IPL 2025: আগামী ২৩ তারিখ আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুমে অভিযান শুরু করতে চলেছে রাজস্থান রয়্যালস (RR)। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। ২০০৮ সালে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম মরসুমে ট্রফির স্বাদ পেয়েছিলো রয়্যালস শিবির। এরপর ২০২২ সালে ফাইনাল খেলেছে তারা। বেশ কয়েকবার পৌঁছেছে প্লে-অফেও। কিন্তু খেতাব রয়ে গিয়েছে অধরাই। সেই আক্ষেপ মেটানোর লক্ষ্য নিয়েই এবার মাঠে নামতে মরিয়া সঞ্জু স্যামসনরা। বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় পায়ে চোট পেয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। প্লাস্টার নিয়েই তিনি হাজির জয়পুরের অনুশীলন শিবিরে। উপস্থিত রয়েছেন রিয়ান পরাগ, শিমরণ হেটমায়ারের মত তারকারাও। অ্যাওয়ে ম্যাচ খেলতে দিনকয়েকের মধ্যেই হায়দ্রাবাদ উড়ে যাওয়ার কথা ছিলো রাজস্থানের (RR)। কিন্তু তার আগে হঠাৎই দেখা গেলো বিপত্তি। হাসপাতালে ভর্তি করতে হলো জোফ্রা আর্চারকে(Jofra Archer)।
Read More: IPL 2025: লখনউয়ের সংঙ্গে ভেস্তে যাচ্ছে কলকাতার ম্যাচ, হতাশার ছায়া ভক্তদের কপালে !!
হাসপাতালে জোফ্রা, চিন্তায় রাজস্থান-

২০১৮ সালে রাজস্থান রয়্যালসের হয়েই আইপিএল (IPL) অভিষেক হয়েছিলো জোফ্রা আর্চারের (Jofra Archer)। তিন মরসুম গোলাপি-নীল জার্সি গায়ে চাপিয়েছিলেন ক্যারিবিয়ানজাত ইংল্যান্ড পেসার। এরপর ২০২২-এর ডিসেম্বরে আয়োজিত মিনি নিলামে তিনি যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্সে। রাজস্থানের হয়ে যে পারফর্ম্যান্স তিনি দিয়েছিলেন তার ছিটেফোঁটাও দেখা যায় নি মুম্বই জার্সিতে। ২০২৩-এ মাত্র ৫টি ম্যাচ খেলার পরেই চোট পেয়ে ছিটকে যান তিনি। এরপর আর মাঠে ফিরতে পারেন নি। অষ্টাদশতম মরসুমে আবার রাজস্থানের (RR) জার্সিতে কামব্যাক করার কথা ছিলো আর্চারের (Jofra Archer)। গত বছরের নভেম্বরে সৌদি আরবের জেড্ডায় আয়োজিত মেগা নিলামে নিজেদের পুরনো তারকাকে ১২.৫ কোটি টাকার বিনিময়ে ফেরানোর সিদ্ধান্ত নেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid), কুমার সাঙ্গাকারারা।
আর্চারের (Jofra Archer) প্রত্যাবর্তনে খুশি হয়েছিলেন সমর্থকেরা। কিন্তু মরসুম শুরুর আগেই তাঁকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। মরসুম শুরুর আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থার দিকে তাকিয়ে দ্রুত তাঁকে জয়পুরের জওহর সার্কল অঞ্চলের একটি বেসরকারী হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে হাত ও পায়ের যন্ত্রণায় ভুগছিলেন আর্চার। রক্ত পরীক্ষায় ধরা পড়েছে যে ভাইরাল ইনফেকশনের শিকার হয়েছেন তিনি। ওষুধপত্র দেওয়ার পর যদিও ছেড়ে দেওয়া হয়েছে ডান হাতি পেসারকে। চিকিৎসকেরা তাঁকে আপাতত বিশ্রাম নেওয়ার উপদেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। ২৩ তারিখ প্রথম ম্যাচে তিনি আদৌ মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। যদি না খেলতে পারেন তাহলে কোয়েনা মাপাখা বা ফজলহক ফারুখি হতে পারেন বিকল্প।
জোফ্রা আর্চারের IPL পরিসংখ্যান-

প্রথম মরসুমেই ঝড় তুলেছিলেন জোফ্রা আর্চার (Jofra Archer)। ১০ ম্যাচ খেলে রাজস্থান রয়্যালসের (RR) হয়ে নেন ১৫ উইকেট। ২০১৯ সালের আইপিএলে ১১ উইকেট নেন তিনি। ২০২০ সালে ১৪ ম্যাচে ২০ উইকেট নেওয়ার পাশাপাশি ১১৩ রানও এসেছিলো তাঁর ব্যাটে। রাজস্থান ট্রফি না জিতলেও প্রতিযোগিতার মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের পুরষ্কার পেয়েছিলেন আর্চার। এরপর চোট-আঘাত ও অন্যান্য কারণে ভারতের টি-২০ লীগে কার্যত অনিয়মিতই হয়ে পড়েণ তিনি। ২০২৩-এ মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে মাত্র ৫টি ম্যাচই খেলতে পেরেছিলেন। মরসুমের মাঝপথেই কনুইয়ের চোটের কারণে দেশে ফিরে যেতে হয়েছিলো তাঁকে। আর্চারের বদলে ক্রিস জর্ডানকে সই করায় মুম্বই। ২০২৪ সালেও আইপিএল খেলেন নি তিনি। পুরনো দলের জার্সিতে এবার আইপিএলে (IPL) কেমন পারফর্ম করেন সেদিকেই তাকিয়ে স্কলে।সকলে।