ipl-fans-laud-dhoni-despite-dc-win

IPL 2024: আজ বিশাখাপত্তনমের মাঠে মুখোমুখি হয়েছিলো দিল্লী ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। এর আগে আইপিএলে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছিলো দিল্লী। পক্ষান্তরে বেঙ্গালুরু ও গুজরাতকে হারিয়ে দারুণ ছন্দে ছিলো চেন্নাই। জয়ের হ্যাট্রিক করে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে জায়গা করে নেওয়াই লক্ষ্য ছিলো তাদের। কিন্তু নিজেদের ‘হোম’ গ্রাউন্ডে আজ শেষ হাসি ঋষভ পন্থদেরই। পাঞ্জাব ও রাজস্থানের বিরুদ্ধে তীরে সে তরী ডোবার পর অবশেষে দুই পয়েন্টের সন্ধান পেলো তারা। দিল্লীর তোলা ১৯১ রানের জবাবে চেন্নাইয়ের ইনিংস থেমে গেলো ১৭১ রানে। ২০ রানের ব্যবধানে জয় ক্যাপিটালস শিবিরের।

দিল্লী ক্যাপিটালসের হয়ে আজ ওপেন করতে নেমে ঝড় তোলেন ওয়ার্নার ও পৃথ্বী শ। প্রতিভাবার পৃথ্বীর পারফর্ম্যান্স মন ভরিয়েছে নেটদুনিয়ার। ‘এভাবেই এগিয়ে যাও’ লিখেছেন এক অনুরাগী। ‘জাতীয় দলেও এবার তোমায় দেখতে চাই’ মন্তব্য আরও একজনের। ট্যুইটারে প্রশংসায় ভেসেছেন ওয়ার্নার’ও। তবে আজ লাইমলাইটের অনেকটাই কেড়ে নিয়ে গিয়েছিলেন ঋষভ পন্থ। সড়ক দুর্ঘটনায় অনিশ্চিত হয়ে পড়েছিলো তাঁর ক্রিকেটজীবন। সেখান থেকে ফিরে এসে যেভাবে আজ অর্ধশতক করলেন, তা মন ছুঁয়ে গিয়েছে সকলের। ‘আসল যোদ্ধা তো একেই বলে’ লিখেছেন অনেকে। আজকের ইনিংসের পর সমাজমাধ্যমে তাঁর নাম হয়েছে ‘মিরাকল ম্যান।’ ৩ উইকেট নিয়ে শুভেচ্ছা কুড়িয়েছেন মাথিশা পথিরানা’ও।

Read More: IPL 2024: ভাইজাকে চেন্নাইকে মাটি ধরিয়ে দিল দিল্লি, ২০ রানে ম্যাচ জিতে ধোনিদের দিল প্রথম হারের স্বাদ !!

ধোনি’র ক্যামিও ঘিরে উচ্ছ্বাস সমাজমাধ্যমে-

MS Dhoni | IPL 2024 | Image: Getty Images
MS Dhoni | IPL 2024 | Image: Getty Images

১৯২ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নামা চেন্নাই ইনিংসের শুরুতেই জোড়া উইকেট খুইয়ে বসেছিলো। অসাধারণ বোলিং করেন খলিল আহমেদ। ‘এতদিনে দিল্লীর বোলিং দিশা খুঁজে পেয়েছে’ লেখেন এক অনুরাগী। এরপর রাহানে-ড্যারিল মিচেলরা প্রতিরোধ গড়ে তুললেও চালকের আসন থেকে সরে নি দিল্লী ক্যাপিটালস। প্রথম দুই ম্যাচের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে আজ জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিলো তারা। ফলও মেলে হাতেনাতে। অল্প সময়ের ব্যবধানে তিন উইকেট তুলে নেন মুকেশ কুমার। শিবম দুবে, সমীর রিজভিরা রান পান নি। আট নম্বরে আজ ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। সকলের প্রিয় ‘থালা’ যখন নামছেন মাঠ তখন ফেটে পড়ে উচ্ছ্বাসে। ১৬ বলে ৩৭*এর ক্যামিও খেলেন বছর ৪২-এর মাহি।

ধোনি’কে ঘিরে মুগ্ধতা কাটছে না নেটজনতার। ‘কেউ দেখে বলবে এই লোকটার বয়স প্রায় ৪২?’ প্রশ্ন করেছেন কেউ কেউ। ‘এখনও ফিনিশার হিসেবে ধোনিই শ্রেষ্ঠ’ মন্তব্য আরও একজনের। ‘সামনেই টি-২০ বিশ্বকাপ, ধোনির উচিৎ জাতীয় দলে ফিরে আসা’ আশায় বুক বাঁধতে দেখা গিয়েছে এক নেটনাগরিককে। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ঝোড়ো ইনিংস খেললেও দলকে অবশ্য জেতাতে পারেন নি ধোনি। তাতে থোড়াই কেয়ার অনুরাগীদের। তাদের টাইমলাইন জুড়ে এখন শুধু একটাই শব্দবন্ধ-‘মাহি মার রাহা হ্যয়।’

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024: “একেবারে ভারসাম্যহীন দল…” KKR-এর বিরুদ্ধে হতশ্রী পারফর্ম্যান্সের জের, বেঙ্গালুরু বোলারদের তুলোধোনা স্টুয়ার্ট ব্রডের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *