IPL 2025: সতেরো বারের চেষ্টাতেও আইপিএল (IPL) ট্রফির স্বাদ পায় নি দিল্লী ফ্র্যাঞ্চাইজি। নাম বদলের পথে হেঁটেছে তারা। ডেয়ারডেভিলস সরিয়ে আনা হয়েছে ক্যাপিটালস (DC)। লাল-কালো জার্সি বদলে গিয়েছে নীল-লাল-এ। কিন্তু তাতেও ভাগ্য ফেরেন নি তাদের। ২০২০ সালে ফাইনাল খেলা ছাড়া কোনো উল্লেখযোগ্য কৃতিত্ব নেই রাজধানীর ফ্র্যাঞ্চাইজির। গত চার বছরে গ্রুপ পর্বের গণ্ডীটুকু পেরোতে পারে নি তারা। ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল আনতে এবার মরিয়া কর্মকর্তারা। রিকি পন্টিং-কে সরিয়ে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হেমাঙ্গ বাদানিকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে ডায়রেক্টর পদে বসেছেন বেণুগোপাল রাও। দলের সাথে যোগ দিয়েছেন নয়া মেন্টর কেভিন পিটারসেন। ঋষভ পন্থের দলত্যাগের পর নয়া অধিনায়ক নির্বাচিত হয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। এবার নতুন সহ-অধিনায়কও বেছে নিলো দিল্লী। দায়িত্ব পেলেন প্রোটিয়া তারকা ফাফ দু প্লেসি।
Read More: অপরাধের যম! আইপিএলের আগেই নতুন রুপে চমকে দিলেন ‘দাদা’ সৌরভ গাঙ্গুলী !!
অক্ষরের ডেপুটি হচ্ছেন দু প্লেসি-

হোলির দিন নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছিলো দিল্লী ক্যাপিটালস (DC)। বাম হাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল পেয়েছিলেন দায়িত্ব। ২০১৯ থেকে ফ্র্যাঞ্চাইজির সদস্য তিনি। গত তিন ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ধারাবাহিক পারফর্ম করেছেন অক্ষর। লোয়ার অর্ডারে ব্যাট হাতে বহু কার্যকরী ইনিংস খেলেছেন। পাওয়ার প্লে ও ডেথ ওভারে বোলিং করার পরেও ৮-এর উপরে যায় নি তাঁর ইকোনমি রেট। তাঁর পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন না থাকলেও অধিনায়কের পূর্ব অভিজ্ঞতা বিশেষ ছিলো না। ২০২৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র একটি ম্যাচে ঋষভ পন্থ নির্বাসিত হওয়ায় বিকল্প অধিনায়ক হিসেবে কেবল দায়িত্ব সামলেছিলেন অক্ষর (Axar Patel_। সেই ম্যাচটিতেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারে দিল্লী। ‘অনভিজ্ঞ’ অক্ষর’কে সহায়তা করার জন্যই তাই ‘অভিজ্ঞতায়’ ভরসা রাখলেন কর্মকর্তারা। সহ-অধিনায়ক বেছে নেওয়া হলো ফাফ দু প্লেসিকে (Faf du Plessis)।
টি-২০’র দুনিয়ায় পরিচিত মুখ ফাফ দু প্লেসি (Faf du Plessis)। মেগা নিলামে ২ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে সামিল করেছে দিল্লী ক্যাপিটালস। আজ সহ-অধিনায়ক হিসেবেও ঘোষণা করা হলো তাঁর নাম। সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও প্রকাশ করে এই ঘোষণা সামনে এনেছে ফ্র্যাঞ্চাইজি। অধিনায়কত্ব নতুন নয় দু প্লেসির কাছে। ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়াও তাঁর হাত ধরে ২০২৪-এ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ জিতেছে সেন্ট লুসিয়া কিংস। SA20, মেজর লীগ ক্রিকেটের (MLC) মত টুর্নামেন্টেও অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন তিনি। আইপিএলেও (IPL) অধিনায়ক হিসেবে তিন বছর তাঁকে দেখা গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) জার্সিতে। দিল্লীতে নয়া দায়িত্ব তিনি যে দক্ষতার সাথেই সামলাবেন সে বিষয়ে নিশ্চিত সকলেই।
দেখে নিন DC-র ঘোষণাটি-
Pick up your phones, it’s your vice-captain calling 💙❤️ pic.twitter.com/W3AkYO4QKZ
— Delhi Capitals (@DelhiCapitals) March 17, 2025
দু প্লেসির আইপিএল কেরিয়ার-

২০১২ সাল থেকে আইপিএল (IPL) খেলছেন ফাফ দু প্লেসি (Faf du Plessis)। প্রথম তিন মরসুম কাটিয়েছিলেন চেন্নাই সুপার কিংসে। এরপর সিএসকে নির্বাসিত হওয়ায় ২০১৬ ও ২০১৭ সালে তিনি গায়ে চাপান রাইজিং পুণে সুপারজায়ান্টসের জার্সি। ২০১৮ থেকে ২০২১ অবধি আবারও চেন্নাইয়ের (CSK) হলুদ জার্সি গায়ে মাঠে নেমেছেন দক্ষিণ আফ্রিকান তারকা। ২০২২-এর মেগা নিলামের তাঁকে ছেড়ে দেয় মহেন্দ্র সিং ধোনি’র দল। দু প্লেসি যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB)। সেখানে তিন বছর কাটানোর পর দিল্লীতে ঠাঁই হয়েছে চল্লিশোর্দ্ধ ক্রিকেট তারকার। গত বারো মরসুমে মোট ১৪৫টি আইপিএল (IPL) ম্যাচ খেলেছেন ফাফ। ৩৫.৯৯ গড় ও ১৩৬.৩৬ স্ট্রাইক রেটে তাঁর ঝুলিতে ৪৫৭১ রান। ৩৭টি অর্ধশতকও করেছেন তিনি। ২০২১ ও ২০২৩ সালে কমলা টুপির দৌড়ে দু প্লেসি শেষ করেছিলেন দ্বিতীয় স্থানে।