IPL 2025: ২০২২ সালে আইপিএলের (IPL) আসরে পথচলা শুরু করে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। আবির্ভাবেই নজর কেড়ে নিয়েছিলো তারা। পৌঁছেছিলো প্লে-অফে। দ্বিতীয় বছরেও শেষ চারের ছাড়পত্র আদায় করে নিয়েছিলো তারা। যদিও ট্রফি জেতা আর হয় নি। ফিরতে হয়েছিলো এলিমিনেটর ম্যাচ থেকেই। তৃতীয় মরসুমে ধারাবাহিকতার অভাব দেখা যায় তাদের পারফর্ম্যান্সে। লাগাতার কয়েকটি হারের সম্মুখীন হয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় তারা। শেষ করে সাত নম্বরে। ২০২৫ সালে ফের আলোর বৃত্তে ফিরতে মুখিয়ে রয়েছে ফ্র্যাঞ্চাইজি। সেই কারণেই দলে বেশ কিছু বড়সড় রদবদলের ঘোষণা করলো তারা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। আগামী মরসুমের রিটেনশন, রিলিজ, অধিনায়কত্বের মত বিষয়ে মুখ খোলেন তিনি।
Read More: গুরুতর অসুস্থ ভারত অধিনায়ক, বাংলাদেশ সিরিজের আগে স্তম্ভিত ক্রিকেটমহল !!
অধিনায়কত্ব থেকে সরছেন রাহুল ?
গত আইপিএলে (IPL) সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে ১০ উইকেটের ব্যবধানে খড়কুটোর মত উড়ে গিয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। লজ্জার হারের পর মেজাজ হারিয়েছিলেন দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা। দেখা যায় মাঠে দাঁড়িয়েই অধিনায়ক কে এল রাহুলকে (KL Rahul) রীতিমত ধমক্ দিচ্ছেন তিনি। ভিডিও সামনে আসার পরেই হইচই পড়ে গিয়েছিলো। এই ঘটনার পর ফ্র্যাঞ্চাইজির সাথে ক্রিকেট তারকার সম্পর্কেরও অবনতি হয় বলে খবর। তখন থেকেই ক্রিকেটবোদ্ধারা নিশ্চিত ছিলেন যে ২০২৫-এর আইপিএলে আর কে এল রাহুলকে দেখা যাবে না লক্ষ্ণৌ জার্সিতে। সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছিলো গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) নাম।
আচমকাই নতুন মোড় নেয় এই গোটা অধ্যায়টি। কলকাতায় এসে গোয়েঙ্কার (Sanjiv Goenka) সাথে একান্তে বৈঠক সারেন রাহুল (KL Rahul)। তারপর থেকেই গুঞ্জন শোনা গিয়েছিলো যে বরফ গলেছে আপাতত। আগামী আইপিএলে আরও একবার পুরনো দলের হয়েই মাঠে নামতে পারেন কর্ণাটকের ক্রিকেটার। আজ যে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন গোয়েঙ্কা (Sanjiv Goenka), সেখানেও তাঁকে প্রশ্ন করা হয়েছিলো রাহুলের ভবিষ্যৎ নিয়ে। তিনি কেবল বলেন, “(কে এল) রাহুল সুপারজায়ান্টস পরিবারের এক গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ।” অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, “এখনও রিটেনশন ও নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় রয়েছে।” দলমালিকের মন্তব্যকে ইঙ্গিতবাহী বলে মনে করছে বিশেষজ্ঞমহল। ‘রিটেনড’ হলেও রাহুল যে নেতৃত্ব হারাচ্ছেন তা প্রায় দিনের আলোর মতই পরিষ্কার।
মেন্টর হলেন জাহির খান-
আজকের সাংবাদিক বৈঠকের অন্যতম চমক ছিলেন জাহির খান (Zaheer Khan)। ভারতের কিংবদন্তি পেসারকে মেন্টর পদে নিয়োগ করলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ফ্র্যাঞ্চাইজি। ২০২৩ অবধি এই পদে ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ায় ফাঁকাই ছিলো কুরসী। এতদিনে পূরণ হলো সেই শূন্যস্থান। একইসাথে ট্যালেন্ট ডেভলপমেন্ট প্রোগ্রামেরও শীর্ষপদ সামলাবেন জাহির। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বোলিং উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি। ২ বছর পর ফিরলেন আইপিএলের (IPL) আঙিনায়। ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর হেড কোচ ও ক্রিকেটারদের মধ্যে সেতুবন্ধনের কাজ করবেন জাহির। কিংবদন্তি তারকা উচ্ছ্বসিত নতুন দায়িত্ব পেয়ে। তিনি জানিয়েছেন, “LSG-কে আলাদা উচ্চতায় নিয়ে যেতে যা করা দরকার, তা নিশ্চিতভাবেই করতে চেষ্টা করবো। আগামী মরসুমটা দুর্দান্ত দুর্দান্ত হবে।”
জাহিরকে স্বাগত জানালো LSG-
Zaheer, Lucknow ke dil mein aap bohot pehle se ho 🇮🇳💙 pic.twitter.com/S5S3YHUSX0
— Lucknow Super Giants (@LucknowIPL) August 28, 2024