ipl-fans-watch-rr-vs-gt-from-balloon

IPL 2024: জয়পুরের সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও গুজরাত টাইটান্স। আইপিএলে (IPL) এখনও অবধি চার ম্যাচ খেলে চারটিতেই জিতেছে রাজস্থান। আজ জিততে পারলে তারা পৌঁছে যাবে দশ পয়েন্ট। প্লে-অফ চলে আসবে খুব কাছে। তাই বাড়তি আগ্রহ রয়েছে সমর্থকদের মধ্যে। দলে দলে মাঠ ভরিয়েছেন তাঁরা। অন্য দিকে গত মরসুমের রানার্স-আপ গুজরাতের হালত বিশেষ ভালো নয় চলতি মরসুমে। ইতিমধ্যেই পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে তারা। ঝুলিতে জয়ের সংখ্যা মাত্র দুই। শেষ দুটি ম্যাচে তারা হেরেছে যথাক্রমে পাঞ্জাব ও লক্ষ্ণৌর কাছে। আজ ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় তারা।

Read More: IPL 2024: সঙ্কটের মুহূর্তে আবারও কোহলির শরণাপন্ন বেঙ্গালুরু, ফিরতে চলেছেন নেতৃত্বের মসনদে !!

গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে সামাজিক সচেতনার বার্তা দিতে চেয়েছিলো রাজস্থান রয়্যালস। মহিলাদের সম্মানে বিশেষ গোপালি জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন সঞ্জু স্যামসনরা। সৌরবিদ্যুৎ-এর ব্যবহার বিষয়েও জনসচেতনা গড়ে তোলার প্রচেষ্টা করা হয়। আজকের ম্যাচেও চমক দিলো রাজস্থান। গ্যালারিতে দর্শকদের ম্যাচ উপভোগ করতে তো প্রায়শই দেখা যায়। অধিক মূল্য চোকালে ভিআইপি বক্সের আরাম উপভোগ করতে করতেও খেলা দেখতে পারেন অনেকে। কিন্তু আজ আকাশে ভাসমান অবস্থায় টি-২০ ক্রিকেট উপভোগ করার সুযোগ রাজস্থান রয়্যালস করে দিলো নিজেদের সমর্থকদের। ম্যাচ চলাকালীন সকলের নজর কেড়ে নেয় একটি ভাসমান বেলুন।

গোলাপি রঙের বেলুনে রাজস্থান রয়্যালসের লোগো আঁকা ছিলো। বেশ কয়েকজন ভাগ্যবান দর্শককে নিয়ে আকাশে উড়লো তা। সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে আজ তৈরি হলো ইতিহাস। এই প্রথম সম্ভবত গ্যালারির পাশাপাশি বেলুনে ভেসে ম্যাচ দেখার ব্যবস্থা করা হলো আইপিএলের সতেরো বছরের ইতিহাসে। আজ প্রথমে ব্যাটিং করে হোম টিম। শুরুতে জোড়া উইকেট হারালেও পরে সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগের জোড়া অর্ধশতকের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রান স্কোরবোর্ডে যোগ করতে পারে তারা। রান তাড়া করতে নেমে সাই সুদর্শন ও শুভমান গিলের জুটি প্রথমে জমাট দেখালেও কুলদীপ সেনের দাপুটে স্পেলে চালকের আসনে ফেরে রাজস্থানই।

দেখুন বেলুনে ভাসমান দর্শকদের-

Also Read:IPL 2024: “এইজন্যই ওরা কখনও ট্রফি জেতে না…” RCB-কে তুলোধোনা অম্বাতি রায়ুডু’র, সায় দিলেন সিধু’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *