৭. সুনিল নারিন
দলে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে প্রবেশ করবেন সুনীল নারিন।আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।নিয়েছেন ১২২ টি উইকেট।বোলিং ‘এর পাশাপাশি বিভিন্ন সময় কলকাতার হয়ে ব্যাটিং’এ ওপেন করতে নেমে চমকে দিয়েছেন নারিন ।ব্যাটে – বলে বিপক্ষে র সমান গুরুত্ব আদায়কারী এই ক্রিকেটার নিঃসন্দেহে বাড়তি নিরাপত্তা দেবে কলকাতা দলকে।