৯.কুলদীপ যাদব
এই দলের আরেকজন স্পিনার হিসেবে থাকবেন কুলদীপ।চাওলা, নারিনের পাশাপাশি এই ” রিস্ট স্পিনার ” বাড়তি নিরাপত্তা দেবে কলকাতার বোলিং লাইন আপকে।যদিও গত মরশুম একেবারেই ভালো কাটেনি এই নাইটের।তবে সব মিলিয়ে এখনও অবধি এই নাইটের জার্নি আইপিএলে খুব একটা খারাপ নয়।এখনও অবধি নিয়েছেন ৩৯ টি উইকেট।