ipl-legend-bravo-retires-from-cricket

IPL 2025: আগামী মরসুমের আইপিএল (IPL) নিয়ে চড়েছে উত্তেজনার পারদ। মেগা অকশনে কোন দলে যোগ দেবেন কোন তারকা তা নিয়ে কৌতূহলের অন্ত নেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এই আবহেই চরম দুঃসংবাদ এলো সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে। চেন্নাই সুপার কিংসের (CSK) কিংবদন্তি তারকা ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) বিদায় জানালেন ক্রিকেটকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (CPL) মরসুম শুরুর আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে এবারই শেষ। আর লম্বা করবেন না কেরিয়ার। তবে টুর্নামেন্ট শেষ হওয়া অবধি অপেক্ষা করতে পারলেন না তিনি। গত ২৫ তারিখ তারুবা’তে সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে ট্রিনবাগো নাইট রাইডার্স (TKR) জার্সিতে ফিল্ডিং করার সময় চোট পেয়ে ছিটকে যান। সাথে সাথে দাঁড়ি পড়ে তাঁর বর্ণময় ক্রিকেটার জীবনে। ম্যাচ শেষে ‘চ্যাম্পিয়ন’ ব্র্যাভো’কে গার্ড অফ অনার দেন সতীর্থ’রা।

ক্রিকেটকে বিদায় জানালেন ডোয়েন ব্র্যাভো-

Dwayne Bravo and MS Dhoni | IPL | Image: Getty Images
Dwayne Bravo and MS Dhoni | Image: Getty Images

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) ৪১ বছর বয়সে এসে বিদায় জানালেন প্রতিযোগিতামূলক ক্রিকেটকে। ২০০৪ সালে প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন জাতীয় দলের জার্সি গায়ে। ২০০৪-এই হয় টেস্ট অভিষেক। ২০০৬ সালে প্রথমবার খেলেন আন্তর্জাতিক টি-২০। লাল বলের ফর্ম্যাটের চেয়ে সীমিত ওভারেই বেশী সাবলীল ছিলেন তিনি। ৪০টি টেস্ট ম্যাচে করেছেন ২২০০ রান। ৩টি শতরান ও ১৩টি অর্ধশতক’ও রয়েছে তাঁর। নিয়েছেন ৮৬ উইকেট। পঞ্চাশ ওভারের খেলায় ১৬৪ ম্যাচে তাঁর সংগ্রহ ২৯৬৮ রান। ২ বার পেরিয়েছেন শতকের গণ্ডী। উইকেটের সংখ্যা ১৯৯। টি-২০ বিশ্বকাপ’ও (T20 World Cup) জিতেছেন ব্র্যাভো। ক্ষুদ্রতম ফর্ম্যাটে ৯১টি আন্তর্জাতিক ম্যাচে ১২৫৫ রান ও ৭৮ উইকেট নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক আঙিনার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়াতেও অবাধ বিচরণ ডোয়েন ব্র্যাভো’র (Dwayne Bravo)। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস-আইপিএল (IPL) ইতিহাসের দুই সফলতম ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন দীর্ঘদিন। এর মধ্যে ১১মরসুম গায়ে চাপিয়েছেন চেন্নাইয়ের (CSK) হলুদ জার্সি। ২০০৮ থেকে ২০২২-দেড় দশকের আইপিএল কেরিয়ারে ১৬১ ম্যাচে ১৫৬০ রান ও ১৮৩ উইকেট নিয়েছেন তিনি। এক মরসুমে সর্বোচ্চ ৩২ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তাঁর। পাশাপাশি একাধিক পার্পল ক্যাপ জেতার বিরল নজিরেরও মালিক ব্র্যাভো (Dwayne Bravo)। আইপিএলের পাশাপাশি ত্রিনিদাদের তারকা জাত চিনিয়েছেন বিপিএল (BPL), বিগ ব্যাশ (BBL), সিপিএল বা মেজর লীগ ক্রিকেটের (MLC) মত অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টেও।

নয়া ভূমিকায় দেখা যাবে ব্র্যাভো’কে-

Dwayne Bravo | Image: Getty Images
Dwayne Bravo | Image: Getty Images

ক্রিকেটার জীবনে ইতি টানলেও বাইশ গজ’কে বিদায় জানাচ্ছেন না ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। এবার ক্রিকেট প্রশিক্ষক হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করার পথে তিনি। এর আগেও কোচিং দায়িত্ব মাঝেমধ্যে পালন করেছেন তিনি। চেন্নাই সুপার কিংসের বোলিং পরামর্শদাতা হিসেবে কাটিয়েছেন দুই মরসুম। আফগানিস্তান’কে সাহায্য করেছেন ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ চলাকালীন। কিন্তু এবার ‘মেন্টর’ হিসেবে ‘ফুল-টাইম’ দায়িত্ব নিচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের (KKR)। আজই সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছে নাইট ফ্র্যাঞ্চাইজি। গৌতম গম্ভীর সরে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছিলো বেগুনি-সোনালী শিবিরে তা পূরণ করার গুরুদায়িত্ব এবার ব্র্যাভোর Dwayne Bravo কাঁধে। কেবল কলকাতা নয়, নাইট ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন আবু ধাবি, ট্রিনিদাদ, লস অ্যাঞ্জেলিসের দলগুলির মেন্টর হিসেবেও থাকছেন ক্যারিবিয়ান কিংবদন্তি’ই।

ব্র্যাভো’কে স্বাগত জানালো KKR-

Also Read: IPL 2025: পরের মরসুমে বেঙ্গালুরু’তে পা রাখছেন পন্থ? সোশ্যাল মিডিয়ায় অবস্থান স্পষ্ট করলেন ক্রিকেট তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *