ipl-kkr-mi-srh-wanted-more-retentions
KKR vs SRH | Image: Getty Images

IPL 2025: ২০২৫ সালের আইপিএল (IPL) শুরু হতে বাকি এখনও ৬ মাসেরও বেশী সময়। কিন্তু এখন থেকেই ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ নিয়ে রয়েছে কৌতূহল। এবারের টুর্নামেন্ট ঘিরে বাড়তি আগ্রহের পিছনে অন্যতম কারণ আসন্ন মেগা অকশন। গত ৩১ জুলাই মুম্বইতে ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে আলোচনাসভার আয়োজন করেছিলো বিসিসিআই। সেখানে নিজেদের রিলিজ-রিটেনশন-অকশন সংক্রান্ত যাবতীয় দাবীদাওয়া পেশ করেন দলমালিকেরা। সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশ কিছুদিন সময় চেয়ে নিয়েছিলো বোর্ড। আভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে নিয়মবিধি প্রকাশে দেরী হচ্ছে বলেও মিলেছিলো খবর। অবশেষে সেই বৈঠকের প্রায় দুই মাস পর সিদ্ধান্ত সামনে আনলো বিসিসিআই। ফ্র্যাঞ্চাইজিদের কিছু দাবী মানা হয়েছে ঠিকই, পাশাপাশি KKR, MI ও SRH-এর মত দলের কিছু ভাবনার সাথে দ্বিমতও পোষণ করেছেন জয় শাহ’রা।

Read More: নতুন বুমরাহ’র সন্ধানে টিম ইন্ডিয়া, জাদেজা-কোহলির কাণ্ডে হাসির রোল ক্রিকেটদুনিয়ায় !!

রিলিজ-রিটেনশন নিয়ম এলো প্রকাশ্যে-

IPL Auction | Image: Getty Images
IPL Auction | Image: Getty Images

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গতকাল রিলিজ ও রিটেনশন সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী প্রকাশ করলো বিসিসিআই। ২০২২ সালে যখন আইপিএলের (IPL) মেগা অকশন হয়েছিলো তখন সর্বোচ্চ ৪টি রিটেনশন স্লট দেওয়া হয়েছিলো ফ্র্যাঞ্চাইজিদের। এবার এই সংখ্যা যে বাড়তে চলেছে তার আভাস মিলেছিলো আগেই। শেষমেশ দেখা গেলো তেমনটাই। চার নয় এবার ৫ জন খেলোয়াড়কে রিটেন করা যাবে। আগে রিটেনশনের ক্ষেত্রে ভারতীয় ও বিদেশী খেলোয়াড়দের সংখ্যা নিয়ে কড়াকড়ি ছিলো। তুলে দেওয়া হয়েছে তা। একইসাথে সর্বোচ্চ ২ জন আনক্যাপড ক্রিকেটারকে ধরে রাখা যাবে বলে মিলেছে খবর। রিটেশনের ক্ষেত্রে প্রথম তিনটি স্লটের অর্থমূল্য রয়েছে ১৮, ১৪ ও ১১ কোটি টাকা। চতুর্থ ও পঞ্চম স্লটের অর্থের অঙ্ক ১৮ ও ১৪ কোটি।

আনক্যাপড ক্রিকেটারের ক্ষেত্রে পুরনো নিয়ম ফেরানো হয়েছে। পাঁচ বছরের বেশী সময় আন্তর্জাতিক ক্রিকেট না খেলা বা বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটারকে আনক্যাপড হিসেবে ধরা হবে ২০২৫-এর আইপিএলে। বেড়েছে ফ্র্যাঞ্চাইজিদের অকশন পার্স’ও। ২০১৭ সালের মেগা অকশনে মোট ৮০ কোটি টাকার মধ্যে দল গড়তে হত। ২০২২-এর মেগা অকশনে তা বেড়ে দাঁড়িয়েছিলো ৯০ কোটিতে। আর ২০২৫-এর আগে বিসিসিআই-এর তরফ থেকে ১২০ কোটি টাকা বাজেট বেঁধে দেওয়া হয়েছে। নিলামে দল পাওয়ার পর আচমকাই সরে দাঁড়ালে ২ বছর নির্বাসিত হবেন কোনো ক্রিকেটার। প্রথমবারের জন্য ম্যাচ ফি’র ব্যবস্থা চালু হচ্ছে আইপিএলে (IPL)। ম্যাচ প্রতি অতিরিক্ত ৭.৫ লক্ষ টাকা পাবেন ক্রিকেটাররা।

এক নজরে সম্পূর্ণ রিটেনশন নিয়ম-

তিন ফ্র্যাঞ্চাইজির আবেদন মানলো না বোর্ড-

Shah Rukh Khan | IPL | Image: Getty Images
Shah Rukh Khan | Image: Getty Images

৩১ জুলাই মুম্বইতে বিসিসিআই-এর সদর দপ্তরে যে বৈঠক হয়েছিলো সেখানে রিলিজ ও রিটেনশন সংক্রান্ত ব্যপারে সবচেয়ে বেশী সরব ছিলো কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি। নাইটদের তরফে শাহরুখ খান, সানরাইজার্সের কাব্য মারান যোগ দিয়েছিলেন বৈঠকে। প্যারিস থেকে ভিডিও কলের মাধ্যমে যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্স মালিক আম্বানিরা। বিসিসিআই-কে কাব্য মারান (Kavya Maran) জানান যে, “সঠিক দলগঠন করতে প্রচুর সময় লাগে।” এই বক্তব্যের সমর্থন আসে নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকেও। যত বেশী সম্ভব খেলোয়াড়কে ধরে রাখার জন্য আর্জি জানানো হয়েছিলো তিন ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই। সূত্রের খবর অন্তত ৭ থেকে ৯টি রিটেনশন স্লটের দাবী জানিয়েছিলো তারা। শেষমেশ অবশ্য এই আবেদনে সাড়া দেয় নি বিসিসিআই। ৫টি রিটেনশন ও ১টি আরটিএম স্লটের সিদ্ধান্তেই পড়েছে সিলমোহর।

Also Read: IPL 2025: অর্থের বৃষ্টি আইপিএলে, ফ্র্যাঞ্চাইজিদের বিপুল ধনরাশি খরচের ছাড়পত্র দিলো BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *