৮. পীযূষ চাওলা
কলকাতা দলের স্পিন বিভাগের অন্যতম সদস্য পীযূষ চাওলা।দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।নিয়েছেন ৬৬ টি উইকেট।প্রসঙ্গত, ২০১৪ সালের আইপিএলে নাইরাইডার্সের জয়ের ক্ষেত্রে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।ট্রফি জিততে যখন পাঁচ বলে দরকার ১৩ রান, ঠিক সেই সময় জ্বলে ওঠেন পীযূষ ।তার ব্যাট থেকেই এসেছিলো সেইবার নাইটদের উইনিং স্ট্রোক।