IPL 2025: ২০১৬ থেকে ২০২৪-এই দীর্ঘ সময় দিল্লী ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল (IPL) খেলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০২২-এর মেগা অকশনের আগে শ্রেয়স আইয়ার (Shryeas Iyer) দলত্যাগ করার পর ঋষভকেই নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলো তারা। ২০২৩-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। মাঠে নামতে পারেন নি এক বছর। তখনও ক্রিকেট তারকার পাশেই দাঁড়িয়েছিলো দিল্লী দল (DC)। ডাগ-আউটে রাখা হয়েছিলো জার্সি। ২০২৪-এ তাঁকে প্রত্যাবর্তনের মঞ্চ’ও তৈরি করে দেওয়া হয়েছিলো। দিল্লী’র ‘ঘরের ছেলে’ হয়ে ওঠা ঋষভ (Rishabh Pant) যে আচমকা দল ছাড়বেন, এমনটা মাসখানেক আগেও ভাবেন নি কেউ। কিন্তু প্রায় অবিশ্বাস্য সেই ঘটনাই ঘটেছে বাস্তবে। ৩১ অক্টোবর ক্যাপিটালস শিবিরের যে রিটেনশন তালিকা প্রকাশ করেছে সেখানে নাম নেই পন্থের।
Read More: IPL 2025: কপাল খুলছে ঘরের ছেলে রিঙ্কু সিংয়ের, আগামী আইপিএলে KKRকে দেবেন নেতৃত্ব !!
ঋষভের জন্য লড়বে দিল্লী ক্যাপিটালস-
রিটেনশন তালিকা প্রকাশের দিনকয়েক আগেই একটি ট্যুইটার পোস্টে ঋষভ পন্থ (Rishabh Pant) লেখেন, “আমি যদি নিলামে যোগ দিই তাহলে কত মূল্যে কোন দলে যেতে পারি?” দিল্লী ক্যাপিটালসের (DC) সাথে সম্পর্ক যে ছিন্ন করতে চলেছেন তিনি, তার আভাস ছিলো এই ট্যুইটেই। বিচ্ছেদে কেবল সিলমোহর পড়ে রিটেনশন তালিকা প্রকাশের পর। সাম্প্রতিক কালে বড়সড় রদবদলের পথে হেঁটেছে ফ্র্যাঞ্চাইজি। কোচের পদ থেকে সরানো হয়েছে রিকি পন্টিং-কে (Ricky Ponting)। নয়া কোচ হয়েছেন হেমাঙ্গ বাদানি। ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদ থেকে দুই বছরের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বেণুগোপাল রাও’কে। এভাবে দলের খোলনলচে বদলে ফেলা সম্ভবত মানতে পারেন নি ঋষভ (Rishabh Pant)। সূত্রের খবর যে সেই কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
If go to the auction. will I be sold or not and for how much ??
— Rishabh Pant (@RishabhPant17) October 11, 2024
ঋষভের (Rishabh Pant) পরবর্তী গন্তব্য কি হতে পারে? এই মুহূর্তে ক্রিকেটদুনিয়ার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে সেই প্রশ্ন। মহেন্দ্র সিং ধোনি’র উত্তরসূরি হিসেবে চেন্নাই সুপার কিংস নাকি চাইছে তাঁকে। ঋষভের দলত্যাগের মাসখানেক আগে থেকেই শোনা যাচ্ছিলো এই গুঞ্জন। সাম্প্রতিক ঘটনাবলী সেই আগুনে ঘৃতাহূতি দিয়েছে। রিকি পন্টিং কোচ হিসেবে যোগ দিয়েছেন পাঞ্জাব কিংসে (PBKS)। কেউ কেউ দাবী করছেন যে আগামী আইপিএলে (IPL) পুরনো কোচের সাথে ফের জুটি বাঁধতে পারেন ঋষভ। মেগা নিলামে তাঁর জন্য ঝাঁপাবে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজিও। আবার অনেকে মনে করছেন যে এখনই থেমে যাচ্ছে না পন্থ (Rishabh Pant) ও দিল্লী’র যৌথ পথচলা। মেগা নিলামে ফের উইকেটরক্ষক-ব্যাটারের জন্য দর হাঁকবে দিল্লী। অসমর্থিত সূত্রের খবর যে ৩০ কোটি টাকাও খরচ করতে পারে তারা।
ক্যাপিটালসের রিটেনশন তালিকায় চার-
রিটেনশনের জন্য সর্বোচ্চ ছয়টি স্লট ব্যবহারের ছাড়পত্র ফ্র্যাঞ্চাইজিগুলিকে দিয়েছিলো বিসিসিআই। কিন্তু দিল্লী ক্যাপিটালস (DC) কেবল ধরে রেখেছে চার জন’কে। ১৬.৫ কোটি টাকায় ‘রিটেনড’ হয়েছেন অক্ষর প্যাটেল। চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে তারা ধরে রেখেছে ১৩.২৫ কোটিতে। দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) আগামী আইপিএলে (IPL) দিল্লীর জার্সি গায়ে চাপাবেন ১০ কোটি টাকার বিনিময়ে। এছাড়া আনক্যাপড উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েল’কে রিটেন করেছে ক্যাপিটালস (DC) শিবির। তাঁকে দেওয়া হচ্ছে ৪ কোটি টাকা। অকশন পার্সের ১২০ কোটি টাকার মধ্যে ৪৭ কোটি রিটেনশনে খরচ করেছে দিল্লী। নিলামে হাতে থাকবে ৭৩ কোটি। বিশেষজ্ঞদের মতে পেস বোলিং ও মিডল অর্ডার ব্যাটারদের পিছনে এই অর্থের সিংহভাগ খরচ করতে পারে তারা।