ipl-gavaskar-wants-no-dj-cheerleaders

IPL 2025: গত ৮ তারিখ ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে মাঝপথে বন্ধ করতে হয়েছিলো পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালস (PBKS vs DC) ম্যাচ। ধর্মশালায় বাতিস্তম্ভের আলো নিভিয়ে কয়েক মিনিটের মধ্যে খালি করা হয়েছিলো গোটা স্টেডিয়াম। পরিস্থিতি খতিয়ে দেখে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিলো সম্পূর্ণ আইপিএল (IPL)। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে দেখা গিয়েছিলো অনিশ্চয়তা। শেষমেশ ভারত ও পাকিস্তান দুই পক্ষই সংঘর্ষবিরতি ঘোষণা করায় স্বস্তি ফিরেছে ক্রিকেটমহলের অন্দরে। আগামী ১৭ তারিখ অর্থাৎ শনিবার থেকে ফের টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ২৫ মে’র বদলে ৩ জুন হবে ফাইনাল।  লীগ পর্বের বাকি ম্যাচগুলির জন্য ছয়টি ভেন্যু বেছে নেওয়া হয়েছে। নক-আউট ম্যাচগুলি কোথায় হবে তা জানানো হয় নি এখনও।

Read More: টেস্ট দলের নতুন অধিনায়ক বেছে নিলো বোর্ড, দায়িত্বে নয়া সহ-অধিনায়ক’ও !!

বিসিসিআই-কাছে বিশেষ আবেদন গাওস্করের-

Sunil Gavaskar | Image: Getty Images
Sunil Gavaskar | Image: Getty Images

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহলগাঁও’র বৈসরণ উপত্যকায় নিরীহ সমর্থকদের উপর বর্বরোচিত আক্রমণ চালিয়েছিলো পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রত্যাঘাত করে ভারত। পহলগাঁও’র ঘটনার ঠিক দুই সপ্তাহ পর মিসাইল হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। নিহত হয় বহু সন্ত্রাসবাদী। এরপর ভারত আক্রমণের চেষ্টা করে পাক সেনাবাহিনী। তাদের ড্রোন ও মিসাইল হামলা রুখতে ব্যবহার করা হয় এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। ক্ষেপনাস্ত্র হামলা রুখে দেওয়া গেলেও সীমান্ত তীরবর্তী পুঞ্চ, রাজৌরি, উরি’র মত অঞ্চলে পাকিস্তানের নিয়মিত গোলাগুলির ফলে অন্তত ১৬ জন সাধারণ ভারতবাসী নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন সেনা জওয়ান’ও। তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্যস্বরূপ বিশেষ ব্যবস্থা নিক বোর্ড, চান সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।

আইপিএল (IPL) মানেই ক্রিকেট ও বিনোদনের সুস্বাদু ককটেল। কিন্তু ভারত-পাক সংঘর্ষের পর বিনোদনের মোড়ক খুলে রেখে আপাতত শুধুই ক্রিকেটে ফোকাস করুক বিসিসিআই, চাইছেন সুনীল গাওস্কর। সংবাদমাধ্যম স্পোর্টস তক্‌’কে দেওয়া একটি সাক্ষাৎকারে ‘লিটল মাস্টার’ বলেছেন, “যা ঘটেছে তাতে বহু পরিবার তাদের নিকটাত্মীয়কে হারিয়েছেন। এমতাবস্থায় আমি সত্যিই আশা করবো যে কোনো গান বাজবে না। ওভারের মাঝে ডিজেরা চেঁচিয়ে উঠবে না। খেলা আয়োজন করা হোক। মানুষজন মাঠে আসুক কিন্তু শুধু ক্রিকেটই যেন হয়-কোনো নৃত্যরতা তরুণী (চিয়ারলিডার্স) যেন না দেখা যায়। শোকসন্তপ্ত পরিবারগুলোর আবেগকে এভাবেই সম্মান জানানো যেতে পারে।” প্রসঙ্গত, পহলগাঁও ঘটনার ঠিক পরে সানরাইজার্স বনাম মুম্বই (SRH vs MI) ম্যাচেও ডিজে ও চিয়ারলিডারদের দেখা যায় নি মাঠে।

বিদেশীদের পাওয়া নিয়ে থাকছে ধোঁয়াশা-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

১৭ তারিখ ফের শুরু হচ্ছে আইপিএল (IPL)। কিন্তু বিদেশী তারকারা মাঠে ফিরবেন কিনা তা নিয়ে রয়েই গিয়েছে ধোঁয়াশা। টুর্নামেন্ট স্থগিত হওয়ার সময় দেশে ফিরেছেন সব ফ্র্যাঞ্চাইজির বিদেশী তারকা ও সাপোর্ট স্টাফেরা। তাঁদের মধ্যে অনেকেই এই মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে ভারতে ফিরতে চাইছেন না। এই তালিকায় রয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্র্যাভিস হেডের মত অস্ট্রেলীয় ক্রিকেটাররা। সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আইপিএল (IPL) থেকে অব্যাহত নিয়ে সেই মহারণে ফোকাস করতে চান তাঁরা। ক্রিকেট অস্ট্রেলিয়াও খেলোয়াড়দের পাশে থাকার বার্তা দিয়েছেন। একই পদক্ষেপ দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়ামক সংস্থারও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে প্রোটিয়ারাও। “২৬ তারিখের মধ্যে ক্রিকেটারদের চাই…” জানিয়েছেন প্রোটিয়াদের ডায়রেক্টর অফ ন্যাশনাল হাই পারফর্ম্যান্স এনখ নাকিয়ে।

Also Read: IPL 2025: মিচেল স্টার্কের বদলি ক্রিকেটার খুঁজে পেলো দিল্লি, এই কিংবদন্তি বাকি মরসুম জুড়ে করবেন তান্ডব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *