছিলো চেন্নাই। সেই দুই বছর খেলেছেন গুজরাত লায়ন্স ফ্র্যাঞ্চাইজিতে। দীর্ঘ কেরিয়ারের বাকি অংশটা তিনি কাটিয়েছেন চেন্নাইয়ের হলুদ জার্সিতেই। ২০২২ সালে শেষবার দেখা গিয়েছে তাঁকে আইপিএলের (IPL) আঙিনায়। ট্রফি জিতেছেন চারবার। একাধিকবার আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপ জিতেছেন তিনি। ভুবনেশ্বর কুমার ও হর্ষল প্যাটেলের সাথে ভাগ করে নিয়েছেন এই কৃতিত্ব। এক আইপিএল মরসুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজিরও রয়েছে ব্র্যাভোর। কেরিয়ারে ১৬১ ম্যাচে ১৫৬০ রান ও ১৮৩ উইকেট রয়েছে তাঁর।
CSK-র কোচিং স্টাফের অংশ ব্র্যাভো-
অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লীগগুলিতে খেললেও ২০২২ সালেই আইপিএল (IPL) কেরিয়ারে ইতি টেনেছিলেন ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। কিন্তু তাঁকে হাতছাড়া করতে চায় নি মহেন্দ্র সিং ধোনি’র দল। ২০২২-এর ২ ডিসেম্বর’ই তাঁকে বোলিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করে তারা। এরপর গত দুই মরসুম চেন্নাই ডাগ-আউটে কোচিং স্টাফ হিসেবে দেখা গিয়েছে ব্র্যাভো’কে। মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে, মুকেশ চৌধুরীদের মত তরুণ তুর্কিদের নিয়ে নিয়মিত কাজ করেছেন। তার সুফল’ও পেয়েছে ফ্র্যাঞ্চাইজি। ২০২৩ সালে ট্রফি এসেছে তাদের ঘরে। আসন্ন মেগা অকশন ও আইপিএল মরসুমেও তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যাবে। আইপিএলের (IPL) পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও কোচিং অভিজ্ঞতা রয়েছে তাঁর। সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শদাতা ছিলেন তিনি।