IPL 2024

IPL 2023: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নতুন মরসুম। সমর্থকদের মধ্যে উত্তেজনাও বাড়ছে আস্তে আস্তে। বাইশ গজে বল পড়ার আরও কিছুদিন বাকি। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলো এখন ব্যস্ত নিজেদের দল গুছিয়ে নিতে। আগামী মরসুমে কাদের দলে রাখবেন তারা, কাদেরই বা পাঠাবেন নিলামের হাতুড়ির নীচে, সেই তালিকা ১৫ নভেম্বরের মধ্যে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই’কে পাঠাতে হত দলগুলিকে। আর আগামী ২৩ ডিসেম্বর কেরালার কোচি’তে বসবে মিনি অকশন। নিজেদের রিটেনশন-রিলিজ তালিকা জমা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স দল’ও। আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, নীতিশ রানা’দের ধরে রাখলেও আগামী মরসুমে কলকাতা’র নাইট’রা ধরে রাখে নি সৌরাষ্ট্রের উইকেটরক্ষক শেল্ডন জ্যাকসন’কে (Sheldon Jackson)। কিন্তু সাম্প্রতিক পারফর্ম্যান্স বিশ্লেষণ করে অনেক ক্রিকেটবিশেষজ্ঞ বলছেন যে ভুল করে ফেলেছে কলকাতা। সদ্যসমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে শেল্ডন যে ফর্মের ঝলক দেখিয়েছেন তার ভিত্তি’তে তাঁকে আরও একটা সুযোগ দেওয়া উচিৎ ছিলো শাহরুখ খান, জুহি চাওলাদের।

শেল্ডন জ্যাকসনের ক্রিকেট কেরিয়ার-

Sheldon Jackson | image: twitter
Sheldon Jackson has been a consistent performer for Saurashtra in domestic cricket.

ভারতের ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে খেলেন শেল্ডন জ্যাকসন (Sheldon Jackson)। ঘরোয়া ক্রিকেটের বৃত্তে তাঁর রেকর্ড চোখ ধাঁধানো। প্রথম শ্রেণি’র ক্রিকেটে ৮০ ম্যাচে তিনি করেছেন ৬০২০ রান। ব্যাটিং গড় ৫০.১৬। রয়েছে ১৯ টি শতরান। নিজের লিস্ট-এ কেরিয়ারে ৭৭ ম্যাচে ২৬৪৩ রান করেছেন শেল্ডন। সেখানে তাঁর ব্যাটিং গড় ৩৮.৩। পঞ্চাশ ওভারের ঘরোয়া ক্রিকেটে করেছেন ৯ টি শতরান। টি-২০ ক্রিকেটেও নিজের জাত চেনাতে ভুল করেন নি তিনি। ৭৭ ম্যাচে ১৬৯০ রান করেছেন। ব্যাটিং গড় ২৮ এর কাছে। রয়েছে শতরান’ও। আইপিএলের মঞ্চে অবশ্য নিজের প্রতিভার প্রতিফলন ঘটানোর বিশেষ সুযোগ পান নি তিনি। ইতিমধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে চাপালেও খেলেছেন মাত্র ৯ ম্যাচ। সেখানেও মাত্র ৬১ রান করতে পেরেছেন সৌরাষ্ট্রের উইকেটরক্ষক ব্যাটার। তবে ঘরোয়া ক্রিকেটে যা পরিসংখ্যান তাঁর, ফ্র্যাঞ্চাইজিরা আরেকটু বেশী ভরসা করতেই পারেন তাঁর ওপর।

সৌরাষ্ট্র’কে সেরার শিরোপা এনে দিলেন শেল্ডন-

Sheldon Jackson | image: twitter
Sheldon Jackson scored an unbeaten ton against Maharashtra in Vijay Hazare Trophy.

বিজয় হাজারে ট্রফির ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো মহরাষ্ট্র এবং সৌরাষ্ট্র। মহারাষ্ট্রের হয়ে পবন বাওনে, রাজবর্ধন হাঙ্গারগেকর, ঋতুরাজ গায়কোয়াড়’রা দুর্দান্ত ফর্মে থাকায় মনে করা হচ্ছিলো তারাই ফেভারিট হতে যাচ্ছে এই ফাইনালে। প্রথমে ব্যাট করে মহারাষ্ট্র। তাদের অধিনায়ক ঋতুরাজ নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখে আরও একটি শতরান করলেও বাকি দল’কে মাথা তুলে দাঁড়াতে দেন নি জয়দেব উনাদকটের নেতৃত্বাধীন সৌরাষ্ট্র খেলোয়াড়’রা। ৩ উইকেট নেন চিরাগ জানি। মহারাষ্ট্রের ইনিংস থামে ২৪৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত সূচনা করেন দুই ওপেনার শেল্ডন জ্যাকসন (Sheldon Jackson) এবং হার্ভিক দেশাই। হার্ভিক ৫০ করে আউট হতে ম্যাচে ফেরে মহারাষ্ট্র। দ্রুত আরও ৪ উইকেট হারিয়ে চাপে পড়লেও সৌরাষ্ট্র’কে বরাভয় দেন সেই শেল্ডন। দুর্দান্ত ব্যাটিং করে ১২ টি চার এবং ৫ টি ছক্কা মেরে শেষ অব্দি ১৩৬ বলে ১৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি। শেল্ডনের শতরানে ভর করে শক্তিশালী মহারাষ্ট্র’কে হারিয়ে বিজয় হাজারে ট্রফির শিরোপা নিজেদের নামে করে নেয় সৌরাষ্ট্র। শেল্ডনের (Sheldon Jackson) সাথে যোগ্য সঙ্গত করেন চিরাগ জানি। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিং-এ ২৫ বলে ৩০ রান করেন তিনি। ফাইনালে দুরন্ত শতরান করে ম্যাচের সেরা হন শেল্ডন (Sheldon Jackson)। এই বছরের বিজয় হাজারে ট্রফিতে তিনি ৪৯.৫০ গড়ে রান করেছেন। কলকাতা নাইট রাইডার্সের যেখানে উইকেটরক্ষক পজিশনে খেলোয়াড় প্রয়োজন, সেখানে ফর্মে থাকা শেল্ডন হতেই পারতেন সেরা বাজি।

Read More: হার্দিক পান্ডিয়া নন, এই ক্রিকেটারই টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার যোগ্য, পরিসংখ্যানই বলছে সেই কথা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *