ipl-kkr-stars-lift-gambhir-on-shoulder

IPL 2024: সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH)  বিরুদ্ধে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে জয় দিয়ে মরসুম শুরু করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। আইপিএলের (IPL) শেষটাও তারা করলো সানরাইজার্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েই। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে রবিবাসরীয় ফাইনালকেও তারা রাঙিয়ে দিলো বেগুনি ও সোনালী রঙে। দিনকয়েক আগে কোয়ালিফায়ার ম্যাচে ‘অরেঞ্জ আর্মি’র বিরুদ্ধে ৮ উইকেটে জিতেছিলো কলকাতা (KKR)। ফাইনালেও বদলালো না ব্যবধান। টসে জিতে প্রথমে ব্যাটিং করেছিলো সানরাইজার্স। নাইট পেসারদের দাপটে তারা গুটিয়ে যায় মাত্র ১১৩ রানে। জবাবে ব্যাটিং করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) সৌজন্যে বিশেষ ঘাম না ঝরিয়েই ট্রফি জিতে নেয় কলকাতা।

২০১২ ও ২০১৪ সালে এর আগে আইপিএল জিতেছিলো নাইট রাইডার্স (KKR)। এক দশকের ব্যবধানে এসেছে তৃতীয় খেতাব। স্বভাবতই উচ্ছ্বসিত সমর্থকেরা। আবেগ বাঁধ ভেঙেছে ক্রিকেটারদেরও। রিঙ্কু সিং, রমনদীপ সিং-এর মত তরুণ তুর্কি হোন বা আন্দ্রে রাসেলের মত অভিজ্ঞ তারকা-আবেগাপ্লুত সকলেই। দিনকয়েক আগে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো দলমালিক শাহরুখ খানকে (Shah Rukh Khan)। ফাইনাল জয়ের দিন অসুস্থতা ভোলেন তিনিও। মাঠে নেমে ক্রিকেটারদের জড়িয়ে নেন বুকে। কপালে এঁকে দেন স্নেহের চুম্বন। সাধারণত আবেগপ্রবণ হন না ‘মেন্টর’ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। হার-জিত, আনন্দ-দুঃখ কিছুতেই দেন না কোনো প্রতিক্রিয়া। কিন্তু গতকাল যেন ব্যতিক্রম। হাসতে দেখা গেলো তাঁকেও। প্রিয় প্রশিক্ষককে নিয়ে উদ্‌যাপনে মাতলেন ক্রিকেটাররাও।

Read More: IPL 2024 Awards Ceremony: মরশুমের সেরা প্লেয়ার হলেন সুনীল নারিন, অরেঞ্জ ক্যাপ জিতলেন কিং কোহলি, এক নজরে চিনে নিন অ্যাওয়ার্ড বিজেতাদের !!

নাইট রাইডার্স অধ্যায়ে ইতি টানছেন গম্ভীর-

Gautam Gambhir | IPL 2024 | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ছেড়ে যেদিন মেন্টর হিসেবে পা রেখেছিলেন কলকাতা নাইট রাইডার্সে (KKR) সেদিনই দলকে ট্রফি জেতানোর অঙ্গীকার করেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। অধিনায়ক হিসেবে গত দশকে যে সাফল্য দলকে এনে দিয়েছিলেন, মেন্টর হিসেবেও ছুঁতে চেয়েছিলেন সেই শৃঙ্গ। কথা রেখেছেন তিনি। গত দুটি আইপিএলে (IPL) পিছনের সারিতে ছিলো নাইট রাইডার্স। জায়গা হয়েছিলো সপ্তম স্থানে। কিন্তু ২০২৪ মরসুমের শুরু থেকেই আগ্রাসী নাইটদের দেখে মনে হয়েছিলো ট্রফি জিততেই যেন মাঠে নেমেছেন তাঁরা। দলকে একসূত্রে গাঁথার কাজটা সুচারুভাবে যিনি সম্পন্ন করেছিলেন তিনি গৌতম গম্ভীর। সুনীল নারাইনকে (Sunil Narine) দিয়ে ওপেন করানো, হর্ষিত রাণা, বৈভব আরোরাদের ব্যবহার করা, প্রথম কিছু ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও মিচেল স্টার্ককে খেলিয়ে যাওয়া-সাফল্যের নেপথ্যে গম্ভীরেরই একের পর এক সিদ্ধান্ত।

গতকাল চ্যাম্পিয়ন হওয়ার পর তাই গম্ভীরকে (Gautam Gambhir) গুরুদক্ষিণা দিতে কোনো রকম কার্পণ্য করেন নি কেকেআর ক্রিকেটাররা। বহু যুদ্ধের ঘোড়া সুনীল নারাইনকে (Sunil Narine) দেখা গেলো গম্ভীরকে কোলে তুলে নিতে। আবেগঘণ মুহূর্ত তৈরি হলো সেলিব্রেশনের একদম শেষ পর্যায়ে। ‘গুরু’ গম্ভীরকে কাঁধে তুলে নেন নাইট রাইডার্স (KKR) ক্রিকেটাররা। যেভাবে ২০১১ বিশ্বকাপ জয়ের পর শচীনকে কাঁধে তুলে নিয়েছিলেন রায়না, কোহলিরা তেমনই গম্ভীরকেও অভিনব কায়দায় সম্মান জানালো শ্রেয়স আইয়ারের দল। শোনা যাচ্ছে নাইট রাইডার্স ছাড়তে পারেন গম্ভীর। ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব রয়েছে তাঁর সামনে। গতকাল বোর্ড সচিব জয় শাহের সাথে কথাও হয় তাঁর। কাঁধে তুলেই গম্ভীরকে কি বিদায় জানালো নাইট শিবির? উত্তরের সন্ধানে ক্রিকেটজনতা।

দেখে নিন সেই অসাধারণ মুহূর্ত-

Also Read: IPL 2024 Final: “একটা দুর্দান্ত ফাইনালের অংশ হলাম…” খেতাবী যুদ্ধে ম্যাচের সেরা হয়ে উচ্ছ্বসিত মিচেল স্টার্ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *