১১. উমেশ যাদব দলের অন্তিম পেসার হিসেবে ঢুকে পড়বেন উমেশ। বিদর্ভের এই পেসার কলকাতা দলের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি এবং পেসার হিসেবে প্রথম।২৯.০২ গড়ে যাদব নিয়েছেন মোট ৪৮ টি উইকেট।তার উইকেট নেওয়ার ক্ষমতা তাকে এই দলের শেষ স্থানে এনে দিলো সুযোগ। Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11