ipl-fans-on-riyan-fan-pitch-invasion

IPL 2025: হায়দ্রাবাদের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে হেরেছিলো রাজস্থান রয়্যালস। পরিস্থিতি বদলালো না দ্বিতীয় ম্যাচেও। হোমগ্রাউন্ড গুয়াহাটিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়লো তারা। টসে জিতে গতকাল প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট (KKR) অধিনায়ক অজিঙ্কা রাহানে। কলকাতার নিয়ন্ত্রিত বোলিং-এ বিশেষ সুবিধা করতে পারেন নি রাজস্থানের (RR) ব্যাটাররা। দু’টি করে উইকেট নেন মঈন আলি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রাণা, বৈভব আরোরারা। ১টি সাফল্য পান স্পেন্সার জনসন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১’ই তুলতে পেরেছিলো রয়্যালস শিবির। রান তাড়া করতে নেমে মঈন ও রাহানেকে দ্রুত খুইয়েছিলো নাইট বাহিনী। কিন্তু ক্যুইন্টন ডি ককের অপরাজিত ৯৭ রানের ইনিংসের সৌজন্যে ১৫ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় গতবারের চ্যাম্পিয়নরা।

Read More: IPL 2025: কলকাতার বিরুদ্ধে রিয়ান পরাগ হয়ে উঠলেন ‘বিরাট’, নিরাপত্তা ভেঙে পা ছুঁলেন এক ভক্ত !!

আঙুলের চোট সারিয়ে সদ্য মাঠে ফিরেছেন সঞ্জু স্যামসন। এখনও তাঁকে উইকেটকিপিং-এর ছাড়পত্র দেয় নি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি। ফলে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে তাঁকে খেলাচ্ছে রাজস্থান রয়্যালস। নামছেন ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে। তাঁর বদলে প্রথম তিনটি ম্যাচে নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রিয়ান পরাগ (Riyan Parag)। অসমের তরুণ অধিনায়ক হিসেবে পরপর দু’টি ম্যাচ হেরেছেন ঠিকই, কিন্তু অনুরাগীরা যে তাঁর পাশে রয়েছেন তা স্পষ্ট হয়েছে গতকাল। ম্যাচের একদম শেষ পর্বে পছন্দের ক্রিকেট তারকার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মাঠেই ঢুকে পড়েন এক ভক্ত। রিয়ানের পা ছুঁয়ে প্রণাম’ও করে সে। অনুরাগীকে বুকে জড়িয়ে ধরেন রিয়ান পরাগ। চলতি আইপিএলে (IPL) এই নিয়ে দ্বিতীয়বার ঘটলো এহেন ঘটনা। ইডেনে এভাবেই ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েছিলো বর্ধমানের এক কিশোর। বিরাট কোহলিকে প্রণাম করে সে।

সাম্প্রতিক কালে অসম ক্রিকেটের সবচেয়ে পরিচিত মুখ নিঃসন্দেহে রিয়ান পরাগ (Riyan Parag)। তাঁকে নিয়ে গুয়াহাটির ক্রিকেটজনতার আবেগ থাকা অস্বাভাবিক কিছু নয়,মত নেটিজেনদের। কিন্তু উঠতি ক্রিকেটারের সাথে সাক্ষাতের জন্য নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মাঠে ঢুকে পড়বেন কেউ, তেমনটা মানতে রাজী নন অনেকেই। ‘প্রচারের কৌশল এটা, আর কিছু নয়,’ সন্দেহ প্রকাশ করেছেন এক নেটনাগরিক। ‘কোথায় কোহলি আর কোথায় রিয়ান পরাগ!’ লিখেছেন অন্য একজন। ‘রোজ যদি এভাবে মাঠে দর্শকেরা ঢুকে পড়েন তাহলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিঃসন্দেহে প্রশ্ন উঠে যাবে,’ আশঙ্কা ব্যক্ত করেছেন আরও একজন। মাসখানেক আগে ভাইরাল হয়েছিলো রিয়ানের ইউটিউব সার্চ হিস্ট্রি। বলিউড নায়িকা অনন্যা পাণ্ডে ও সারা আলি খানের ‘হট’ ছবির খোঁজ চালিয়েছেন তিনি, ফাঁস হয়েছিলো তা। ‘অর ফ্যান ফলোয়িং দেখে অনন্যা-সারা’ও এখন চমকে যাবে,’ পুরনো প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছেন একজন।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: “সুযোগ পেয়ে ভালো লাগছে…” নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়ে তৃপ্ত ডি কক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *