ipl-gambhir-will-drive-russell-out-from-kkr

IPL 2024: গত রবিবার শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপ। ক্রিকেটদুনিয়ার নজর এখন রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) দিকে। সপ্তদশ মরসুমের ‘মিনি’ নিলামের আসর বসতে চলেছে আগামী ১৯ ডিসেম্বর। গতবার এই নিলাম আয়োজিত হয়েছিলো কেরলের কোচি শহরে। এবার দেশের বাইরে বসতে চলেছে নিলামের আসর। সংবাদমাধ্যম সূত্রে শোনা যাচ্ছে যে দুবাইতে দশ ফ্র্যাঞ্চাইজি সম্মুখসমরে নামতে চলেছে নিলামযুদ্ধের ময়দানে। গত মরসুমে দলগঠনে বেশ কিছু ত্রুটি থেকে গিয়েছিলো কলকাতা নাইট রাইডার্সের (KKR)। মাঠের পারফর্ম্যান্সেই পরিষ্কার হয়ে গিয়েছিলো তা। এবার আর কোনো ভুলচুক চায় না তারা। ২০১৪-এর পর ট্রফিহীন নাইটবাহিনী। ধারাবাহিক ব্যর্থতার চিত্রনাট্যে বদল আনতে মরিয়া শাহরুখ খান (Shah Rukh Khan), বেঙ্কি মাইশোর’রা। তাই দলকে নতুন করে সাজিয়ে তুলতে উঠেপড়ে লেগেছেন তাঁরা।

নিলাম শুরুর আগেই বড় চমক দিয়েছে বেগুনি-সোনালী শিবির। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস শিবির থেকে ছিনিয়ে নিয়ে মেন্টর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। ২০১১ সাল থেকে ২০১৭ অবধি নাইট জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন গম্ভীর। দলকে চেনেন হাতের তালুর মত। ২০১২ এবং ২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বে ট্রফিও জিতেছে কলকাতা। ক্রিকেটার হিসেবে যেমন সাফল্য এনেছিলেন, তেমন মেন্টর হিসেবেও সাফল্যের ভগীরথ হবেন তিনি, আশায় কলকাতা ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে যতদিন কলকাতা দলের সাথে যুক্ত ছিলেন গম্ভীর, ততদিন নতুন মুখদের বরাবর সুযোগ দিয়ে এসেছেন গম্ভীর (Gautam Gambhir)। সূর্যকুমার যাদব, মনবিন্দর বিসলা, সুনীল নারাইন থেকে ইকবাল আবদুল্লাহ, গম্ভীরের সময়েই ম্যাচ উইনার হয়ে উঠেছেন তাঁরা। এবার মেন্টর হয়েও একই পথে হাঁটবেন তিনি। নতুন প্রতিভাদের জায়গা দিতে আন্দ্রে রাসেলের মত পরিচিত মুখকে ছেঁটে ফেলতেও দ্বিধা করবেন না তিনি।

Read More: BREAKING NEWS: লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ছাড়লেন গৌতম গম্ভীর, ইডেন অপেক্ষায় ‘ঘর ওয়াপসি’র !!

গম্ভীর জমানায় ছাঁটাই হতে পারেন রাসেল-

Andre Russell | IPL 2024 | Image: Getty Images
Andre Russell | Image: Getty Images

২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে যোগ দিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। এরপর দশ মরসুম তিনি কাটিয়েছেন বেগুনি-সোনালী জার্সিতে। হয়ে উঠেছেন কলকাতার ‘ঘরের ছেলে।’ প্রথম মরসুমে মাত্র ২ ম্যাচ খেলেছিলেন। ২ রান এবং ১টি উইকেট পান। তবে সেই বছর ট্রফি জিতেছিলো নাইট রাইডার্স (KKR)। তারপরে আর IPL খেতাব না জিতলেও নাইট শিবিরের অন্যতম ধারাবাহিক পারফর্মার থেকেছেন তিনি। ২০১৫ থেকে প্রথম একাদশের নিয়মিত সদস্য হয়ে ওঠেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

২০১৯ সালে ব্যাট হাতে ৫১০ রান করেছিলেন তিনি। মরসুমে ৫২ ছক্কা হাঁকিয়ে সর্বোচ্চ ছক্কার পুরষ্কারও পেয়েছিলেন। বল হাতে নেন ১১ উইকেট। কলকাতা, লীগ তালিকায় শেষ করে পঞ্চম স্থানে। দলগত সাফল্য না এলেও রাসেলের ক্রিকেট মুগ্ধ করেছিলো দর্শকদের।বেগুনি-সোনালী জার্সি গায়ে বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও রাসেলের (Andre Russell) পারফর্ম্যান্সের গ্রাফ কিন্তু ২০২০ থেকেই নিম্নমুখী। ত্রয়োদশ আইপিএলে (IPL) ১০ ম্যাচে তিনি করেন মাত্র ১১৭ রান। এরপর ২০২১ সালে’ও ২০০ রানের গন্ডি পেরোতে পারেন নি। ২০২২ মরসুমে ৩৩৫ রান করে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। ফলত ষোড়শ মরসুমে তাঁকে রিটেন’ও করেছিলো কলকাতা।

তবে ফের একবার অফ ফর্মের শিকার হয়েছেন তিনি। ১৪ ম্যাচ করেন মাত্র ২২৭। বল হাতে পান ৭টি মাত্র উইকেট। বেশ কয়েকটি ম্যাচে রিঙ্কু সিং (Rinku Singh) বা নীতিশ রানা’র সঙ্গে রাসেল (Andre Russell) জুটি গড়তে ব্যর্থ হওয়ায় সাফল্য হাতছাড়া হয় নাইটদের। বর্তমানে ৩৫ বছর বয়স হয়েছে রাসেলের। নাইট কর্তৃপক্ষ মনে করছে যে নিজের সেরা সময়টা পেরিয়েই এসেছেন তিনি। গম্ভীরের নেতৃত্বাধীন কলকাতা (KKR) শিবির নিলামের আগে তাঁকে ছেড়ে দিতে পারে। কোনো তরুণ অলরাউন্ডার’কে নিলামে নিশানা করতে পারে কলকাতা। বর্তমানে রাসেলের বেতন ১২ কোটি টাকা। ক্যারিবিয়ান তারকাকে ছেড়ে দিয়ে সেই অর্থে ‘অকশন পার্স’ মজবুত করতে পারবে নাইট শিবির। নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র (Rachin Ravindra) বা আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাইয়ের পিছনে বড় অর্থ বিনিয়োগ করতে পারেন গম্ভীর অ্যান্ড কোং।

Also Read: IPL 2024: মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন গৌতম গম্ভীর, ট্রফি জিততে নাইটদের দুর্দান্ত চাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *