৪ .মনীশ পান্ডে
দলে চার নম্বরে আসবেন মনীশ পান্ডে ।তার এই পজিশনে খেলা দলের ব্যাটিং লাইন আপে আনবে।প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে শতরান গড়ার রেকর্ড মনীশের দখলে।কলকাতার হয়ে তিনি ৩১.৭৫ গড়ে করেছিলেন ১২৭০ রান।
প্রসঙ্গত, এই স্থানে বিকল্প হিসেবে ভাবা যেতেই পারে দীনেশ কার্তিক’ কে।প্রসঙ্গত, আইপিএলে কলকাতার ইতিহাসে সবচেয়ে বেশী ব্যাটিং গড় তার।এছাড়াও কঠিন পরিস্থিতি’তে তার ঠান্ডা মাথার ব্যাটিং দলকে নির্ভরতা এনে দিতে পারে।