IPL 2025: ভেন্যু বদল আইপিএলের (IPL)। চেপকের বদলে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। দুই দলই ইতিমধ্যে ছিটকে গিয়েছে ট্রফির দৌড় থেকে। তাই লড়াই নেহাৎ নিয়মরক্ষার। তবে সম্মানরক্ষার যুদ্ধে একে অপরকে যে এক ইঞ্চি জমিও কেউ ছাড়তে রাজী নয় তার প্রমাণ পাওয়া গেলো ম্যাচের শুরু থেকে। টসে জিতে প্রথম প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। শুরুটাও আজ দারুণ করেছিলো তাঁর বোলাররা। দ্রুত ৩ উইকেট তুলে নিয়েছিলেন যুধবীর সিং চরম, তুষার দেশপাণ্ডেরা। প্রাথমিক প্রতিরোধ এরপর আসে আয়ুষ মাথরের ব্যাট থেকে। পরে ডিওয়াল্ড ব্রেভিস ও শিবম দুবে’র প্রত্যাঘাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১৮৭ রান তুলে ফেলে চেন্নাই সুপার কিংস।
Read More: IPL 2025: ধোপে টিকলো না CAB-র আপত্তি, ইডেন থেকে আইপিএল ফাইনাল সরিয়েই নিলো BCCI !!
ফের নজর কাড়লেন আয়ুষ ও ব্রেভিস-

প্রথম উইকেটের জন্য আজ বেশীক্ষণ অপেক্ষা করতে হয় নি রাজস্থান রয়্যালসকে (RR)। দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই ডেভন কনওয়েকে (Devon Conway) সাজঘরে ফেরত পাঠান যুধবীর সিং চরক। অফ ফর্ম অব্যাহত কিউই তারকার। ৮ বলে ১০-এর বেশী এগোতে পারেন নি তিনি। সাফল্য পান নি উর্ভিল প্যাটেল’ও। মাত্র ২ বল খেলে শূন্য করে ফেরেন তিনি। তাঁকেও আউট করেন যুধবীরই। ১২ রানে ২ উইকেট হারিয়ে বসা চেন্নাইকে (CSK) এরপর খানিক লড়াইতে ফিরিয়েছিলেন আয়ুষ মাথরে (Ayush Mhatre)। ১৭ বছরের তরুণ ফের একবার প্রতিভার প্রমাণ রাখলেন আইপিএলের (IPL) বাইশ গজে। মাত্র ২০ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন তিনি। শেষমেশ তুষার দেশপাণ্ডের বলে আউট হন মুম্বইয়ের কিশোর। আজ চারে নেমেছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। ৮ বলে ১৩ করেন তিনি।
ব্যর্থ রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja)। ৫ বলে মাত্র ১ রান করে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ তুলে দেন তিনি। চেন্নাইয়ের ‘থালাপতি’কে আউট করেন যুধবীর সিং চরক। ৭৮ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বসা সিএসকে ১২০ অবধি পৌঁছবে কিনা একটা সময় তা নিয়েই দেখা গিয়েছিলো সংশয়। কিন্তু কঠিন পরিস্থিতিতে ঢাল হয়ে দাঁড়ান ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। মরসুমের মাঝপথে গুরজপনীত সিং-এর বিকল্প হিসেবে ‘বেবি এবি’কে দলে সামিল করেছেন ধোনি’রা (MS Dhoni)। ক্রমাগত আস্থার দাম দিয়ে চলেছেন তরুণ দক্ষিণ আফ্রিকান। সানরাইজার্স, পাঞ্জাব কিংসের বিপক্ষে কার্যকরী ইনিংস খেলেছিলেন। অর্ধশতক করেছিলেন কলকাতার (KKR) বিরুদ্ধে। আজ দিল্লীর মাঠেও আক্রমণের পথেই হাঁটেন তিনি। ২৫ বল খেলে করেন ৪২ রান। মেরেছেন ২টি চার ও ৩টি ছক্কা।
ক্যামিও ইনিংস শিবম দুবের ব্যাটে-

ব্রেভিসের সাথে সাথে প্রতিরোধ গড়ে তুলতে দেখা গেলো শিবম দুবেকেও (Shivam Dube)। স্কোরবোর্ডে ৫৯ রান যোগ করেন দু’জনে। দক্ষিণ আফ্রিকান তরুণ ফেরার পরে মহেন্দ্র সিং ধোনি’র সাথে অল্প রানের একটি পার্টনারশিপ করেন বাম হাতি বিগ হিটার। ৩২ বলে ৩৯ করে শেষমেশ আউট হন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। ধোনি ধামাকার প্রত্যাশায় ছিলেন দিল্লীর ক্রিকেটপ্রেমীরা। কিন্তু জ্বলে উঠতে পারলেন না চেন্নাই অধিনায়ক। ১৭ বলে ১৬ রান করে উইকেট হারান তিনি। অংশুল কম্বোজ ৫ ও নূর আহমেদ অপরাজিত রইলেন ১ রান করে। জোফ্রা আর্চার-হীন রাজস্থান বল হাতে শুরুটা যেমন দাপটের সাথে করেছিলো, শেষ অবধি সেই চাপ বজায় রাখতে পারে নি আজ। তাদের হয়ে যুধবীর সিং চরক ৩ উইকেট নিয়েছেন। ৩ উইকেট আকাশ মাধওয়ালের। ১টি করে সাফল্য দেশপাণ্ডে ও হাসারাঙ্গার।