ipl-fans-react-to-kkr-getting-starc

IPL 2024: দুবাইয়ের মাটিতে আজ বসেছে আইপিএলের (IPL) সপ্তদশ মরসুমের মিনি নিলাম। ট্রফি জয়ের লক্ষ্যে মরিয়া দশ দলের মধ্যেই স্কোয়াডের ফাঁকফোকর বুজিয়ে ফেলা নিয়ে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বীতা। অর্থের বন্যা বইতে দেখা গিয়েছে নিলামের শুরু থেকেই। শুরুতেই রোভম্যান পাওয়েলের জন্য লম্বা সময় যুদ্ধ চলেছিলো কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে। শেষমেশ ৭ কোটিতে রাজস্থানে গিয়েছেন রোভম্যান। কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলকে নিয়েও চললো দড়ি টানাটানি। ১৪ কোটিতে তাঁকে দলে সামিল করতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে। ৬ কোটি ৮০ লাখে হায়দ্রাবাদে যান ট্র্যাভিস হেড। নিলামের প্রথম পর্বে সাড়া ফেলে দিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স। হাড্ডাহাড্ডি দ্বৈরথে বেঙ্গালুরুকে পিছনে ফেলে তাঁকে সই করায় সানরাইজার্স।

Read More: IPL Auction 2024: নিলামের মঞ্চে বইছে টাকার বন্যা, ইতিহাস গড়ে মিচেল স্টার্কের জন্য খরচ হল ২৪.৭৫ কোটি টাকা !!

গত নিলামে ১৮.৫০ কোটির রেকর্ড গড়েছিলেন স্যাম কারান। কামিন্সের জন্য সেই রেকর্ড ভাঙে নিমেষেই। প্রথম ক্রিকেটার হিসেবে ২০ কোটির গণ্ডী টপকান কামিন্স। ২০.৭৫ কোটিতে তাঁকে দলে নেয় সানরাইজার্স। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটারের মুকুট অবশ্য বেশীক্ষণ টিকলো না কামিন্সের মাথায়। তাঁকে পিছনে ফেললেন তাঁরই জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ক। ২০১৫-র পর ২০২৪-এ ফের আইপিএল খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন স্টার্ক। বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি টাকা। শুরুতে তাঁকে নেওয়ার আগ্রহ দেখায় দিল্লী ও মুম্বই। ৯ কোটি ৬০ লাখ অবধি দ্বৈরথ চলে তাদের। এরপর আসরে নামে কলকাতা। ২০২২-এর চ্যাম্পিয়ন গুজরাত’ও পিছিয়ে থাকে নি। যুদ্ধে সামিল হয় তারাও।

ঝড়ের গতিতে দাম বাড়তে থাকে স্টার্কের। ১০-১৫ ছাড়িয়ে ২০ কোটি’ও ছুঁয়ে ফেলে অর্থের অঙ্ক। তবুও থামার কথা ভাবে নি কলকাতা ও গুজরাত। নিলামকক্ষের দর্শকদের হতবাক করে দিয়ে শেষমেশ ২৪ কোটি ৭৫ লাখে স্টার্ককে দলে নিতে সক্ষম হয় কলকাতাই। বিশাল অঙ্কে নাইট রাইডার্সের, স্টার্ককে দলে সামিল করা নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায়। ‘টাকা তো নয়, যেন খোলামকুচি’ মন্তব্য এক নেটিজেনের। ‘এত দাম নিয়ে দলে তো নিয়েছে, এবার পারফর্ম করলে হয়’ আশঙ্কা প্রকাশ করেছেন এক নেট্মাধ্যম ব্যবহারকারী। ‘স্টার্ক’কে সারা জীবন আর অর্থের চিন্তা করতে হবে না’ মস্করা এক নেটিজেনের। স্টার্কের পরিসংখ্যান তুলে ধরে এক নেটিজেন অবশ্য লিখেছেন, ‘টি-২০তে মোটেই আহামরি নয় অজি পেসার, এত অর্থ পাওয়ার কোনো কারণই নেই।’

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IPL 2024: আইপিএল নিলামের ধুন্ধুমার যুদ্ধ অব্যাহত, পাঞ্জাবে ওকস, ১০ কোটির গণ্ডী টপকে গেলেন আলঝারি জোসেফ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *