ipl-dc-appoint-munaf-as-bowling-coach
DC vs RR | Image: Getty Images

IPL 2025: সতেরো বছরের চেষ্টাতেও আসে নি আইপিএল (IPL) ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল আনতে এবার মরিয়া ক্যাপিটালস (DC) শিবির। মাসখানেক আগে হেড কোচের পদ থেকে রিকি পন্টিং-কে (Ricky Ponting) সরিয়ে বড়সড় রদবদলের আভাস দিয়েছিলো তারা। দিল্লী  ফ্র্যাঞ্চাইজির যৌথ মালিকানা রয়েছে জিএমআর স্পোর্টস ও জেএসডব্লু স্পোর্টসের হাতে। দল পরিচালনার ক্ষেত্রে এক অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই পক্ষের বৈঠকে। দুই বছর করে সময়কালে এক পক্ষ সামলাবে দলের দায়িত্ব। ২০২৫ ও ২০২৬ সালের আইপিএলে (IPL) দিল্লী ক্যাপিটালস পুরুষ দলের দায়িত্ব পেয়েছে জিএমআর সংস্থা। তাদের হাত ধরে বদলে যাচ্ছে দলের খোলনলচে। কোচ হিসেবে হেমাঙ্গ বাদানীর (Hemang Badani) নাম ঘোষণা হয়েছিলো আগেই। এবার নতুন বোলিং পরামর্শদাতাও নিয়োগ করলেন কিরণ গ্রান্ধীরা।

Read More: IPL 2025: কপাল খুলছে ঘরের ছেলে রিঙ্কু সিংয়ের, আগামী আইপিএলে KKRকে দেবেন নেতৃত্ব !!

নিলামের আগেই দায়িত্বে নয়া বোলিং কোচ-

Munfa Patel | IPL | Image: Getty Images
Munfa Patel | Image: Getty Images

আগামী ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের জেড্ডা শহরে বসতে চলেছে আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। তার আগেই কোচিং স্টাফে রদবদল করার পথে হাঁটলো দিল্লী ক্যাপিটালস(DC) শিবির। অস্ট্রেলিয়ার জেমস হোপস’কে (James Hopes) সরিয়ে ভারতের মুনাফ প্যাটেলকে (Munaf Patel) দেওয়া হলো বোলিং পরামর্শদাতার দায়িত্ব। টিম ইন্ডিয়ার হয়ে ১৩টি টেস্ট, ৭০টি একদিনের ম্যাচ ও ৩টি টি-২০ খেলেছেন গুজরাতের পেসার। টেস্টে ৩৫টি, ওডিআই-তে ৮৬ ও আন্তর্জাতিক টি-২০তে ৪টি উইকেট নিয়েছেন তিনি। স্যুইং ও নিয়ন্ত্রণের জন্য সুবিদিত ছিলেন মুনাফ (Munaf Patel)। ২০১১ সালে ভারতের জার্সিতে জিতেছেন ওডিআই বিশ্বকাপ’ও। ২০১৮ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। দিল্লী ক্যাপিটালসের (DC) দায়িত্ব নিয়েই কোচিং জগতে পা রাখছেন তিনি।

ক্রিকেটার হিসেবে দীর্ঘ সময় আইপিএলে (IPL) অংশ নিয়েছেন মুনাফ (Munaf Patel)। খেলেছেন রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত লায়ন্সের মত দলে। ৬৩ ম্যাচে ৭.৫১ ইকোনমি রেট-সহ নিয়েছেন ৭৪ উইকেট। ২০০৮ সালে রাজস্থান ও ২০১৩তে মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে ট্রফি জয়ের স্বাদও পেয়েছেন তিনি। সেই বিপুল অভিজ্ঞতাই কোচিং-এ সাহায্য করবে মুনাফ’কে। ২০২৫ মরসুমের জন্য মাত্র চার জন’কে রিটেন করেছে দিল্লী ক্যাপিটালস (DC)। অক্ষর প্যাটেল (Axar Patel), কুলদীপ যাদব ও ট্রিস্টান স্টাবসের সাথে ধরে রাখা হয়েছে আনক্যাপড উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েল’কে। তালিকায় নেই একজন’ও ফাস্ট বোলার। দিল্লীকে নিজেদের পেস বিভাগ পুরোপুরি নতুন করে গড়ে তুলতে হবে আসন্ন মেগা অকশন থেকে। মুনাফের জন্য চ্যালেঞ্জটা যে সহজ হবে না তা বলাই যায়।

মুনাফকে স্বাগত জানালো দিল্লী-

কি হতে চলেছে দিল্লীর নিলাম স্ট্র্যাটেজি?

DC Auction Table in 2023 | Image: Getty Images
DC Auction Table in 2023 | Image: Getty Images

দল সামলানোর দায়িত্ব আপাতত জিএমআর গ্রুপের কাঁধে থাকলেও নিলাম ও দলগঠন সম্পর্কীত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মতামত থাকবে জেএসডব্লু সংস্থারও। আসন্ন মেগা নিলামে তাই দিল্লী দলের (DC) টেবিলে কারা উপস্থিত থাকেন সেদিকে নজর থাকবে ক্রিকেটজনতার। তাদের অকশন পার্সে রয়েছে ৭৩ কোটি টাকা। ঋষভ পন্থ (Rishabh Pant) দল ছাড়ার ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে স্কোয়াডে তা পূরণ করার চেষ্টায় থাকবে তারা। সূত্রের খবর শ্রেয়স আইয়ারকে দলে ফেরানোর জন্য অল-আউট ঝাঁপাতে চায় তারা। তিনিই হতে পারেন আগামীর অধিনায়ক। এছাড়া পেসারদের দিকে নজর থাকবে দিল্লীর (DC)। উমরান মালিক, মহম্মদ শামি বা মিচেল স্টার্কের জন্য দর হাঁকতে পারে তারা। দিল্লী ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে দুটি আরটিএম বিকল্প। জেক ফ্রেজার ম্যাকগ্রুক বা মুকেশ কুমারদের জন্য ব্যবহৃত হতে পারে তা।

Also Read: মাঠে ফিরছেন মহম্মদ শামি, বর্ডার-গাওস্কর ট্রফির আগে শক্তি বাড়ছে ভারতীয় দলের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *