আইপিএলের সেরা একাদশ প্রকাশ্যে, তালিকায় নেই রোহিত-হার্দিকের নাম !! 1

IPL 2025: আইপিএল বর্তমানে বিশ্ব ক্রিকেটকে নতুন দিশা দেখিয়েছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে একাধিক ক্রিকেটার পরবর্তী সময় কিংবদন্তি হয়ে উঠেছেন। বর্তমানে বিশ্বের প্রতিটি তরুণ ক্রিকেটার আইপিএলে খেলার স্বপ্ন দেখে থাকেন। চলতি টুর্নামেন্টেও আমরা একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের অভিজ্ঞ তারকাদের সঙ্গে দুরন্ত পারফর্মেন্স করে আলোচনায় উঠে আসতে দেখছি। এর মধ্যেই এবার বিশ্বের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলের সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন অ্যাডম গিলক্রিস্ট (Adam Gilchrist) এবং শন পোলক (Shaun Polllock)।

Read More: চলতি আইপিএলে কলকাতার শেষ ম্যাচেই অবসর নেবেন আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তীর মন্তব্যে চাঞ্চল্য !!

ওপেনার হিসেবে নেই রোহিত-

আইপিএলের সেরা একাদশ প্রকাশ্যে, তালিকায় নেই রোহিত-হার্দিকের নাম !! 2
Virat Kohli and Chris Gayle | Images: Getty Images

ক্রিকবাজে প্রকাশিত একটি ভিডিওতে দুই কিংবদন্তি ক্রিকেটার অ্যাডম গিলক্রিস্ট (Adam Gilchrist) এবং শন পোলক (Shaun Polllock) আইপিএলের ইতিহাসের সেরা একাদশ বেছে নিয়েছেন। এই দুই তারকা প্রথমেই ওপেনার হিসেবে দুই বিদেশি ব্যাটসম্যান ক্রিস গেল (Chris Gayle) এবং এবি ডিভিলিয়ার্সকে (AB de Villiers) বেছে নেন। গিলক্রিস্ট বলেন, “বাঁহাতি বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেল বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক শতরান করেছেন। তাই আমি এই ক্যারিবিয়ান তারকাকে বেছে নেবো।” অন্যদিকে শন পোলক বলেন,“এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং আমার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। তিনি টি-টোয়েন্টি ফরম্যাটকে নতুন পর্যায়ে নিয়ে গেছেন। তাই তাকে উপরের দিকে রাখা উচিত। আমি বিশ্বাস‌ই করতে পারছি না ডিভিলিয়ার্স ট্রফি জিততে পারেননি।” তবে পরে তারা ক্রিস গেলের সঙ্গে ওপেনার হিসেবে বিরাট কোহলিকে (Virat Kohli) বেছে নেন। কোহলি বর্তমানে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী। তবে উল্লেখ্যযোগ্য বিষয় হলো আইপিএলে অন্যতম সফল অধিনায়ক ও ব্যাটসম্যান রোহিত শর্মা (Rohit Sharma) এই তালিকায় জায়গা পাননি। অন্যদিকে ব্যাটিং অর্ডারের তৃতীয় স্থানে সুরেশ রায়না (Suresh Raina), চতুর্থ স্থানে এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) এবং পঞ্চম স্থানে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) রাখা হয়েছে।

সেরা আইপিএল অধিনায়ক ধোনি-

আইপিএলের সেরা একাদশ প্রকাশ্যে, তালিকায় নেই রোহিত-হার্দিকের নাম !! 3
MS Dhoni | Images: Getty Images

অ্যাডম গিলক্রিস্ট (Adam Gilchrist) এবং শন পোলক (Shaun Polllock) আইপিএলের সর্বকালের সেরা একাদশের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) বেছে নিয়েছেন। এই কিংবদন্তি ক্রিকেটার বিশ্বের অন্যতম সফল অধিনায়ক। তার নেতৃত্বেই চেন্নাই সুপার কিংস ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে দুই বিদেশি বোলার হিসেবে গিলক্রিস্ট এবং শন পোলক লাসিথ মালিঙ্গা (Lasith Malinga) এবং সুনীল নারিনকে (Sunil Narine) বেছে নিয়েছেন। শন পোলক বলেন, “আমার মনে হয় বোলার হিসেবে লাসিথ মালিঙ্গা বিশ্বের অন্যতম সেরা। পরিসংখ্যান, ইকোনমি রেট থেকে শুরু করে এই শ্রীলঙ্কান পেসার অনেকটাই এগিয়ে আছেন।তাই আমি লাসিথ মালিঙ্গাকে বেছে নেবো। অন্যদিকে স্পিনার হিসাবে সুনীল নারিন এবং রশিদ খান এগিয়ে আছেন। তবে নারিন ‘মোস্ট ভ্যালুয়েবেল ক্রিকেটার’ হ‌ওয়ার সঙ্গে সঙ্গে অনেকবার ট্রফি জয় করেছন। ফলে তিনি সর্বকালের সেরার তালিকায় থাকবেন।” অন্যদিকে বোলিং বিভাগে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) বেছে নিয়েছেন তারা। তবে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) জায়গা পাননি।

অ্যাডম গিলক্রিস্ট এবং শন পোলকের বাছাই করা সর্বকালের সেরা আইপিএল একাদশ-

ক্রিস গেল, বিরাট কোহলি, সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্স, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার, ব্যাটসম্যান), রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ, সুনীল নারিন, যুজবেন্দ্র চাহাল

Read Also: IPL 2025: বৃষ্টিতে কপাল পুড়লো দিল্লির, লক্ষ্মীলাভ কলকাতার সহজে প্লে অফে করবে কোয়ালিফাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *