IPL : কলকাতা নাইটরাইডার্সে'র সর্বকালের সেরা একাদশ 1

৬. আন্দ্রে রাসেলIPL : কলকাতা নাইটরাইডার্সে'র সর্বকালের সেরা একাদশ 2

ম‍্যাচের যেকোনও মুহূর্তে ম‍্যাচের রং বদলে দিতে পারেন জামাইকার অলরাউন্ডার আন্দ্রে রাসেল।এই কয়েকবছরের মধ্যে কলকাতা দলের নয়নের মনি হয়ে উঠেছেন এই তারকা ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার।খেলেছেন একাধিক সব দুরন্ত ইনিংস, যা কলকাতা দলকে বিভিন্ন ম‍্যাচ তুলে দাড় করিয়েছে খাঁদের কিনারা থেকে।কলকাতার হয়ে এখনও অবধি রাসেল করেছেন ১৩৪২ রান, এক্ষেত্রে তার স্ট্রাইক রেট ১৮৮.৭৪ ।এছাড়াও উইকেট নিয়েছেন তিনি ৫৪ টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *