৫. ইউসুফ পাঠান
দলের শেষ মিডল অর্ডার ব্যাটসম্যানের স্থানটি পাবেন ইউসুফ পাঠান।তার ফিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিং দলকে এনে দেবে বাড়তি নিরাপত্তা।
গম্ভীর, উথাপ্পা’র পর কলকাতার হয়ে আইপিএলে সর্বোচ্চ স্কোরার হলেন ইউসুফ পাঠান।৩১.৫৫ গড়ে এই বরোদা’র ব্যাটসম্যান করেছেন ১৮৯৩ রান।এছাড়াও ২১ টি উইকেট নিয়েছেন তিনি কলকাতার হয়ে।