IPL 2024: অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লী ক্যাপিটালসের প্রতিপক্ষ আজ লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (DC vs LSG)। ঘরের মাঠে মরসুমের শেষ ম্যাচ খেলতে নামছে দিল্লী ফ্র্যাঞ্চাইজি (DC)। আগের দিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হেরে তাদের প্লে-অফ সম্ভাবনা তলানিতে এসে ঠেকেছে। তবুও আজ লক্ষ্ণৌকে হারিয়ে ক্ষীণতম আশা জিইয়ে রাখতে চাইবেন ঋষভ পন্থরা (Rishabh Pant)। নির্বাসন কাটিয়ে আজ মাঠে ফিরছেন দিল্লী অধিনায়ক। পক্ষান্তরে নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বড় ব্যবধানে টানা দুই পরাজয়ের পর বিধ্বস্ত লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। প্লে-অফ স্বপ্ন নেভেনি তাদেরও। সেই দীপটুকু জ্বালিয়ে রাখতে আজ জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামতে চলেছেন কে এল রাহুলরাও। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রহর গুণছে ক্রিকেটজনতা।
Read More: IPL 2024: মাঝদরিয়ায় ডুবছে RCB-র তরী, প্লে-অফের রাস্তা কন্টকময় কোহলি, দু প্লেসিদের জন্য !!
IPL ম্যাচের সময়সূচি-
দিল্লী ক্যাপিটালস (DC) বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)
ম্যাচ নং- ৬৪
তারিখ- ১৪/০৫/২০২৪
ভেন্যু- অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট
Delhi Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-
অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লী ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (DC vs LSG) আজ একে অপরের প্রতিদ্বন্দ্বী। পিচ এখানে সাধারণত ব্যাটিং সহায়ক হয়ে থাকে। বিশেষ সাহায্য পান না বোলাররা। চলতি মরসুমে দিল্লীর মাঠে প্রতিটি খেলাতেই আকাশছোঁয়া রান উঠতে দেখা গিয়েছে। আজকের খেলাতেও তার অন্যথা না হওয়ারই সম্ভাবনা। পরিসংখ্যান বলছে অরুণ জেটলি স্টেডিয়ামে আজ অবধি খেলা হয়েছে ৮৯টি আইপিএল ম্যাচ। তার মধ্যে প্রথমে ব্যাটিং করে জয়ের সংখ্যা ৪২। রান তাড়া করে জয়ের সংখ্যা ৪৬। একটি ম্যাচ থেকেছে অমীমাংসিত।
দিল্লী শহরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। পক্ষান্তরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়াবিদ্দের দেওয়া পূর্বাভাস অনুযায়ী বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ২০ শতাংশ। এছাড়া ম্যাচ চলাকালীন ৬ কিলমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনার কথাও জানা গিয়েছে। কলকাতা ও আহমেদাবাদে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আইপিএলের ম্যাচ। আজকের দিল্লী বনাম লক্ষ্ণৌ ম্যাচে তেমন না হওয়ার ইঙ্গিতই দিয়েছে হাওয়া অফিস। আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা।
দুই দলের প্রথম একাদশ-
দিল্লী ক্যাপিটালস (DC)-
জেক ফ্রেজার ম্যাকগার্ক ✈, অভিষেক পোড়েল, শে হোপ ✈, ঋষভ পন্থ (উইকেটরক্ষক) ট্রিস্টান স্টাবস ✈, অক্ষর প্যাটেল, গুলবদন নাইব ✈, রসিক দার সালাম, কুলদীপ যাদব, মুকেশ কুমার, খলিল আহমেদ।
বিকল্প- , ঈশান্ত শর্মা, স্বস্তিক চিকারা, ললিত যাদব, প্রবীন দুবে, কুমার কুশাগ্র।
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)-
কে এল রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), ক্যুইন্টন ডি কক ✈, দীপক হুডা, মার্কাস স্টয়নিস ✈, নিকোলাস পুরান ✈, ক্রুণাল পাণ্ডিয়া, যুধবীর সিং চরক, আর্শাদ খান, রবি বিষ্ণোই, মহসীন খান, নবীন উল হক ✈।
বিকল্প- সিদ্ধার্থ মণিমরণ, দেবদত্ত পাডিক্কাল,প্রেরক মাঁকড়, কৃষ্ণাপ্পা গৌতম, আয়ুষ বাদোনি।
*✈-বিদেশী ক্রিকেটার।
টসের পর দুই অধিনায়কের মন্তব্য-
ঋষভ পন্থ-
আমরা প্রথমে ব্যাটিং-ই করতাম। (প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে) অনেক কিছু আমাদের পক্ষে যেতে হবে। আমরা কেবল একটা বিষয়েই ফোকাস রাখছি। আমরা যদি বেশী উইকেট হারিয়ে না বসতাম তাহলে আগের ম্যাচটা হারতাম না। মাঠের বাইরে বসে সেটা বলা সহজ। আসলে গোটা মরসুম জুড়েই সেটা (দ্রুত উইকেট হারানো) একটা চিন্তার বিষয় হয়ে থেকেছে। একজন অধিনায়ক হিসেবে আপনি খেলোয়াড়দের বলতে পারেন তাঁদের সেরাটা দিতে, আর ওরা সেটাই দিচ্ছে। আমাদের দলে দুটি পরিবর্তন রয়েছে। আমি ও (গুলবদন) নাইব ফিরছি। (ডেভিড) ওয়ার্নার বাইরে যাচ্ছে।
কে এল রাহুল-
আমরা প্রথমে বোলিং করবো। আমাদের বোলিং বিভাগ অপেক্ষাকৃত তরুণ। ওদের প্রথমে সুযোগ দিতে চাই। আমাদের দলে অভিজ্ঞ ব্যাটাররা রয়েছে। তারা চাপ নিতে পারবে। আমাদের কাছে বিষয়টা পরিষ্কার, দুটো ম্যাচ আমাদের জিততেই হবে। গত দুই ম্যাচে আমরা ভালো খেলতে পারি নি। আমাদের ধরাশায়ী হতে হয়েছে রীতিমত। বোলিং বিভাগ হিসেবে আমাদের আরও সাহসী হতেই হবে। নিজেদের উপর ভরসা রাখতে হবে। আমাদের দলে দুটো পরিবর্তন রয়েছে।
DC vs LSG, টস রিপোর্ট-
টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।